জাতীয় শোক দিবসে সাউথ বাংলা ব্যাংকের আলোচনা সভা ও দোয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন, লিগ্যাল এন্ড রিকভারি বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ, আইসিসিডি’র প্রধান মোঃ আব্দুল মান্নান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা রাজিয়া প্রমুখ। দোয়া শেষে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মৃত পরিচালকের শেয়ার পাবেন মেয়ে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক পরিচালকের মৃত্যুতে সমস্ত শেয়ার উনার মেয়েকে প্রদান করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, মো: আতাইর রহমান নামে কোম্পানিটির নমিনী পরিচালক গত ২০ মার্চ মৃত্যুবরণ করেন। তার হাতে কোম্পানির ৭৬ হাজার ৯৭৯টি শেয়ার ছিল।

তার অবর্তমানে কোম্পানির এই শেয়ারগুলো উনার নমিনী হিসাবে উনার মেয়ে মিসেস জেবুন নাসরিন আহমেদকে হস্থান্তর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইএফআইসি ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ৮৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৮৯ কোটি ৬ লাখ, মালেক স্পিনিং মিলসের ৫৯ কোটি ৪০ লাখ, কেয়া কসমেটিকসের ৫৩ কোটি ৬৯ লাখ, ইসলামিক ফাইন্যান্সের ৪৯ কোটি ২৭ লাখ, বিডি ফাইন্যান্সের ৪৮ কোটি ৫২ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের ৪৩ কোটি ৯০ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৭ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইএফআইসি ব্যাংক
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. সাইফ পাওয়ারটেক
  5. মালেক স্পিনিং মিলস
  6. কেয়া কসমেটিকস
  7. ইসলামিক ফাইন্যান্স
  8. বিডি ফাইন্যান্স
  9. ড্রাগন সোয়েটার স্পিনিং
  10. লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

গাজীপুরে আলেমা টেক্সাইলের কারখানায় আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (১৬ আগস্ট) সকালে ওই এলাকায় আলেমা টেক্সটাইলস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, সকালে আলেমা টেক্সটাইলস লিমিটেড কারখানার একতলা শেডের গুদামে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ঢাকা, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে কারখানার ফেব্রিকস ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

পেট্রোপোল বন্দরে রপ্তানি বাণিজ্য বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেট্রাপোল বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য কর্তৃক সে দেশের ট্রাক চালকদের হয়রানি বন্ধের দাবিতে রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে ভারতীয় সিঅ্যান্ডএফ অ্যাসোশিয়েশন। তবে বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য ভারতে প্রবেশ সচল রয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে এপথে রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

এদিকে ভারতের রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে আটকে আছে কয়েকশ পণ্য বোঝায় ট্রাক। এর মধ্যে ফল, মাছ, টমেটোসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে আমদানিকৃত পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ বন্ধ রেখেছে ভারতীয় সিঅ্যান্ডএফ অ্যাসোশিয়েশন। ভারতীয় ট্রাক চালকরা প্রতিনিয়ত বিএসএফ সদস্যদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। ফলে আজ সকাল থেকে ট্রাক চালকদের হয়রানি বন্ধের দাবিতে অবরোধ করে রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে তারা। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি সচল রয়েছে।

তিনি আরো জানান, ভারতীয় সিঅ্যান্ডএফ অ্যাসোশিয়েশন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে আশা করা যাচ্ছে দুপুরের পর থেকে রপ্তানি বাণিজ্য সচল করবে ভারতীয় সিঅ্যান্ডএফ।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে সূচকের বড় উত্থানে লেনদেনও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক অনেকটা বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিন সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৪৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৫৩ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬৬১ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৬টির, আর দর অপরিবর্তিত আছে ২৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং মিলস, কেয়া কসমেটিকস, ইসলামিক ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার স্পিনিং ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ৯৩ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৩ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৪৪.৪০ টাকা এবং আজ ১৬ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এই বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/এস

মূল মার্কেটে তমিজ উদিন টেক্সটাইলের লেনদেন শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ওটিসি বাজার হতে মূল মার্কেটে তমিজ উদিন টেক্সটাইল লিমিটেডেের লেনদেন আজ সোমবার থেকে শুরু হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে।

‘জেড’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “TAMIJTEX” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১২০২৬ নির্ধারণ করা হয়েছে।

শেয়ারটির অভিহিত মূল্য ১০ টাকা ধরা হয়েছে। আর একটি শেয়ারের এক লট নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম