শেয়ারবাজারে লোকসান-প্রভিশনের সময় বাড়ানোর দাবি

abbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগে আনরিয়ালাইজড লোকসানের বিপরীতে প্রভিশন রাখার বাধ্যবাধকতায় ছাড়ের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ব্যাংকার্স সভায় এ দাবি জানায় তারা। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ছাড়ের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবি’র সভাপতি আলী রেজা ইফতেখার।

তিনি বলেন, শেয়াররবাজারে ব্যাংকের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুঁষিয়ে নিতে ব্যাংকগুলো আরও এক বছর প্রভিশন সুবিধা নিতে চায়। এ জন্য আমরা গভর্নরের কাছে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে  মোট চার কিস্তিতে এটা পরিশোধ করতে সময় চেয়েছি।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ ডিসেম্বর প্রভিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই এ মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে এবিবি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

গেইনারের শীর্ষে ফু-ওয়াং ফুড

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডের শেয়ারে সোমবার টপটেন গেইনারের শীর্ষে অবস্থানে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ফু-ওয়াং ফুডের দর বেড়েছে ১.৯০ টাকা। এদিন শেয়ারটি ওঠানামা করে ২৪.৪০ থেকে ২৬ টাকা। কোম্পানির ৪৮ লাখ ১১ হাজার ৩১৫টি শেয়ার ২ হাজার ২৪৩ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১২ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি ও ৬৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১১ কোটি ৯৫ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারের ৯৫ শতাংশ শেয়ার ধারণ করেছে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বাকি ৫ শতাংশ শেয়ার ধারণ করেছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা।

এদিকে, গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। এদিন শেয়ারটির দর বেড়েছে ২.৯০ টাকা। এদিন শেয়ারটি শেষ লেনদেন হয় ৪৪.১০ টাকা দরে। কোম্পানির ২ লাখ ৮ হাজার ৭৬৩টি শেয়ার ৩৭৩ হাজার বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮৯ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, দেশবন্ধু পলিমার, সাফকো স্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বার্জার পেইন্টস ও ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এএইচ/এলকে

  1. ফু-ওয়াং ফুড
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,
  3. অগ্নি সিস্টেমস
  4. স্কয়ার ফার্মা
  5. অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ
  6. বেক্সিমকো লিমিটেড
  7. কেয়া কসমেটিকস
  8. গ্রামীণফোন
  9. ব্র্যাক ব্যাংক
  10. বেক্সিমকো ফার্মা।

দুই শেয়ারবাজারেই সূচক পতন

low indexনিজস্ব প্রতিবেদক :

আগেরদিনের মতো সোমবারও দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচক নিম্নমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের পতন হয়েছে। ডিএসইতে নতুন স্বয়ংক্রিয় লেনদেন পদ্ধতির প্রভাবে বাজারে কিছুটা ধীর গতি বিরাজ করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭৮ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির। এদিন লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গতকাল রবিবার লেনদেন হয় ২০০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

ডিএসইতে নতুন ট্রেডিং সফটওয়্যার চালু হয়েছে। এ ইস্যুতে পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অনেকে লেনদেন থেকে বিরত ছিলেন। এ সফটওয়্যারের বিষয়ে বিনিয়োগকারীরা অভ্যস্ত না হওয়ায় অনেকে বাজার পর্যবেক্ষণ করেছেন। এসব কারণে মূলত: এদিন টাকার অংকে লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৫২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি।

লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা রবিবার ছিল ২৮ কোটি ৪৭ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এএইচ

স্পট মার্কেটে সোনালী ও কেয়া

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের আগে স্পট ও ব্লক অডলট মার্কেটে লেনদেন হবে দুই কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ ও কেয়া কসমেটিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রে জানা যায়, জানা গেছে, এই ২ কোম্পানির লেনদেন আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ২১ ডিসেম্বর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মতো বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেউ শেয়ার লেনদেন করেত পারবে না।

এরপর আগামী ১৭ ডিসেম্বর বুধবার যথারীতি উভয় শেয়ারবাজারে লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

স্বয়ংক্রিয় লেনদেনের কমিশন নির্ধারণে সভা

dse1নিজস্ব প্রতিবেদক :

সদ্য চালু হওয়া নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন চার্জ নির্ধারণে বোর্ড সভায় বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে হাওলা, লাগা ও কমিশন চার্জ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, চালু হওয়া নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থায় মার্কেট লট না থাকায় এ পরিবর্তন আনা হচ্ছে। ১১, ১৪ ও ১৫ ডিসেম্বরের লেনদেনের চিত্র পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো প্রতি হাওলা লেনদেনের জন্য ডিএসইকে ২ টাকা হাওলা চার্জ দিয়ে থাকে। আর ১০ পয়সা করে লাগা চার্জ দেওয়া হয়। হাওলা চার্জের বিপরীতে বিনিয়োগকারীর টাকার অঙ্কে মোট লেনদেনের উপর হাউসভেদে শতকরা ৩৫ থেকে ৫০ পয়সা কমিশন নেওয়া হয়। নতুন পদ্ধতিতে ১টি শেয়ার লেনদেনের বেলায়ও ডিএসইকে ২ টাকা পরিশোধ করতে হচ্ছে। আর ১টি শেয়ার লেনদেনের জন্য হাওলা, লাগা (সর্বমোট লেনদেনের উপর প্রদেয় কমিশন) ও এটিআই (আগাম কর) চার্জ বাবদ হাউসের ব্যয় হচ্ছে প্রায় ৩ টাকা। ফলে একটি শেয়ার লেনদেন হলে বেশি কমিশন আদায় করা হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।

এ সংশয় দূর করতে ডিএসই তিন দিনের লেনদেন পর্যবেক্ষণ করে সকল চার্জ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পুরনো নিয়মেই হাওলা, লাগা ও কমিশন চার্জ নেওয়া হচ্ছে বলে ডিএসই ও বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/

  1. ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড
  2. ফুয়ান ফুড
  3. বেক্সিমকো
  4. অগ্নি সিস্টেম
  5. অলিম্পিক ইন্ড্রা.
  6. ব্র্যাক ব্যাংক
  7. কেয়া কসমেটিকস
  8. স্কয়ার ফার্মা
  9. লাফার্জ সিমেন্ট
  10. গ্রামীন ফোন।

লেনদেনের প্রথম ঘন্টায় নিম্নমুখী প্রবণতা

low indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের শেয়ারবাজারে সোমবার লেনদেনের প্রথম ঘন্টায় নিম্নমুখী প্রবণতা রয়েছে। একই সময়ে টাকার অঙ্কে লেনদেন কম।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৯৭ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এসময় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড, ফুয়ান ফুড, বেক্সিমকো, অগ্নি সিস্টেম, অলিম্পিক ইন্ড্রা., ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, লাফার্জ সিমেন্ট ও গ্রামীন ফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল ১১টায় ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৬৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। লেনদেন হয়েছে ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/

ফাইন ফুডসের এজিএমের দিন পরিবর্তন

fineস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানির পরিচালনা বোর্ড আগামী ২৮ ডিসেম্বর  ২০তম এজিএমটি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২৭ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি পরিচালনা বোর্ড।

২৮ ডিসেম্বর সকালে রাজধানীর নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর