টেকসই উন্নয়ন অর্জনে ব্যক্তিখাতের অবদান গুরুত্বপূর্ণ: পরিকল্পনামন্ত্রী

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি গোল অর্জনে বড় বাধা তথ্য ঘাটতি। এসডিজির বড় লক্ষ্য অর্জনে ব্যক্তিখাতের অবদান গুরুত্বপূর্ণ। তবে কিছু ক্ষেত্রে তথ্যের অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে বিশ্বাসযোগ্য তথ্য নেই। আবার কিছু ক্ষেত্রে একেবারেই তথ্য নেই। সারা দেশে এসডিজি অর্জনের তথ্য পেতে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রবিবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে ‘এসডিজি বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

কিছু খাতের উন্নয়ন তুলে ধরে এম এ মান্নান বলেন, দেশে ইন্টারনেটে ব্যাপক উন্নত হয়েছে। বিদ্যুতের উন্নতি অভাবনীয়। বিদ্যুতের সফলতা আমরা ভোটের মাঠে পেয়েছি।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বক্তব্য রাখেন।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রিজার্ভ চুরির টাকা তিন বছরের মধ্যে ফেরত পাবে বাংলাদেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চুরি হওয়া রিজার্ভের টাকা আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

তিনি বলেন, ‘বছর তিনেকের মধ্যে টাকা ফেরত আসবে বলে আশা করা যায়। এই মামলায় খরচ হবে ঘণ্টার হিসাবে।’

রবিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি পরে করা হলো কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিউসি জানান, মামলার পেছনে তারা বেশি সময় ব্যয় করেছেন। বিভিন্ন তদন্ত ও রিপোর্ট কালেকশনে সময় ব্যয় হয়েছে। মূল অপরাধী ফিলিপাইনের রিজাল কমারশিয়াল ব্যাংক-আরসিবিসি যাতে কিছু জানতে না পারে সেজন্য দেরি হয়েছে।

তিনি বলেন, ‘আরসিবিসি অবৈধভাবে এই টাকা চুরি করেছে এবং এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে সেটা প্রমাণ হবে।’

যুক্তরাষ্ট্রের আদালতে সাত প্রতিষ্ঠান, ১৫ ব্যক্তি ও অজ্ঞত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান কিউসি।
এসময় মামলায় কত টাকা খরচ হবে সে বিষয়ে কিউসি কোনও তথ্য দেননি। তবে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান খরচের বিষয়ে কিছু তথ্য দেন।

তিনি বলেন, ‘এই মামলায় এ পর্যন্ত তিন কোটি টাকার বেশি খরচ হয়নি। এখানে খরচ মুখ্য নয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বিএফআইইউ এর পরামর্শক দেব প্রসাদ দেব নাথ, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ বিল্ডিংয়ের ৫৩ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

BBSস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৫৩ কোটি ১৩ লাখ টাকার একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, কোম্পানিটি টালিসম্যান সার্টরিয়াল লিমিটেডের সাথে তাদের রপ্তানি কারখানা নির্মাণের জন্য এ চুক্তি স্বাক্ষর করে। যা ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ডিইপিজেড) অবস্থিত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বছরের প্রথম মাসেই রেকর্ড রেমিটেন্স

dolerস্টকমার্কেটবিডি ডেস্ক :
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা এক মাসের হিসেবে রেকর্ড।

এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ১৪৯ কোটি ২৪ লাখ ডলার; ২০১৪ সালের জুলাই মাসে।

বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্স সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স এসেছে।

রেমিটেন্সের এই অংক গত বছরের জানুয়ারির চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ এবং আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি।

তথ্য পর‌্যালোচনায় দেখা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে ৯০৮ কোটি ১৩ লাখ (প্রায় ৯.০৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৮৩১ কোটি ২০ লাখ (৮.৩১ বিলিয়ন) ডলার।

এ হিসাবে সাত মাসে রেমিটেন্স বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে আমান কটন

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত ২০১৮ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ৪ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বাণিজ্য মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় একদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রবিবার বিষয়টি নিয়ে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে বাণিজ্যমন্ত্রী বৈঠক করে প্রাথমিকভাবে একদিন সময় বাড়ানোর একটি সিদ্ধান্ত নিয়েছে। দু’একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ৯ জানুয়ারি বিকালে রাজধানীর শেরে-বাংলা নগরে আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তিনি মাসব্যাপী আয়োজিত এ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্য স্টল ৪১২টি। এবার বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো- থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

‘নেক্সট লেভেলে’ পৌঁছাতে আরও বিনিয়োগ প্রয়োজন : সালমান এফ রহমান

salmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের অর্থনীতিকে ‘নেক্সট লেভেলে’ পৌঁছাতে আরও বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, গত পাঁচবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার পৃথিবীতে সর্বোচ্চ। বেসরকারি খাতে উন্নতির জন্যই এই অবস্থান সম্ভব হয়েছে। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছে বিদ্যুতের সফলতা। ভবিষ্যতে দেশের অর্থনীতিকে ‘নেক্সট লেভেলে’ পৌঁছাতে আরও বিনিয়োগ প্রয়োজন।

রবিবার (০৩ ফেব্রুয়ারি) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন।

‘বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় সাফল্য: গতিশীল প্রবৃদ্ধি অর্জনে বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সভার প্রধান অতিথি সালমান এফ রহমান বলেন, গত ১০ বছর আগে কেউ যদি আমাকে অর্থনৈতিকভাবে আজকের বাংলাদেশের কথা বলতো আমি বিশ্বাস করতাম না। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই জায়গায় চলে এসেছি, এটা বাস্তব।

দেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকারের মেয়াদ শেষ হওয়া নাগাদ জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) দুই অঙ্কের সংখ্যায় যেতে চাই। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের ইকোনমিক জোনগুলো তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

‘বিনিয়োগের জন্য ব্যাংক ঋণে সুদের হার কমানোর জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে আমরা অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিয়ে এসেছি।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, এই সরকার ব্যবসাবান্ধব সরকার। আপনারা বিনিয়োগ করুন। ব্যবসায়ীদের জন্য ‘ইজ অফ বিজনেস’ পরিস্থিতি আরও সুবিধাজনক উপাযয়ে নিয়ে আসা হবে।

বিদ্যুৎ উৎপাদনের নানা অর্জন তুলে ধরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০৪১ সালের আগে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করার লক্ষ্যে আমরা কাজ করছি। বিগত ১০ বছরে এছাড়া দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করছে সরকার।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানিখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ পেতে পরিকল্পিত উপায়ে এবং সরকার ঘোষিত অর্থনৈতিক জোনগুলোতে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আহ্বান জানাচ্ছি।

এর আগে সভার শুরুতে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস এক উপস্থাপনায় বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। এর মধ্যে ৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা নিয়ে সন্তুষ্ট। আর এই বিদ্যুতের বেশিরভাগ যোগান দেয় বেসরকারি খাত।

তিনি জানান, দেশে প্রায় ১০ হাজার ৯৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় বেসরকারি খাত থেকে। আর সরকারি খাত থেকে আসে প্রায় ৮ হাজার ৯০১ মেগা ওয়াট। আর কিছু আসে বিদেশ থেকে আমদানির মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমাদের দেশের সার্বিক বিদ্যুতের অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। তবে সমস্যা হচ্ছে আমরা কোয়ালিটি ইলেক্ট্রিসিটি পাচ্ছি না। ভোল্টেজের আপডাউন এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে শৈল্পিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

`এ সময় বিদ্যুৎ লাইন এবং সংযোগ স্থাপনে দীর্ঘসূত্রিতা এখনও রয়েছে যা আমাদের কাটিয়ে উঠতে হবে। জাতিসংঘ ঘোষিত এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেসরকারি খাত। তাই এই খাতের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে।’

এ সময় দেশের শিল্পখাতে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির জোগান থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. খুলনা পাওয়ার
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. মেঘনা পেট্রোলিয়াম
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. বাংলাদেশ শিপিং করপোরেশন
  8. ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স
  9. সিটি জেনারেল ইন্স্যুরেন্স
  10. ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

সূচকের মিশাবস্থায় কমেছে লেনদেন ও শেয়ার দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের মিশ্রাবস্থা ছিল। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৪ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৯৯২ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৬টির। আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, গ্রামীনফোন লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৮১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ফ্যামিলি টেক্সের ২য় প্রান্তিক বোর্ড সভা ৬ ফেব্রুয়ারি

familyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ