মারুফ মতিনের সিএসইর অফিসে যোগদান

Wali-ul-Maruf-Matinনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ওয়ালি-উল মারুফ মতিন আজ সোমবার সিএসইর ঢাকা অফিসে যোগদান করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩১তম সভায় মারুফ মতিনকে সিএসইর এমডি হিসাবে চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, ওয়ালি-উল- মারুফ মতিন এর আগে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।

ওয়ালি-উল-মারুফ মতিন ভেঞ্চার ক্যাপিটাল, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, কমোডিটি ফিউচারস, করপোরেট গর্ভনেন্সসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অভিজ্ঞ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সকালে ঢাকার সিএসইর কার্যালয়ে কাজে যোগদান করেছি। নতুন পরিসরে কাজে যোগদানের অনুভূতি ‘ভেরি গুড’।

সিএসইতে যে সব স্বতন্ত্র পরিচালক রয়েছেন, তারা সবাই দক্ষ ও অভিজ্ঞ। পাশাপাশি তারা যে সব প্রতিষ্ঠান থেকে এসেছেন, সে সব প্রতিষ্ঠানে তাদের বেশ সুনাম রয়েছে। তাদের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই।

স্টমার্কেটবিডি.কম/এম/এআর

  1. এবি ব্যাংক
  2. গ্রামীণফোন
  3. যমুনা অয়েল
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
  6. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  7. কেয়া কসমেটিকস
  8. সামিট পোর্ট অ্যালায়েন্স
  9. সিটি ব্যাংক
  10. বেক্সিমকো ফার্মা।

তিন দিন পরে ঊর্ধ্বমুখী দুই শেয়ারবাজার

index upনিজস্ব প্রতিবেদক :

টানা ৩ দিন পতন শেষে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৯৯ পয়েন্টে।

লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩টি কোম্পানির। আর দর কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবি ব্যাংক, গ্রামীণফোন, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, অ্যালায়েন্স, সিটি ব্যাংক এবং বেক্সিমকো ফার্মা।
লেনদেন হয়েছে মোট ৩৪১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৩২ কোটি ৩৭ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

লেনদেন হয় মোট ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল মোট ১৮ কোটি ৯৩ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

বঙ্গজ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজের পরিচালক মো. রফিকুল হক নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী তিনি নিজ প্রতিষ্ঠানের ৮৭ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রফিকুলের পোর্টফলিওতে (পত্রকোষ) বঙ্গজের ৫ লাখ ৪৯ হাজার ৭৮টি শেয়ার রয়েছে। ঘোষণা অনুযায়ী তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধমে শেয়ার বেচবেন।
স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

নভেম্বরে বিও হিসাব বেড়েছে দেড় লাখ

cdblস্টকমার্কেট ডেস্ক :

মন্দা বাজারেও বাড়ছে বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স) খোলার প্রবণতা। গত ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিও হিসাব বেড়েছে প্রায় দেড় লাখ। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৬৮ হাজার ৯৮৭টি। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত এ সংখ্যা ছিল ২৯ লাখ ১৮ হাজার ৭৬৭টি। অর্থাৎ এই সময়ে বিও হিসাব বেড়েছে ১ লাখ ৫০ হাজার ২২০টি।

বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে প্রতিমাসেই নতুন আইপিও আসছে। তাই আইপিওকে কেন্দ্র করে বাজারে নতুন বিনিয়োগকারী বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

সূত্র মতে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পুরুষ অ্যাকাউন্টের সংখা ৫৭ হাজার ৫৩৮টি বেড়েছে। বর্তমানে পুরুষ বিও হিসাব রয়েছে ২২ লাখ ৪৪ হাজার ৫৩৮টি, যা নভেম্বরে ছিল ২১ লাখ ৮৭ হাজার টি।

এদিকে নারী বিও হিসাবের সংখ্যা ২৫ হাজার ৬৪৮টি বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১৪ হাজার ১৬৭টি। নভেম্বর মাসে বিও অ্যাকাউন্টধারী নারী ছিলেন ৭ লাখ ৮৮ হাজার ৫১৯ জন।

এছাড়া বেড়েছে স্থানীয় বিও হিসাবের সংখ্যা। ডিসেম্বর মাসে এই হিসাব ৭৭ হাজার ৮৯৬টি বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ১১ হাজার ৯০৫টি, যা আগের মাসে ছিল ২৮ লাখ ৩৪ হাজার ৯টি।

একইসাথে বেড়েছে প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা। বর্তমানে প্রবাসী বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৮০০টি, যা নভেম্বরে ছিল ১ লাখ ৪২ হাজার ৩৫৭টি।

অপরদিকে আলোচিত সময়ে কোম্পানি বিও সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৮২টি। নভেম্বর মাসে ছিল এই অ্যাকাউন্টের সংখ্যা ১০ হাজার ১৯৯টি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. এবি ব্যাংক
  3. অগ্নি সিস্টেম
  4. গ্রামীন ফোন
  5. সিটি ব্যাংক
  6. যমুনা ওয়েল
  7. লাফার্জ সিমেন্ট
  8. বিডি থাই
  9. খান ব্রাদার্স পিপি
  10. সাপোর্ট

ঋণমানে দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ ওয়েস্টার্ন মেরিন

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন ঋণমানে দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ঋণ পরিশোধ সক্ষমতায় মাঝারি মানের কোম্পানি এটি।

কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এর মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ। প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নেট মুনাফা হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর

আধ-ঘন্টায় ডিএসই-সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট

high indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত আধ-ঘণ্টায় ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট। আর ৩০ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক, অগ্নি সিস্টেম, গ্রামীন ফোন, সিটি ব্যাংক, যমুনা ওয়েল, লাফার্জ সিমেন্ট, বিডি থাই,  খান ব্রাদার্স পিপি ও সাপোর্ট।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭২ পয়েন্টে।

অন্যদিকে বেলা ১১ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৪৩ পয়েন্টে। এসময় লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ব্যাটবিসি ও আইসিবি সোমবার স্পট মার্কেটে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

সোমবার রেকর্ড ডেটের কারণে স্পট মার্কেটে যাচ্ছে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (ব্যাটবিসি)।

জানা গেছে, এই ২ কোম্পানির লেনদেন আগামী ১ ও ২ ডিসেম্বর  স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী  ৩ ডিসেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মেয়াদিত্তীর্ণ এমডি দিয়ে চলছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

suridনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত  সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হক মেয়াদ না থাকলেও স্বপদে বহাল রয়েছেন। আসন্ন এজিএমে বিষয়টি উত্থাপিত করে বিনিয়োগকারীদের মতামত নেয়া হবে বলে কোম্পানিটি দাবি করলেও এমডির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে জানা যায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকের পদে মো. জাহেদুল হক অবৈধভাবে মেয়াদিত্তীর্ণ পদে বহাল রয়েছেন। কোম্পানি আইনের ১১০(২) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের পরিচালক পদের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষ হলে বোর্ডসভায় সম্মতি নিয়ে আবারো দায়িত্ব পালন করা যেতে পারে। তবে বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মাত ছাড়াই টানা ১০ বছর ধরে পদে বহাল আছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুহৃদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. জাহেদুল হকের মেয়াদ শেষ হয়েছে।

অবৈধভাবে পদে বহাল থাকার বিষয়টি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিস পাঠায়। কোম্পানি সচিব এস কে সাহা ২ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ও কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনের কাছে সুহূদের ব্যবস্থাপনা পরিচালকের পদে জাহেদুল হকের বহাল থাকা বৈধ কিনা, সে বিষয়ে আইনগত পরামর্শ চান।

গত ১৮ অক্টোবর আইনি পরামর্শে দায়িত্ব পালন দণ্ডনীয় বলে জানান এ আইনজীবী। তিনি জানান, এক্ষেত্রে এজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া গেলে আইনি বাধা থাকবে না।

এ বিষয়ে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উপদেষ্টা ও কোম্পানি আইন বিশেষজ্ঞ মঞ্জুর আহমেদ বলেন, আইন অনুযায়ী একটি কোম্পানির এমডির মেয়াদ শুরু ও শেষ হয় বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে। যদি কোনো পদের মেয়াদ শেষ হয়, তবে সেক্ষেত্রে শেয়ারহোল্ডার ও পরিচালকদের সম্মতি ছাড়া পদে অধিষ্ঠিত থাকা আইনত দণ্ডনীয়। এক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা আইন অনুযায়ী আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনতে পারে।

তবে ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কোম্পানিটির এজিএমে বিষয়টি উত্থাপিত করে সংশ্লিষ্টদের মতামত নেয়া হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, কোম্পানির আইন অবমাননার বিষয়গুলো নজরদারির জন্য কমিশনের সিজিএফআরসি নামে একটি আলাদা বিভাগ রয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো কোম্পানির পরিচালক তার পদে অধীষ্ঠ থাকেন, তবে সেক্ষত্রে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছর শেয়ারবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করে প্রকৌশল খাতের এ কোম্পানি। ২০০৮ সালের মে মাসে সুহূদ ইন্ডাস্ট্রিজ বাণিজ্যিক উৎপাদনে আসে। আর ২০১০ সালে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানিটি ২৬ কোটি ৩৪ লাখ টাকা মূলধন বৃদ্ধি করে। সে সময়ে কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়ায় ২৮ কোটি ৫০ লাখ টাকা

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর/এলকে