ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সংশোধনী

westernস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে।

কোম্পানিটি প্রিমিয়াম ও রাইট শেয়ার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি ১টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করতে চায়। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ার পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় ইস্যু করা হবে।

এর আগে একটি সাধারণ শেয়ারের বিপরীতে ১.২৫টি রাইট শেয়ার এবং প্রতিটি রাইট শেয়ার ইস্যুর জন্য ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করা হবে।

এলক্ষ্যে ১০ সেপ্টেম্বর চট্টগ্রামে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

বিএসইসির অনুমোদনের পরে রাইট শেয়ার ইস্যুর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে রুশনারা আলীর সাক্ষাৎ

Rosnaraস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী আজ সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটেনের সাথে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্রিটেনের ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র। রপ্তানিতে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটেনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের দেয়া সুবিধার আওতায় বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। ব্রিটেনে পর্যায়ক্রমে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।

তিনি আশা প্রকাশ করেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পর বাংলাদেশের সাথে বাণিজ্য আরো বাড়বে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান বর্তমান অনুকূল পরিবেশে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে ব্রিটিশ এমপি’র দৃষ্টি আর্কষণ করেন।
বাংলাদেশ গত এক দশকে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সে সম্পর্কে বিশ্ববাসী অবহিত নয় উল্লেখ করে তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে বিশ্ববাসীকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ব্রিটিশ এমপি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন সন্তুষ্ট। ব্রিটেন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। ব্রিটিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগে আগ্রহী। এছাড়াও তিনি উল্লেখ করেন, ব্রিটেনে বাংলাদেশে তৈরি অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।

উভয় পক্ষ প্রয়োজনীয় বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা-জাকার্তা সরাসরি বিমান যোগাযোগ চায় ব্যবসায়ীরা

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আকাশ পথে সরাসরি ঢাকা ও জাকার্তার মধ্যে যাত্রী এবং পণ্য পরিবহনে বিমান যোগাযোগ চালু করার জন্য ইন্দোনেশিয়া সরকারের প্রতি আহবান জানিয়েছে।

সোমবার ঢাকা চেম্বারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনোর সঙ্গে ডিসিসিআইয়ের নেতৃবৃন্দের বৈঠক হয়। এতে ডিসিসিআই-এর নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবুল কাসেম খান।

বৈঠকে আবুল কাসেম খান বলেন, দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে সময় বাঁচবে ও ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস পাবে। তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৪৬ দশমিক ৩৮৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানী করে, যার বিপরীতে ১১৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

তিনি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও পণ্য বহুমুখীকরণ এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও দক্ষ জনবল তৈরিতে ইন্দোনেশিয়ার সহযোগিতার আহবান জানান।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো বলেন, গত বছর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের সময় ৫টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা দু’দেশের বাণিজ্য সম্প্রসারণে সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের লক্ষ্যে ইতোমধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে, যার প্রেক্ষিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি হয়েছে এবং এ চুক্তিটি চূড়ান্তকরণের লক্ষ্যে শিগগিরই ঢাকায় দু’দেশের কর্মকর্তাবদের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন।

বৈঠকে ডিসিসিআই সহ-সভাপতি রিয়াদ হোসেন, ইন্দোনেশিয়ার দূতাবাসের কাউন্সিলর (ইকোনেমিক এ্যাফেয়ার্স) ইনগ্রিদ রোজালিনা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বড়পুকুরিয়ার কয়লা সংকট নিয়ে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

1532284691_62স্টকমার্কেটবিডি ডেস্ক :

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা সংকট নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খনিতে সৃষ্ট পরিস্থিতি সমাধানে কমিটি গঠন করে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (২৩ জুলাই) সচিবালয়ে এই বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বড়পুকুরিয়া ইস্যুতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ’র সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রবিবার রাতে বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এই জরুরি বৈঠক ডাকেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী এই সংকট সমাধানে কিছু নির্দেশনার পাশাপাশি দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বৈঠকের পর সাংবাদিকদের জানান, ‘এক মাসের মধ্যে বড়পুকুরিয়া কয়লা সংকটের সমাধান হবে।’

উল্লেখ্য, বড় পুকুরিয়া কয়লা খনি থেকে চাহিদামতো কয়লা না পাওয়ায় রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

বড়পুকুরিয়ায় কয়লা সংকট এক মাসের মধ্যে সমাধান : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা সংকট এক মাসের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার (২৩ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বড়পুকুরিয়া নিয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। তবে তাৎক্ষণিকভাবে তিনি এই সংকট সমাধানের বিষয়ে আর কিছু জানাননি।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী বড়পুকুরিয়া নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ’র সঙ্গে বৈঠক করেন।
বড়পুকুরিয়া কয়লা

উল্লেখ্য, কয়লা সংকটের কারণে রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বড় পুকুরিয়া খনির কয়লার তদন্ত করবে দুদক

1532284691_62স্টকমার্কেটবিডি ডেস্ক :

বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২০০ কোটি টাকা মূল্যের এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলাবাজারে বিক্রির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক শামছুল আলমের নেতৃত্বে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ ও তাইজুল ইসলাম।

দুদকের পরিচালক (গণসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্টরা কয়লা খনির এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রির মাধ্যমে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে সোমবার এই তদন্ত কমিটি গঠন করেছে দুদক। সূত্র : বাংলানিউজ

স্টকমার্কেটবিডি.কম/বি

২০১৮ সালে বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স

163655_bangladesh_pratidin_seguridad_aerea_bdpস্টকমার্কেটবিডি ডেস্ক :

এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এটাই সবচেয়ে বড় পুরস্কার। গত বছর ছাড়াও ২০১১, ২০১২ এবং ২০১৫ সালে এই পুরস্কার জিতেছিল কাতার এয়ারওয়েজ। বেশ কয়েকবার শীর্ষস্থান দখল করতে সফল আরেক সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটসও। এবার অবশ্য আর কোনও ‘মিডল ইস্ট’-এর এয়ারলাইন্স নয়। সেরার সেরা শিরোপা উঠেছে সিঙ্গাপুরের ঘরেই।

২০১৮ সালের বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স

১. সিঙ্গাপুর এয়ারলাইন্স

২. কাতার এয়ারওয়েজ

৩. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ

৪. এমিরেটস

৫. ইভিএ এয়ার

৬. ক্যাথে প্যাসিফিক

৭. লুফথানসা

৮. হাইনান এয়ারলাইন্স

৯. গারুদা ইন্দোনেশিয়া

১০. থাই এয়ারওয়েজ

সেরা এয়ারলাইন্স- মহাদেশ ভিত্তিতে

উত্তর ইউরোপ- ফিনএয়ার

পশ্চিম ইউরোপ- লুফথানসা

পূর্ব ইউরোপ- এরোফ্লট রাশিয়ান এয়ারলাইন্স

আফ্রিকা- ইথিওপিয়ান এয়ারলাইন্স

অস্ট্রেলিয়া/ প্যাসিফিক- কোয়ান্টাস এয়ারলাইন্স

সেন্ট্রাল এশিয়া/ ভারত- এয়ার আস্তানা

চিন- হাইনান এয়ারলাইন্স

মধ্য আমেরিকা/ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ- কোপা এয়ারলাইন্স

দক্ষিণ আমেরিকা- অ্যাভিয়াঙ্কা

উত্তর আমেরিকা- এয়ার কানাডা

এশিয়া- সিঙ্গাপুর এয়ারলাইন্স

মধ্য প্রাচ্য- কাতার এয়ারওয়েজ

ইউরোপ- লুফথানসা

স্টকমার্কেটবিডি.কম/বি

কয়লার অভাবে বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

1532284691_62স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এই কেন্দ্রের দুই ইউনিটের একটিতে ৮৫ মেগাওয়াট অন্যটিতে ২৭৫ মেগাওয়াট মিলিয়ে মোট ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এখন এই বিদ্যুৎ ঘাটতে পড়তে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর একবার শিফট পরিবর্তন করে কয়লাখনি কর্তৃপক্ষ। কিন্তু শিফট পরিবর্তনের আগে বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রাখা হয়। এবারও পিডিবিকে এক লাখ টনের বেশি মজুদ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানায়।

গত সপ্তাহে পিডিবির সদস্য (উৎপাদন) সাঈদ আহমেদ বড়পুকুরিয়া খনি পরিদর্শন করে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ১০ হাজার টন মজুদ পান। সব মিলিয়ে যে কয়লার মজুদ রয়েছে, তাতে বিদ্যুৎকেন্দ্রটি আংশিক চালিয়ে রাখলেও এক সপ্তাহের বেশি চলার কথা নয় বলে তিনি তখনই জানিয়েছিলেন।

পিডিবি জানায়, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রর তিনটি ইউনিট একসঙ্গে চালানো হলে প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। এখন একটি ইউনিট সংস্কারের জন্য বন্ধ থাকায় প্রতিদিন চার হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছিল।

পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ‘উত্তরাঞ্চলের জেলাগুলোতে বগুড়া থেকে কিছু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে তা দিয়ে পুরো উত্তরাঞ্চলের চাহিদা মেটানো সম্ভব নয়।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা ব্যাংকের ২য় প্রান্তিক বোর্ড ৩০ জুলাই

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী মতিঝিলে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নন ব্যাংকিং খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ভালো লভ্যাংশ দেওয়ায় এই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটি উভয় বাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি