বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৫.৯৮ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ধীরগতির রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

এর আগের দিন রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার। এদিকে গত বছরের ১৯ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

ব্যবসায়ীদের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে বাজারে ডলার ছাড়ছে এবং এতে রিজার্ভ কমে আসছে।

কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছরে রেকর্ড ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার ছাড়ে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ৪ বিলিয়ন ডলারের বেশি বাজারে ছাড়া হয়েছে।

এই অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বেড়েছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

দেশে চলতি বছর রপ্তানি আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে যার মূল্যমান ৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেড়েছে ।

স্টকমার্কেটবিডি.কম///

আইএমএফের প্রতিনিধিদল আসছে বুধবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল আগামী বুধবার ১৪ দিনের সফরে ঢাকা আসছে। আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শুক্রবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএমএফ বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর বাংলাদেশ সফর করবে প্রতিনিধিদল। এই সফরে আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি/এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির আওতায় ঋণ চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আইএমএফের নতুন উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় বাংলাদেশ ঋণসহায়তা পাবে কি না, সে বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোকে এই ঝুঁকি মোকাবিলায় দীর্ঘ মেয়াদে ঋণসহায়তা দেওয়ার জন্য আরএসএফ গঠন করেছে আইএমএফ।

আইএমএফ প্রতিনিধিরা বাংলাদেশ সফরে সরকারের পাশাপাশি অন্যান্য অংশীদারের সঙ্গেও বৈঠক করবেন। সংস্থাটি বলেছে, বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা আগামী মাসগুলোতেও অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

শিগগিরই ঢাকা-ইম্ফাল ফ্লাইট চালু : বিমান প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘ঢাকা-ইম্ফাল ফ্লাইট শিগগির চালু হবে। এতে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’

গতকাল শুক্রবার বিকালে ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশনের (ইমা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে তিনি আরও বলেন, ‘সিলেটের হাওড়-বাওড়-টিলার বৈচিত্র্যমণ্ডিত পরিবেশে মণিপুরী সম্প্রদায় মিশে আছে। আপন স্বকীয়তায় তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৩ সালে মণিপুরীদের এক প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সাথে দেখা করলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মণিপুরীদের মন্দির-স্থাপনা মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ ধারাবাহিকতায় আজও বিদ্যমান। মণিপুরী জীবনমান, সংস্কৃতি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে।’

ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, উপদেষ্টা ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমা, সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্রহ্মচারিময়ুম সুপ্রিয়া দেবী।

স্টকমার্কেটবিডি.কম///

আম্বানির রিলায়েন্সের ৩ মাসের মুনাফা ১৩,৬৫৬ কোটি রুপি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গতকাল শুক্রবার মুকেশ আম্বানির ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ জানিয়েছে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে তাদের মুনাফার হার ‘ফ্ল্যাট’ ছিল। অর্থাৎ, লাভের অংক সেভাবে বৃদ্ধি হয়নি। রিপোর্ট অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় সরকারের উইন্ডফল প্রফিট ট্যাক্স নীতির জেরে সংস্থাটির উপার্জনে কোপ পড়েছে। এবছর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে রিলায়েন্সের লাভ হয়েছে ১৩,৬৫৬ কোটি রুপি। গতবছর এই সময়কালে রিলায়েন্সের লাভের পরিমাণ ছিল ১৩,৬৮০ কোটি রুপি।

এদিকে গত ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিকে রিলায়েন্সের লাভ কমেছে ২৪ শতাংশ। জানা গেছে, রিলায়েন্সের রিটেইল এবং টেলিকম ভালো মুনাফা লাভ করলেও জ্বালানি সংস্থার লাভের গ্রাফে বড় ধাক্কা লেগেছে। এর জেরেই লাভের পরিমাণে এই পতন।
প্রসঙ্গত, নির্দিষ্ট পরিস্থিতিতে লাভবান কোম্পানিগুলোর উপর আরোপ করা হয় উইন্ডফল ট্যাক্স। ইউক্রেনে রাশিয়ার হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এতে অনেকটাই লাভবান হয়েছে তেল রফতানিকারক কোম্পানিগুলো। এই পরিস্থিতিতেই সরকার এই লাভ নিয়ন্ত্রণ করতে এবং দেশীয় বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উইন্ডফল ট্যাক্স আরোপ করে থাকে।

মূলত বেশি লাভের জন্য সংস্থাগুলো যাতে দেশের জন্য জ্বালানি না রেখে সব রফতানি না করে দেয়, সেই জন্যই এই ব্যবস্থা। এই আবহে ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার অক্টোবরেই অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বাড়িয়ে দেয়। নয়া বিজ্ঞপ্তিতে রিলায়েন্সের মতো রিফাইনারি কোম্পানিগুলোর মাথায় হাত পড়ে। এর আগেও কয়েক দফায় উইন্ডফল ট্যাক্স সংশোধন করেছিল সরকার। এই করের সরাসরি প্রভাব দেখা যাচ্ছে রিলায়েন্সের ব্যালেন্স শিটে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ইষ্টার্ণ হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৮৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইষ্টার্ণ হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৯৪ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ৩৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ২১৬ কোটি ৬৬ লাখ , জেএমআই সিরিঞ্জের ১৫৪ কোটি ৪৬ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটি ১৪৭ কোটি ৬৩ লাখ, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংর ১১৪ কোটি ৫২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১১ কোটি ৪৫ লাখ, কেডিএস এক্সেসরিজের ১১০ কোটি ২০ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১০৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৮৭ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮৭ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৮৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৭৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১০ থেকে ১৩ অক্টোবর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৯৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৮৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম////

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৪ হাজার কোটি টাকা কোটি টাকা কমেছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচক কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২০.০৪ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১৬১৯ কোটি ৩৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২০৮ কোটি ২৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩.৯৭ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৭৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১২.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ১১টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪০৩২ কোটি টাকা বা ০.৫২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///