বিডি ফাইন্যান্সের নতুন নাম বাংলাদেশ ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স) এর নাম পরিবর্তন হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মিলেছে। ফলে প্রতিষ্ঠানটির নতুন নাম হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

রবিবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। পরে তা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

গত বছরের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিডি ফাইন্যান্সের পরিচালনা বোর্ডের বৈঠকে কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা ওই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর প্রেক্ষিতে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকে নাম পরির্তনের আবেদন করলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদনের পর আজ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

শেয়ারবাজারে বাড়ছে ঋণসুবিধা : কার্যকর মঙ্গলবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে বাড়ছে ঋণসুবিধা। এখন থেকে বিনিয়োগকারীরা শেয়ারের বিপরীতে আগের চেয়ে বাড়তি ঋণ নিতে পারবেন।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের নিচে থাকবে, তত দিন বিনিয়োগকারীরা ১ অনুপাত শূন্য ৮ শতাংশ হারে ঋণ পাবেন। অর্থাৎ ১০০ টাকার শেয়ার কেনার বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা ঋণ পাবেন। বর্তমানে ১০০ টাকার বিপরীতে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫০ টাকা ঋণসুবিধা পান। এখন সেটি বাড়িয়ে শূন্য দশমিক ৮ শতাংশ করা হয়েছে। তবে ডিএসইর প্রধান সূচকটি ৭ হাজার ছাড়িয়ে গেলে ঋণের হার কমে শূন্য দশমিক ৫ শতাংশে নেমে আসবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ রবিবার এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্রে জানা যায়, করোনার কারণে প্রান্তিক ঋণের (মার্জিন ঋণ) হারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থে এটি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

লকডাউনে শেয়ারবাজারে লেনদেন হবে প্রতিদিন ২ ঘন্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সাত দিন (সরকারি ছুটির দিন ব্যতিত) দেশের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সময়সীমা দুই ঘন্টা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেয়ার লেনদেন কর‌তে পার‌বেন বিনিয়োগকারীরা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লেনদেনের এই সময়সূচি অব্যাহত থাকবে।

এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ কতৃপক্ষ করোনা ভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে বিনিয়োগকারীদের অনলাইন প্লাটফর্মে লেনদেন করার বিষয়ে উত্সাহিত করছে৷

স্টকমার্কেটবিডি.কম/

লকডাউনে ব্যাংকিং লেনদেনের সময়সীমা সীমিত হচ্ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সাত দিন (সরকারি ছুটির দিন ব্যতিত) দেশের ব্যাংকগুলো সীমিত আকারে চালু রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামিক ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ এপ্রিল আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর তেঁজগাঁওয়ে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

কেয়া কসমেটিক্সের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিক্স লিমিটেড আগামীকাল ৫ এপ্রিল থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানি শেয়ার লেনদেনে হয়েছে। কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬২ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য সাড়ে ৩১ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে ।

বেক্সিমকো ফার্মা ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

উত্তরা ব্যাংক ৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া আমান কটন, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, জিবিবি পাওয়ার, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, লুব-রেফ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনল টিউবস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রেনেটা, রিংশাইন, সিঙ্গার, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

পূবালী ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৯৯ লাখ ৭৭ হাজার ৩১৫টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ১৯ কোটি ৭২ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ১৭ কোটি ১৩ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৮২ লাখ, লাফার্জ হোলসিমের ১৩ কোটি ৮২ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ৬৮ লাখ, বিএটিবিসির ১০ কোটি ৮৪ লাখ ও সামিট পাওয়ার লিমিটেডের ১০ কোটি ৭৪ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.বেক্সিমকো ফার্মা
৪.এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি
৫.লংকা বাংলা ফাইন্যান্স
৬.প্রভাতী ইন্স্যুরেন্স
৭.লাফার্জ হোলসিম
৮.দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি
৯.বিএটিবিসি
১০.সামিট পাওয়ার লিমিটেড।