এসইএমএল-এফবিএলএসএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসইএমএল-এফবিএলএসএল গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ অর্থাৎ এফবিএল সিকিউরিটিজ লিমিটেড কর্তৃক ১০ কোটি টাকা। এবং প্রি-আইপিও প্লেসমেন্ট এর মাধ্যমে ৩৫ কোটি টাকা উত্তোলন করা হযেছে। এছাড়া বাকী ৫৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এই ফান্ডটির স্পন্সর এফবিএল সিকিউরিটিজ লিমিটেড। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক স্ট্রাটেজিক হিসাবে ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসাবে ব্র্যাক ব্যাংক লিমিটেড দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

পরিচালকদের শেয়ার ধারণ নিয়ে কঠোর অবস্থানে বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের শেয়ার ধারণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহের স্বতন্ত্র পরিচালক ব্যতীত সকল পরিচালকের জন্য সর্বদা কোম্পানির পরিশোধিত মূলধনের দুই শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক। কাজেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি সমূহের স্বতন্ত্র পরিচালক ব্যতীত যেসকল পরিচালক কোম্পানির পরিশোধিত মূলধনের দুই শতাংশ শেয়ার ধারণ না করে কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে পাঠানো হবে।

এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর ও পরিচালকগণ সম্মিলিতভাবে সর্বদা কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছেন, সে সকল কোম্পানির স্পন্সর ও পরিচালকগণের সম্মিলিতভাবে সর্বদা কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ অবিলম্বে নিশ্চিতকরণের লক্ষ্যে একটি নির্দেশনা জারি করবে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী ব্যাংকে ২২০১ জন নিয়োগের পথ খুলল

sonali-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে ২০১৬ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমের ওপর দেয়া স্থিতাবস্থা তুলে নিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে ২ হাজার ২০১ জনকে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেয়ার বাধা কাটল বলে মত দিয়েছেন আইনজীবীরা।

আদেশে এ সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাকরি প্রত্যাশীদের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আদালত।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। আর লিভ টু আপিলকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু, কামরুল হক সিদ্দিকী, রফিকুর রহমান ও এএম আমিন উদ্দিন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে ২ হাজার ২০১টি পদে নিয়োগের জন্য তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ৪৭৪ চাকরিপ্রত্যাশী।

তারা ২০১৪ সালে ৩১ জানুয়ারি সোনালী ব্যাংকে ১ হাজার ৭০৭টি পদে নিয়োগের জন্য দেয়া সার্কুলারের ভিত্তিতে আবেদনকারী।

তাই রিট আবেদনে ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হওয়া পরীক্ষায় অভ্যন্তরীণ তালিকায় তাদের নাম রয়েছে বলে দাবি করেন। পরে রিটকারীরা ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের আরজি জানান।

এরপর রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৭ জুলাই হাইকোর্ট রিট আবেদন খারিজ করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে চাকরি প্রত্যাশীরা পৃথক পাঁচটি লিভ টু আপিল করেন।

আপিল বিভাগ এ নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। পরে লিভ টু আপিলের শুনানি শেষে আজ এ আদেশ দিলেন আপিল বিভাগ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফোর-জি তরঙ্গে আয় হবে ৫৩০০ কোটি টাকা

4Gস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফোর-জি সেবা নিলামে ২১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ বেতার তরঙ্গে ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি ৭০ লাখ ডলার।

১৮০০ ব্যান্ডের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে তিন কোটি ডলার। এই দরে ২০ দশমিক ৬ মেগাহার্টজ বেতার তরঙ্গ বিক্রি হবে। এতে ভ্যাটসহ আয় হবে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকা।

মঙ্গলবার ঢাকা ক্লাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারে উপস্থিতিতে শুরু হওয়া তরঙ্গ নিলামে এমনটাই আশা ব্যক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এই নিলামে অংশ নিয়েছে গ্রামীণফোন ও বাংলালিংক। তবে নিলামে অংশ না নিলেও আগের বেতার তরঙ্গেই আগামী ২০ ফেব্রুয়ারি এই সেবা প্রদানের লাইসেন্স পাবে সেবা দেয়ার জন্য মনোনীত অপর দুই প্রতিষ্ঠান রবি আজিয়াটা ও রষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটক।

এর আগে রবিবার নিলামের মহড়ায় বাংলালিংক ২১০০ ব্যান্ড থেকে ১০ মেগাহার্টজ এবং ১৮০০ ব্যান্ড থেকে দুই ভাগে আরো নয় মেগাহার্টজ স্পেকট্রাম নিয়েছে।

অন্যদিকে গ্রামীণফোন শুধু ১৮০০ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম কেনার মহড়া দিয়েছে। রবি ও টেলিটক বাড়তি কোনো স্পেকট্রাম কিনবে না বলে আগেই বিটিআরসিকে জানিয়েছে।

মোবাইল ফোন অপারেটরদের ১৮০০ ও ২১০০ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ নিলামের আয়োজন করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমান কটন ফাইব্রসের ৮০ কোটি টাকার আইপিও অনুমোদন

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিও পক্রিয়াধীন আমান কটন ফাইব্রসের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮০ কোটি টাকা শেয়ারবাজার থেকে উত্তোলনে অনুমোদন পেয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কমিশনের ৬১১তম সভায় কাট অফ প্রাইজ ৪০ টাকা নির্ধারণ করে দেয় বিএসইসি।

জানা গেছে, এ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা।

আইপিও’র মাধ্যমে উত্তোলিত অবশিষ্ট অর্থ থেকে ১৭ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে ঋণ পরিশোধে। চলতি মূলধন হিসাবে ব্যয় করা হবে ১০ কোটি টাকা। আর আইপিও’তে ব্যয় হবে সাড়ে তিন কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে আইপিও’তে শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হবে। আর এর ওপর নির্ভর করবে আইপিও’তে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।

শেয়ারবাজারে আসতে ইচ্ছুক কোম্পানিটি জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬ পর্যন্ত শেয়ারপ্রতি আয় করেছে দুই টাকা ৪৬ পয়সা, যা এর আগের বছর ছিল দুই টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২১ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৮৯ পয়সা। আর কর-পরবর্তী মুনাফা ছিল ২৫ কোটি ৬৭ লাখ টাকা।

আমান কটন ফাইব্রস লিমিটেড মূলত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি কটন, পলিস্টার, সিল্কসহ অন্য ফাইবার উৎপাদন করে।

আমান কটন ফাইব্রস লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্টারের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা স্থগিত

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের বার্ষিক বোর্ড সভা আহবান করা হলেও তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

১৫ ফেব্রুয়ারির এই বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২২ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকা বাংলা ফাইন্যান্স
  2. ব্র্যাক ব্যাংক
  3. আনোয়ার গ্যালভানাইজিং
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. কেয়া কসমেটিকস
  6. গ্রামীন ফোন
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. মুন্নু সিরামিকস
  9. স্কয়ার ফার্মা
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে ৫০৩ ও সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৫০৩ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪‌০৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৪৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকা বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কেয়া কসমেটিকস, গ্রামীন ফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট ও বাটা সু লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামী সপ্তাহে চালু হবে ফোর–জি

4Gস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফোর-জি বা চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা অবশেষে আসছে। মোবাইল ফোন অপারেটরদের এ সেবা দেওয়ার লাইসেন্স মিলবে ২০ ফেব্রুয়ারি। সেদিন থেকে গ্রাহকদের নতুন এই সেবা দিতে অপারেটররা প্রস্তুত। সেবাটি চালু হলে মোবাইল ফোনে পাওয়া যাবে আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা।

মোবাইল ইন্টারনেটে দ্রুতগতির সেবায় ফোর-জি সর্বশেষ প্রযুক্তি। বর্তমানে বাংলাদেশে প্রচলিত থ্রি-জির এটি পরের ধাপ। বাণিজ্যিকভাবে প্রথম এই সেবা চালু হয় ২০০৯ সালে; নরওয়ে ও সুইডেনে। দক্ষিণ-পূর্ব এশিয়াসহ প্রায় সব উন্নয়নশীল দেশেই ফোর-জি সেবা চালু আছে। বাংলাদেশে সে হিসেবে এটি বেশ পরেই এল।

দেশে ফোর-জি সেবা চালু করবে গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও সরকারের মালিকানাধীন টেলিটক।

জানা গেছে, সব কাজ সেরে গ্রাহক পর্যায়ে ঢাকাসহ দেশের বড় বিভাগীয় শহরগুলোতে সেবাটি সময়মতো চালু করা যাবে। বিটিআরসির ফোর-জি নীতিমালা অনুযায়ী, লাইসেন্স পাওয়ার দেড় বছরের মধ্যে দেশের সব জেলা শহরে সেবাটি চালু করতে হবে; তিন বছরের মধ্যে সব উপজেলায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ