৫ কোম্পানির এজিএম সোমবার

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, মালেক মিলস লিমিটেড স্পিনিং, তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মডার্ন ডায়িং ও স্ক্রিন প্রিন্টিং লিমিটেড ও গোল্ডেনসন লিমিটেড।

রহিম টেক্সটাইল মিলস লিমিটেড :

এই কোম্পানিটি সকাল ৯ টায় রাজধানীর সেনানিবাসে ট্রাস্ট মিলানয়তন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৪০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মালেক মিলস লিমিটেড স্পিনিং :

এই কোম্পানিটি সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ট্রাস্ট মিলানয়তন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড :

এই কোম্পানিটি সোমবার সকাল ১০ টায় রাজধানীর কাকরাইলে অফিসার্স ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মডার্ন ডায়িং ও স্ক্রিন প্রিন্টিং লিমিটেড :

এই কোম্পানিটি সোমবার সকাল ১০ টায় রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ সভাটি করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

গোল্ডেনসন লিমিটেড :

এই কোম্পানিটি সোমবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামে কর্ণফুলিতে নিজস্ব কারখানায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

বিডিকমের এজিএম আজ

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৫ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১ টায় রাজধানীর ধানমন্ডির এএমএম কনভেনশন সেন্টারে এই এজিএমটি অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত সময়ের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির এজিএমের রেকর্ড ডেট ছিল ১৭ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ১০২ কোটি টাকা

dse1নিজস্ব প্রতিবেদক:

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৩ কোটি ৪০ লাখ ৩৪ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০২ কোটি ৩২ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক ১ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ২৩ লাখ টাকা।

এবি ব্যাংক ৪০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা।

সিটি ব্যাংক ১৮ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, বার্জার পেইন্টস, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এমআই সিমেন্ট, এমটিবি, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, কাশেম ড্রাইসেলস, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ইয়াকিন পলিমার, ডিবিএইচ, ফরচুন সু, লংকাবাংলা ফিন্যান্স, আরএকে সিরামিক, আরএসআরএম স্টিল, এসপিসিএল, বাটা সু, ফারইস্ট ফিন্যান্স, এনটিসি, অলিম্পিক এক্সেসরিজ, বিএটিবিসি, ফারইস্ট নিটিং ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

আইসিবির মুনাফা আগামী বছর আরো ভাল হবে : ইফতিখার-উজ-জামান

icbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের মুনাফা আগামী বছর আরো ভাল হবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান।

শনিবার সকালে দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

ইফতিখার-উজ-জামান বলেন, আইসিবি নিকট থেকে যারা ঋণ নিয়ে শেয়ারবাজারে ব্যবসা করেছেন তাদের অনেকের ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। আইসিবির যে টুকিটাকি সমস্যা গুলো রয়েছে তার দিকে নজর রাখতে শেয়ার হোল্ডারদের অনুরোধ করেছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলকামা সিদ্দিকী, পরিচালক শফিকুল ইসলাম, পরিচালক এস এম মনিরুজ্জামান, পরিচালক মন্জুর আহমেদ, পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ, পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম, পরিচালক আব্দুস সালাম ও পরিচালক সাঈদ শাহরিয়ার আহসান।

এছাড়া কোম্পানি সচিব দীপিকা ভট্টাচার্যসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

ডিএসইর পিই রেশিও কমেছে ০.২১ শতাংশ

PEনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক (১৮ -২২ ডিসেম্বর) লেনদেনে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.২১ শতাংশ। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৩.৯৪ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৩.৯৭ পয়েন্ট। অর্থাৎ পিই কমেছে ০.০৩ পয়েন্ট বা ০.২১ শতাংশ।

বর্তমানে খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৯.৪০ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩৪.৬৬, সিরামিকস খাতে ২৯.৬৫, প্রকৌশল খাতে ২০.৩৬, আর্থিক প্রতিষ্ঠানের ১৭.৩৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৩.৪০, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১.৬১, বীমা খাতে ১৮.৭৫, তথ্যপ্রযুক্তি খাতে ৩৬.২০, বিবিধ খাতে ২৪.৮০, ওষুধ ও রসায়ন খাতে ১৭.০৮, সেবা ও আবাসন খাতে ১৮.৪৫, ট্যানারী খাতে ১৬.৬৮, টেলিযোগাযোগ খাতে ১৭.৫৫, বস্ত্র খাতে ১৫.০৪ এবং ভ্রমণ ও অবকাশ খাত ৩১.২৮ পয়েন্টে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘একই সময়ে একাধিক আইপিও সাবস্ক্রিপশন বন্ধ রাখার দাবি’

ipoনিজস্ব প্রতিবেদক :

একই সময়ে একাধিক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের আবেদন জমার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে। শেয়ারবাজার গতিশীল করতে এ দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

ডিবিএ আরো দাবি করে, দাবিগুলোর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বর্তমানে বিনিয়োগকারীরা নগদ পাঁচ লাখ টাকা জমা দিতে পারেন। লেনদেন বৃদ্ধির স্বার্থেই তা দশ লাখ টাকা করা; একই সময়ে একাধিক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমতি না দেওয়া প্রভৃতি অন্যতম।

গত সপ্তাহের শেষের দিকে বাজারকে গতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এসব লিখিত প্রস্তাবনা দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আইপিও সাবস্ক্রিপশন বিষয়ে বলা হয়েছে, একই সঙ্গে একাধিক আইপিও আবেদনের কারণে বিনিয়োগকারীদের মনোযোগ সেদিকেই নিবদ্ধ থাকে, ফলে সেকেন্ডারি মার্কেটের লেনদেনে প্রভাব পড়ে।

প্রস্তাবনায় বলা হয়, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ট্যাক্স সার্টিফিকেট ব্রোকারেজ হাউসগুলোর মাধ্যমে বিতরণ করা। কারণ হিসেবে অনেক সময় ডাবল ট্যাক্সেশনের শিকার হন বিনিয়োগকারীরা। এ জন্য কোম্পানিগুলো যদি কর সনদ দেয়, তবে বিনিয়োগকারীদের ভোগান্তি কমবে।

জানা গেছে, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের নিজস্ব এবং গ্রাহকের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত তির বিপরীতে সঞ্চিতি রাখার মেয়াদ বাড়ানোর প্রস্তাবও করে আসছিল ডিবিএ। গত বুধবার বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়। এর আগে গ্রাহকের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত তির বিপরীতে সঞ্চিতি রাখার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব করেছিল ডিবিএ। এক চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে এমন প্রস্তাব দেয় ডিবিএ।

পাশাপাশি ঋণাত্মক পোর্টফোলিওতে আটকে থাকা কয়েক হাজার কোটি টাকার শেয়ার স্বাভাবিক লেনদেনে ফিরিয়ে আনতে মার্জিন ঋণ বিধিমালা, ১৯৯৯-এর একটি উপধারা কার্যকারিতার স্থগিতাদেশের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ওই চিঠিতে। তবে এ মেয়াদ এক বছর বাড়ানোকে বাজারের জন্য ইতিবাচক দেখছেন বিনিয়োগকারীরা।

ডিবিএ দাবি করছে, আইপিওর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের আবেদন শুরু হয় একই তারিখ (১১ ডিসেম্বর’ ১৬)। যদিও প্যাসিফিক ডেনিমসের আইপিও আবেদন গ্রহণ চলে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আর ২১ ডিসেম্বর পর্যন্ত চলে মিউচ্যুয়াল ফান্ডটির আবেদন গ্রহণ। এর ফলে বিনিয়োগকারীদের দুর্ভোগ পোহাতে হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভালো মৌলভিত্তি কোম্পানিতে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন বেড়েছে ২৯ শতাংশ। এর প্রভাবে সার্বিক বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। উল্লেখ্য শেয়ারবাজারে ভালো মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘এ’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। আর ডিএসইতে ‘এ’ ক্যাটাগরি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

তারা বলছেন, প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে শেয়ারবাজারের টানা পতনের কবলে পড়ে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে বাজার থেকে নিজেদের গুটিয়ে নেয়। কিন্তু গত দু’মাস ধরে বাজারে ওই ধরনের পতন দেখা যায়নি। এ কারণে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা ফিরে পেয়েছেন। আর এ আস্থার প্রতিফলনে বর্তমান বাজারের যে ভিত্তি তৈরি হয়েছে সেখান থেকে পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

তাই এখনই ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগের উপযুক্ত সময়। দু-একদিন সামান্য কারেকশন হলে যারা প্যানিক হয়ে শেয়ার ছেড়ে দিয়ে নিজে লাভবান হওয়ার চেষ্টা করেন তার শুধু নিজের ক্ষতি করছেন না বরং তারা গোটা বাজারকে ক্ষতিগ্রস্ত করছেন। বিশ্লেষকরা এই অবস্থা থেকে সাধারণ বিনিয়োগকারীদের বিরত থাকার অনুরোধ করেছেন।

ডিএসই সূত্র থেকে পাওয়া তথ্য মতে গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ১.২৯ গুন বা ২৯.৪১ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রে টার্নওভার বেড়েছে ৯৯৭ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১২৮ টাকা।

সূত্র মতে, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৩৭ টাকা। তার আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৩৯২ কোটি ৭২ লাখ ৮ হাজার ৮০৯ টাকা।

এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তার ৯৩.৯৬ শতাংশ অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরি।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরিতে বর্তমানে ২৬৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে বিবিএস, এপোলো ইস্পাত, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইফাদ অটোস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, সিএমসি কামাল, কোয়া কসমেটিকস এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় থাকা প্রায় সকল কোম্পানি ‘এ’ ক্যাটাগরির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ