সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৫% লভ্যাংশ ঘোষণা

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিট হোল্ডারদের নগদ ১৩.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার অনুষ্ঠিত ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.৫৪ টাকা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ১.৪৮ টাকা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে ১৫.১৬ টাকা।

আর আগামী ২২ আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

 

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার অনুষ্ঠিত ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.৮১ টাকা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ১.৬৫ টাকা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে ১৬.২৩ টাকা।

আর আগামী ২২ আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে প্রধানমন্ত্রী

safiulনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘আমরা শুধু রপ্তানি খাতের জন্য নয়, সকল খাতের জন্য নির্দিষ্ট কিছু শর্তে এ সুযোগ চাই।’

আজ মঙ্গলবার বিদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সেমিনারে এফবিসিসিআই সভাপতি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফবির কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অজিত কুমার পাল, আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান, সহসভাপতি হুমায়ুন রশিদ, সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিএফবির পরিচালক মো. মজিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির আরেক পরিচালক এম এস সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তাদের প্রায় সবাই বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন। এফবিসিসিআই এর সভাপতি সফিউল ইসলাম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে আমরা তাঁর কাছে ওয়্যারহাউস ও বিতরণকেন্দ্র করার জন্য জমি চাইলাম। তিনি বলেন, কেন আমরা ভারতেই পণ্য উৎপাদন করি না।’

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে সফিউল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে বললাম তাঁর দেশে স্পিনিং মিল তৈরি করে সুতা উৎপাদন করার পর সেই সুতা বাংলাদেশে এনে পোশাক তৈরি করা হবে। সেই পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে। তিনি এটিকে একটি ভালো প্রস্তাব বলেছেন।’

সফিউল ইসলাম আরও বলেন, বৈদেশিক মুদ্রার মজুত ব্যবহার না করে ব্যাংকে রেখে দিলে মূল্য কমবে। আর তা চুরিও হতে পারে। সে ঘটনা ঘটেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৪ লাখ শেয়ার বিক্রয় করবেন উদ্দ্যোক্তা

al-arafah_110114স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৪ লাখ বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাহাউদ্দিন মোহাম্মদ ইউসুফ নামে ব্যাংকিং কোম্পানির এই উদ্দ্যোক্তার হাতে থাকা মোট ৪ লাখ ৮৪২টি শেয়ারের মধ্যে ৪ লাখ শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকিং কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা আহবান

icb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩ আগস্ট আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ২টা ৩৫ মিনিটে দিলকুশায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

Bangladesh-National-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা চারটায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ৩১ জুলাই

national bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় দিলকুশায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

mercantileস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভা ৩১ জুলাই

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং আর্থিক খাতের খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় পরীবাগে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

  1. সিটি ব্যাংক
  2. ইফাদ অটোস
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. শাহজিবাজার পাওয়ার কো.
  5. ফুয়াং ফুড
  6. জেনারেশন নেক্সট ফ্যাশনস
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. কেয়া কসমেটিক্স
  9. ওয়ান ব্যাংক
  10. প্রাইম ব্যাংক