বিএমবিএ’র ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে বাজার মধ্যস্থতাকারীদের জন্য ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)। যা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) মাধ্যমে বন্ড ইস্যু করে সংগ্রহ করা যেতে পারে।

সোমবার (২১ মার্চ) বিএমএবিএ সভাপতি ছায়েদুর রহমান ও সাধারন সম্পাদক রিয়াদ মতিন সাক্ষরিত এ সংক্রান্ত প্রস্তাব বিএসইসি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত চিঠিতে বলা হয়েছে, বিএসইসির অনেক উদ্যোগের পরেও সম্প্রতি বাজারে অস্থিরতা তৈরী হয়েছে। এতে বিনিয়োগকারীদের অনেক বিক্রির চাপ পড়েছে। এই পরিস্থিতিতে বাজারে স্বাভাবিকতা ফেরাতে পর্যাপ্ত নগদ অর্থের সহায়তা প্রয়োজন।

কিন্তু আমাদের বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আধিক্যতা একটি বড় সমস্যা। এছাড়া বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহন কম ও ডিলারসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগও খুবই দূর্বল। কারন বাজার মধ্যস্থাতাকারীদের অর্থ সংগ্রহের মাধ্যম সীমিত।

অন্যদিকে বাহ্যিক কিছু পরিবর্তনের কারণেও বাজারের অবস্থার অবনতি হচ্ছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাদের বিক্রির চাপ বাড়াচ্ছেন। এতে পতন হচ্ছে এবং তা অব্যাহত থাকলে মার্জিন ঋণ প্রদানকারীদের শেয়ার বিক্রি করে তাদের মার্জিন অনুপাত সামঞ্জস্য করতে হবে। যাতে শেয়ারবাজারে আরও পতন হতে পারে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করে বাজারের মধ্যস্থতাকারীদের শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে বিএমবিএ। যাতে বাজার মধ্যস্থতাকারীরা সাধারন বিনিয়োহকারীদের আতঙ্কিত হয়ে বিক্রির চাপ মোকাবেলায় সহযোগিতা করতে পারবে। এজন্য বাজার মধ্যস্থতাকারীদের জন্য ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করেছে বিএমবিএ। যা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করে স্বল্প সুদে বাজার মধ্যস্থতাকারীদের দীর্ঘমেয়াদি ঋণ দিতে পারে।

এই ফান্ড যদি বাজার মধ্যস্থতাকারীরা সঠিকভাবে বিনিয়োগ করে, তাহলে বর্তমান সমস্যা সমাধান হবে এবং বাজারের তারল্য সংকটের সমস্যা কেটে যাবে বলে চিঠিতে জানিয়েছে বিএমবিএ। এছাড়া এই উদ্যোগে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সরকার বাজার উন্নয়নে কাজ করছে বলে অংশীজনদের মধ্যে খবর যাবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে এবং বাজারে স্বাভাবিক গতি থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করল বিইআরসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।

সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ করেন কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক পরিচালক (গ্যাস) দিদারুল আলম।

পেট্রোবাংলা গ্যাসের দাম যে পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছিল তার চেয়ে কম হলেও দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। সেই দাম প্রতি ঘনমিটারে ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।

এর আগে পেট্রোবাংলা বিইআরসির কাছে মিশ্রিত গ্যাসের পাইকারি ব্যয় (২০২২ সালে প্রতি ঘনমিটার) ১৫ দশমিক ৩০ টাকা থেকে বাড়িয়ে ২০ দশমিক ৩৫ টাকা করার প্রস্তাব দেয়।

তবে মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে দেখেছে এই ব্যয় বেড়ে দাঁড়াতে পারে ১২ দশমিক ৪৭ টাকা। একই সঙ্গে কমিটি মূল্যায়ন রিপোর্টে পেট্রোবাংলাকে অনুদান দেওয়ারও সুপারিশ করেছে।

এর আগে সবশেষ গ্যাসের দাম বৃদ্ধির আদেশে (২০১৯ সালে) পাইকারি দর প্রতি ঘনমিটার ১২ দশমিক ৬০ টাকা করা হয়। এর মধ্যে ইউনিট প্রতি ভর্তুকি দিয়ে ৯ দশমিক ৩৭ টাকায় বিক্রির নির্দেশ দেয় বিইআরসি।

চলতি বছরে সরবরাহ ব্যয় ১৫ দশমিক ৩০ টাকা বেড়ে দাঁড়াবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ জন্য পেট্রোবাংলা ভোক্তা পর্যায়ে ২০ দশমিক ৩৫ টাকা করার দাবি জানায়।

কারিগরি কমিটি তাদের রিপোর্টে দেখিয়েছেন স্পট মার্কেট থেকে দৈনিক ৯৯ দশমিক ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা হচ্ছে। যা মোট গ্যাসের মধ্যে প্রায় ৩ শতাংশ। বিদায়ী অর্থবছরে গ্যাসের মিশ্রিত ব্যয় ২ দশমিক ৪০ টাকা কমে ১০ দশমিক ১২ টাকায় নেমে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বগুড়ার বড়গোলায় সাউথ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বগুড়া শাখার তত্ত্বাবধায়নে বগুড়া শহরের রংপুর রোডের বড়গোলায় সোমবার ২১ মার্চ, ২০২২ তারিখে এটিএম বুথ উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ সেলিম।

এ সময়ে বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের মহাব্যবস্থাপক গোবিন্দ লাল গাইন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাসুদুর রহমান মিলন, এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

২০২২ কে ‘ইফিশিয়েন্ট ইয়ার’ ঘোষণা দিলেন ওয়ালটনের সিইও গোলাম মুর্শেদ

ওয়ালটন ডে উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারে সকল স্তরের কর্মীদের সঙ্গে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে অংশ নেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২২ সালকে ‘ইফিশিয়েন্ট ইয়ার’ হিসেবে ঘোষণা করলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

রবিবার (২০ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে ‘ওয়ালটন ডে- ২০২২’ উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্ঠা ওয়ালটনকে একটি সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। ওয়ালটনে কর্মরত সবাই মিলে একটি পরিবার। সেজন্য কর্মী কর্মদক্ষতা উন্নয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়েছি। পাশাপাশি কর্মীদক্ষতা মূল্যায়নে অনুসরণ করা হচ্ছে ট্রিপল ডি ‘ডেটা ড্রিভেন ডিসিশন’ বা তথ্য ভিত্তিক সিদ্ধান্ত’র নীতি। আমার বিশ্বাস- ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের একাগ্রতা, দৃঢ়তা ও সাহসী পদক্ষেপেই ওয়ালটন বিশ্বের বুকে শীর্ষ ব্র্যান্ড হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’

এর আগে ওয়ালটন ডে উদযাপন উপলক্ষ্যে কারাখানায় জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের করেন সিইও গোলাম মুর্শেদ। বেলুন উড়ানো এবং শ্বেত কপোত অবমুক্ত করার পাশাপাশি কর্মীদের নিয়ে বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালিতে সুবিশাল কারখানার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। কর্মীদের মিষ্টি খাইয়ে দেন। কাটা হয় বিশালাকার কেক। পাশাপাশি কারখানা প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। পাশাপাশি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র নতুন ওয়েবসাইটও উদ্বোধন করেন তিনি।

ওয়ালটন ডে উদযাপন অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ কর্মীদের জন্য ২০২০-২১ অর্থবছরের লভ্যাংশ (প্রফিট শেয়ারিং) ঘোষণা করেন। ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য ওয়ার্কারস প্রফিট পার্টিশিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড থেকে ৩৯ হাজার ১৯৮ টাকা করে পেয়েছেন। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ২৬,১৩২ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। আর সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা হচ্ছে ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকা। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিশিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে ৯২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ১৩৮ টাকা দিলো ওয়ালটন।

কারখানার মতো করপোরেট অফিসসহ দেশ-বিদেশে ওয়ালটনের অফিস, সেলস আউটলেট ও সার্ভিস পয়েন্টগুলোতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ালটন ডে’ উদযাপন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ড্রাগন সোয়েটার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকার।

২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ২২ কোটি ১১ লাখ, সিলকো ফার্মার ১৬ কোটি ১৪ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ১৪ কোটি ২৮ লাখ, ফরচুন সুজের ১৩ কোটি ৩৬ লাখ, ওরিয়ন ফার্মার ১০ কোটি ৮৯ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ৯ কোটি ৯৫ লাখ ও জেমিনী সী ফুডস লিমিটেডের ৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ড্রাগন সোয়েটার
  3. বিডিকম অনলাইন
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. সিলকো ফার্মা
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. ফরচুন সুজ
  8. ওরিয়ন ফার্মা
  9. এ্যাডভেন্ট ফার্মা
  10. জেমিনী সী ফুডস লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬৯১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৩৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬১৬ কোটি ১১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪২টির, আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ড্রাগন সোয়েটার, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিলকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, এ্যাডভেন্ট ফার্মা ও জেমিনী সী ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

দুই স্টক এক্সচেঞ্জের আরএডি বিভাগে রদবদল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে দেশের দুই স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের (আরএডি) কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হয়েছে।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আরএডি কর্মকর্তা পর্যায়ে আংশিক রদবদল হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াকে এক্সচেঞ্জটির ভারপ্রাপ্ত সিআরও হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এক্সচেঞ্জটির আরএডির ৯ জন কর্তকর্তার দপ্তত পুনর্বণ্টন করা হয়েছে। অন্যদিকে সিএসইর আরএডি বিভাগের এক-চতুর্থাংশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এক্সচেঞ্জের দৈনন্দিন কার্যক্রমে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য ধাপে ধাপে আরএডিতে কর্মরতদের বদলি করা হচ্ছে। সম্প্রতি বিএসইসির পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জের আরএডির পাঁচ বিভাগের তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের বদলি করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জেএমআই হসপিটালের শেয়ার বরাদ্দ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের আইপি ‘র শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ররিবার প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়। এতে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে দেশি বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৫১টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন। প্রবাসী বা বিদেশী বিনিয়োগকারীরা বরাদ্দ পেয়েছেন ৫৮টি করে শেয়ার।

কোম্পানিটির আইপিও আবেদন গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পরযন্ত চলে।

এর আগে কোম্পানিটির নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।

কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এক বছরে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক বেড়েছে ২৭ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এক বছরে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক বেড়েছে ২৭ শতাংশ
নিম্ন আয়ের ও গরিব মানুষেরা দৈনন্দিন যে ব্যয় করেন, তার বড় অংশই যায় খাদ্যের পেছনে। সে জন্য দেখা যায়, খাদ্যের মূল্যস্ফীতি বাড়লে তাঁরা সবচেয়ে বিপাকে পড়েন।

দুই বছর ধরে চলমান মহামারির কারণে খাদ্যসহ সবকিছুর দামই বেড়েছে। এর মধ্যে আবার শুরু হয়েছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। ফলে তরতর করে সবকিছুর দাম বাড়ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে—১৪০ দশমিক ৭ পয়েন্ট। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় যা ২৭ শতাংশ বেশি। ফেব্রুয়ারি মাসে মূলত উদ্ভিজ্জ তেল ও দুগ্ধজাত খাবারের মূল্যবৃদ্ধির কারণে খাদ্যমূল্য সূচক এতটা বেড়েছে।

রাশিয়া ও ইউক্রেন গমের ভান্ডার। যুদ্ধ শুরু হওয়ার কারণে ফেব্রুয়ারি মাসে গমের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। যুদ্ধ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। ফলে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রভাব এখনো খাদ্যের দামে পড়েনি বলেই বিশ্লেষকেরা মনে করছেন। চালের পর গম অন্যতম প্রধান খাদ্য, ফলে গমের মূল্যবৃদ্ধির প্রভাব মানুষের জীবনে পড়বেই। আর যুদ্ধ দীর্ঘায়িত হলে খাদ্যের দাম আরও বাড়তে পারে বলেই শঙ্কা।

এফএওর তথ্যানুসারে, ২০২১ সালের গড় খাদ্য সূচক ছিল ১২৫ দশমিক ৭। তবে গত বছরের অক্টোবর মাস থেকেই খাদ্যমূল্য বাড়তে শুরু করে। ফলে অক্টোবর মাস থেকে খাদ্যমূল্য সূচক ১৩৩-এর ওপরে থাকছে। এ নিয়ে টানা পাঁচ মাস খাদ্যের মূল্য সূচক বাড়ল।

স্টকমার্কেটবিডি.কম/জেড