ব্যাংকের করপোরেট কর কমানোর প্রস্তাবে সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংক খাতে লুটপাটের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর কমানোর প্রস্তাবে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন কয়েকজন সাংসদ। ব্যাংকের করপোরেট কর আড়াই শতাংশ না কমিয়ে ১ শতাংশ কমানোর প্রস্তাবও এসেছে।

আজ মঙ্গলবার থেকে সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যাংক খাত নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেন তিনজন সাংসদ। এর আগে রোববার ও গতকাল সোমবার সম্পূরক বাজেটের ওপর দুই দিনের আলোচনায়ও সমালোচনার মুখে পড়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবশ্য আজ একজন স্বতন্ত্র সাংসদ পয়েন্ট অব অর্ডারে অর্থমন্ত্রীর পক্ষে সাফাই গেয়েছেন।

অর্থমন্ত্রীর উদ্দেশে জাসদের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লুট করে নিয়ে যাচ্ছেন। আবার ব্যাংককে টাকা দেওয়া হচ্ছে। একবার ভর্তুকি দেওয়া হচ্ছে, একবার করের ছাড় দেওয়া হচ্ছে। একটা সিদ্ধান্ত নিতে হবে। এভাবে হয়তো ব্যাংক রক্ষা করা যাবে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের যে জায়গায় যাওয়ার লক্ষ্য, তা পূরণ হবে না। ব্যাংক থাকবে, অর্থনীতি কলুষিত হবে। এক মণ দুধে এক ফোঁটা টকই যথেষ্ট। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর আড়াই শতাংশের জায়গায় ১ শতাংশ করার প্রস্তাব করেন।

ব্যাংকের করপোরেট কর কমানোর প্রস্তাবের সমালোচনা করে জাতীয় পার্টির আরেক সাংসদ শামীম হায়দার পাটোয়ারি বলেন, ব্যাংক খাতে যে লুট হয়েছে, নাদির শাহের দিল্লি লুটের সময়ও এত টাকা লুট হয়নি।

শামীম হায়দার বলেন, ব্যাংকের করপোরেট কর আড়াই ভাগ কমানো হয়েছে, কিন্তু অন্য করপোরেট খাতে ৪০ শতাংশই রাখা হয়েছে। যে খাত ভালো করছে, সেখানে কর কমানো হয়নি, যে খাতে লুটপাট হচ্ছে, সেখানে কর কমানো হচ্ছে।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘দুষ্টু বিড়ালকে কুকি দিলেন, পরদিন দুষ্টু বিড়াল দুধ চাইবে। আর ভালো বিড়ালকে রিওয়ার্ড দিলেন না।’

অন্যদের মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান, মাহমুদ উস সামাদ চৌধুরী, এনামুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ইসরাফিল আলম, কাজী রোজী প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন। বাজেটের আজকের বৈঠক ছিল ঈদের আগে চলতি অধিবেশনের শেষ বৈঠক। ১৮ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডআর/বি

গত বছর রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে প্রেরণ করা হয়েছে : নুরুল ইসলাম

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গত বছর ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী প্রেরণ করে দেশের বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৩১জন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই বাংলাদেশি কর্মী গমন করেছে। বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।

নুরুল ইসলাম বলেন, এর মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শ্রম বাজার সৌদি আরবে ৫ লাখ ৫১ হাজার ৯৫৪ জন কর্মী গমন করেছে। সম্প্রতি চলতি বছরে ১৮ এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের সাথে গৃহকর্মের পেশায় কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সরকারি দলের আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাপানে টেকনিক্যাল ইন্টার্ণ প্রেরণের বিষয়ে ২০১৭ সালে মার্চে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, ওই সমঝোতা আলোকে সম্পূর্ণ বিনা খরচে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম-জাপান)-এর সহযোগিতায় জাপান টেকনিক্যাল ইন্টার্ণ গমন শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে দুইটি ব্যাচে ৩১ জন জাপানে গমন করেছে। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে অধিকহারে কর্মী প্রেরণের বিষয়ে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী প্রেরণের জন্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সরকারের জি-টু-জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় মালয়েশিয়ায় কর্মী গমন অব্যাহত রয়েছে এবং ২০১৭ সালে ৯৯ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় গমন করেছে।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের শ্রমবাজারে শ্রমিক প্রেরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৫২টি শ্রমবাজার গবেষণার কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেডআর/বি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২১ জুন

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ জুন আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/বি

মিউচ্যূয়াল ট্রাষ্ট ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান মিউচ্যূয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবদুল মালেক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতাষ্ঠানটির ১ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. ডেল্টা ব্র্যাক হাউজিং
  3. গ্রামীন ফোন
  4. খুলনা পাওয়ার
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ফার্মা এইডস
  7. ওসমানিয়া গ্লাস শিট
  8. লিগ্যাসি ফুটওয়ার
  9. বার্জার পেইন্টস
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৮৬ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে বেড়েছে। তবে এদিন সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৯০ লাখ টাকা। ঈদের আগে গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৫৭ কোটি ৮৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আলিফ ইন্ডাস্ট্রিজ, ডেল্টা ব্র্যাক হাউজিং, গ্রামীন ফোন, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইডস, ওসমানিয়া গ্লাস শিট, লিগ্যাসি ফুটওয়ার , বার্জার পেইন্টস ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৪৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১০৫ টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

কহিনুর কেমিক্যালসের দর বাড়ার কোনো কারণ নেই

kohiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কহিনুর কেমিক্যালস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৭ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৬৯.৪০ টাকা। গত ১২ জুন তা বেড়ে ৪৩৬ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে কহিনুর কেমিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওটিসি রুলস ২০১৮-এর খসড়া অনুমোদন দিল বিএসইসি

otcস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সর্বশেষ কমিশন সভায় ওটিসি রুলস ২০১৮-এর খসড়া অনুমোদন করেছে। জনমত যাচাইয়ের জন্য শিগগিরই খসড়াটি প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, ওটিসিতে লেনদেনের জন্য শেয়ারবাজারের বাইরে থাকা কোম্পানিগুলোও আবেদন করতে পারবে। এজন্য কোম্পানি চাইলে তার পক্ষে আবেদন দাখিলের জন্য একজন মার্চেন্ট ব্যাংকার নিয়োগ করতে পারবে। আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জ আবেদন গ্রহণ কিংবা প্রত্যাখ্যানের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

স্টক এক্সচেঞ্জের অন্য কোনো প্লাটফর্মে তালিকাভুক্তি কিংবা পুনঃতালিকাভুক্তির তারিখ থেকে অথবা কোম্পানির অনুরোধে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোনো কোম্পানির ওটিসি সুবিধা স্থগিত বা বাতিল করতে পারবে। তাছাড়া পুঁজিবাজার ও বিনিয়োগকারীর স্বার্থে বিএসইসি কিংবা স্টক এক্সচেঞ্জ যে কোনো সময় ওটিসির যে কোনো কোম্পানির লেনদেন স্থগিত করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই শুনানিতে কোম্পানির বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হবে।

স্টক ব্রোকার বা ডিলারের মাধ্যমেই ওটিসিতে কোম্পানির শেয়ার লেনদেন করতে হবে। স্টক এক্সচেঞ্জের প্রচলিত বিধি অনুসারে কার্যাদেশ নিষ্পত্তি হবে। ওটিসির কোম্পানিগুলোর ব্যবসার ধরন অনুসারে এক্সচেঞ্জের পক্ষ থেকে ক্যাটাগরি করা হবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে এক্সচেঞ্জ লেনদেনের ওপর বিভিন্ন ফি, কমিশন ও চার্জ নির্ধারণ করবে।

তাছাড়া কমিশনের অনুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জ ওটিসির কোম্পানিগুলোর জন্য আর্থিক তথ্য ও প্রতিবেদন সংক্রান্ত শর্তাবলি নির্ধারণ করবে। স্টক এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমতি সাপেক্ষে ‘ওটিসি ব্যবহারিক বিধিমালা’ প্রকাশ করতে পারবে, যাতে সে আইনের বিধি-বিধানগুলো থাকবে এবং এটি এ আইনের অংশ হিসেবে বিবেচিত হবে।

আলোচ্য আইনের কোনো বিধান সম্পর্কে কোনো ধরনের অস্পষ্টতা বা সন্দেহের উদ্রেক হলে কমিশন এ ব্যাপারে ব্যাখ্যা প্রদান করবে। তাছাড়া কমিশন এ আইনের আলোকে নির্দেশনা ও গাইডলাইন জারি করতে পারবে। যে কোনো যুক্তিসঙ্গত কারণে কমিশন বিধি-নিষেধ কিংবা শর্ত আরোপ করতে পারবে।

এ আইনের কোনো বিধান লঙ্ঘনের জন্য কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। কমিশন এ আইনের যে কোনো শর্ত পরিপালনের বাধ্যবাধকতা থেকে যে কোনো ব্যক্তি বা কোম্পানিকে অব্যাহতি দিতে পারবে।

প্রস্তাবিত রুলসটি কার্যকর হলে এর আগের ২০০১ সালের ওভার দ্য কাউন্টার রুলসটি বাতিল হয়ে যাবে। তবে আগের রুলসের আওতায় গৃহীত যে কোনো কার্যক্রম নতুই আইনের আওতায় গণ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার ব্যাংকের ঋণমান ‘এএ+’ ও ‘এসটি-১’

primiarস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/

 

ইষ্টার্ণ ক্যাবলসের এজিএমের দিন নির্ধারণ

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

কোম্পানির ৩১তম এজিএমটি চট্টগ্রামের পতেঙ্গায় কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

তবে রেকর্ড ডেটসহ এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি