আমরা নেটওয়ার্কসের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

aamra-networksস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ২০১৬ সালের জুলাই হতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) এসেছে ২৯.৪৩ টাকা।

জানুয়ারি হতে মার্চ প্রান্তিকে আমরা নেটওয়ার্কসের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা, গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা। উক্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৮ পয়সা।

আগামী ২ অক্টোবর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আমরা নেটওয়ার্কসের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্যা ওয়েস্টিনে এনার্জিপ্যাক পাওয়ারের রোড শো ১৫ অক্টোবর

energypac-smbdনিজস্ব প্রতিবেদক :

আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করতে চায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এলক্ষে একটি রোড শো করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে।

এর আগে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছিল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটিকে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রায় ৪২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ২০০টি সাধারণ শেয়ার ছেড়ে ৪১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকায় শেয়ার ইস্যু করবে এনার্জিপ্যাক পাওয়ার।

উত্তোলিত টাকা ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির গত ৫ বছরের নিরিক্ষীত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৯১ টাকা এবং ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১.১৩ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০৪১ সালে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী দেশ: অর্থমন্ত্রী

picনিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ২০৪১ সালে সমৃদ্ধশালী হবে। দারিদ্র্য বিমোচনের সীমারেখা ২০৩০ সাল হলেও আমরা ২০২৪ সালেই সেখানে পৌঁছে যাবো।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাধনা সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আমার নিজস্ব ধারণা আর্ন্তজাতিকভাবে দারিদ্র্য বিমোচনের সীমারেখা ২০৩০ সাল হলেও আমরা ২০২৪ সালেই পৌঁছে যাবো।

প্রত্যেক দেশেই কিছু মানুষ রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাবে। তাদের মধ্যে প্রতিবন্ধী, বয়স্ক মহিলারা রয়েছেন জানিয়ে মুহিত বলেন, বর্তমান বিশ্বে মালয়েশিয়ায় রাষ্ট্রের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা অত্যন্ত কম। মোট জনসংখ্যার ৭ শতাংশ। বাংলাদেশ সেই পথে এগিয়ে যাচ্ছে। আমাদেরও ২০২৪ সালে ৭ শতাংশ মানুষ রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকবে। দেশে কোনো দারিদ্র্য থাকবে না।

অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা ২০৩০ সাল হলেও আমরা ২০২৪ সালেই হাসিল করবো। এই আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে বলতে পারি, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি অবশ্যই বাংলাদেশ ২০৪১ সালে একটি সমৃদ্ধশালী দেশ হবে। তিনি বলেন, প্রগতির এই পথে অগ্রসর হওয়ার জন্য পদক্ষেপ নিতে বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে, অভিনন্দন জানাতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারই সুযোগ্য নেতৃত্বে আমরা নতুন পথে ধাবিত হয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. শাহজালাল ব্যাংক
  2. উত্তরা ব্যাংক
  3. যমুনা ব্যাংক
  4. উত্তরা ব্যাংক
  5. ন্যাশনাল ব্যাংক
  6. এক্সিম ব্যাংক
  7. ইফাদ অটোস
  8. সামিট পাওয়ার
  9. লংকাবাংলা ফাইন্যান্স
  10. গ্রামীন ফোন।

শেয়ারবাজারে শেষদিন কমেছে দর ও লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যর্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দরের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয় ৭৭৫ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে – শাহজালাল ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইফাদ অটোস, সামিট পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স ও গ্রামীন ফোন।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪১১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। যা টাকায় লেনদেন হয়েছে ২৯ কোটি ২৬ লাখ টাকা। যা গতকাল ছিল ৬৫ কোটি ৪১ লাখ টাকা।

দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকের বোর্ডসভা আহবান

continental-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৫ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ঢাকা ইন্স্যুরেন্স উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

একেএম কামরুজ্জামান নামে এই উদ্দ্যোক্তা তার থাকা সবগুলো অর্থ্যাৎ ২৪ লাখ ৭ হাজার ৫০০টি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আইপিওতে বুক বিল্ডিংয়ে আসতে এডিএন টেলিকমের রোড শো

adn-telecom-logo-transনিজস্ব প্রতিবেদক :

আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৫২ কোটি টাকা উত্তোলন করতে চায় টেলিকম খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। উত্তোলিত মূলধন ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর কথা জানিয়েছে কোম্পানিটি।

আগামী ১৯ অক্টোবর রাজধানীর লা ম্যারিডিয়ান হোটেলে এজন্য আইপিও রোড শো করা হবে।

এডিএন টেলিকম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১ কোটি ৭২ লাখ শেয়ার বাজারে ছেড়ে ৫১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করতে চায়। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য চাওয়া হয়েছে ৩০ টাকা।

এডিএন টেলিকমের বর্তমান পরিশোধিত মূলধন প্রায় ২১ কোটি টাকা, যা ২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৮৩০ শেয়ারে বিভক্ত। আইপিওতে নতুন করে আরও ১ কোটি ৭২ লাখ শেয়ার ছাড়ার পর এটির পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়ে হবে প্রায় ৩৮ কোটি টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রতিষ্ঠানটিকে অনাপত্তিপত্রও দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশব্যাপী ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি ইন্টারনেট সেবার জন্য অবকাঠামো তৈরির কাজ করে থাকে এডিএন টেলিকম।

স্টকমার্কেটবিডি.কম/জহির/বিএ

ইফাদ অটোসের ১২৪ কোটি টাকার রাইট শেয়ার : সাবস্ক্রিপশন ১৯ নভেম্বর

Ifad-autosনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের ১২৪ কোটি টাকার রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে। আর তা শেষ হবে ১৪ ডিসেম্বর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

সম্প্রতি কমিশন সভায় ১০ টাকা প্রিমিয়ামসহ ২:৫ হারে মোট ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার রাইট শেয়ারের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

ইফাদ অটোস লিমিটেড ২রা:৫ হারে রাইট শেয়ার ছেড়ে টাকা তুলে ব্যবসা সম্প্রসারণ করবে বলে জানায় কোম্পানিটি।

কোম্পানির মুলধন বাড়ানোর লক্ষে দশ টাকা অভিহিত মুল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য ২০ টাকা নির্ধারণ করতে চায় কোম্পানিটি।

রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহীত এ অর্থ দিয়ে ব্যবসা বাড়ানোর সাথে সাথে ওয়ার্কিং মূলধন বৃদ্ধি ও ঋণ পরিশোধ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ