বাজারে নির্ধারিত দামেই মাংস বিক্রি হচ্ছে: আতিকুল

0000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গত সপ্তাহে বাজার পরিদর্শনের সময় আমি দেখেছি মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা। এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বর্তমানে বাজারে মাংসের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামেই মাংস বিক্রি হচ্ছে।

রবিবার (১২ মে) বিকেলে রাজধানীর মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি দেখেছি আজ বাজারে প্রচুর গরু সাপ্লাই রয়েছে। মাংসের মূল্য যেটা নির্ধারণ করা আছে, সেটিই ঠিক আছে। চালের দোকানেও ঠিক আছে। আমি মার্কেট ঘুরেছি। মার্কেট সমিতির সভাপতি আমাকে বলেছেন, যে মূল্য রয়েছে সেটা নিশ্চিত করছেন। আমি অনুরোধ করবো শুধু রমজান মাস নয়, আমরা ১২ মাস যেন খাদ্য ভেজালমুক্ত করে চলতে পারি।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এসেছি কয়েক মাস হলো। আমি সব কিছু বোঝার চেষ্টা করছি। মার্কেটের প্রতিনিধি যারা আছেন, তাদের আমি মনিটরিং করার চেষ্টা করবো। আমার জানামতে, আমাদের ৫টি বাজার মনিটরিং টিম কাজ করছে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘রাস্তার মধ্যে কোনও দোকান চলতে দেওয়া হবে না। গত সপ্তাহে আমরা কিছু দোকান উচ্ছেদ করেছি। তারা আমাকে ফোন করেছেন। তারা থাকতে চান। আমি জানিয়ে দিয়েছি, তোমাদের চেলে যেতে হবে।’

মোহাম্মদপুর টাউল হল মাঠ দখল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মাঠটি সুন্দরভাবে করার নির্দেশ দিয়েছি। আইনি যে জটিলতা আছে সেটা নিরসনের জন্য আমি আইন বিভাগকে নির্দেশ দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/এম

রাষ্ট্রায়ত্ত পাটকলে অসাধু শ্রমিকনেতাদের উসকানিতে অসন্তোষ : শ্রম প্রতিমন্ত্রী

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের মজুরি আওয়ামী লীগ সরকার প্রায় দশ গুণ বৃদ্ধি করেছে। যা বেসরকারি পাটকলের চেয়েও অনেক বেশি। তারপরও কিছু অসাধু শ্রমিকনেতা উসকানি দিয়ে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে।

রবিবার খুলনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পাটকলে শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, পাটকলে শ্রমিক অসন্তোষের পেছনে কোন তৃতীয় শক্তি কলকাঠি নাড়ছে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে চলমান সংকটের সমাধান করা হবে।

জানা যায়, খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের ৮ থেকে ১১ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারিদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। এ কারণে বিক্ষুদ্ধ শ্রমিকরা গত ৫ মে থেকে মিলের উৎপাদন বন্ধসহ রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে

china_picস্টকমার্কেটবিডি ডেস্ক :

এক প্রস্থ আলাপ আলোচনায় কোনো সমাধানের পথ মিলল না। বরং চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের উত্তাপের পারদ আরও কিছুটা বেড়ে গেল। কারণ চীনা পণ্যের উপর আমদানি শুল্ক বসানোর কথা ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। যদিও পাল্টা জবাব হিসেবে বেইজিং যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি দেয়। যদিও উভয় পক্ষই সমাধানসূত্রের খুঁজতে ফের আলোচনার টেবিলে বসতে রাজি। পরের বৈঠক সম্ভবত বেইজিংয়ে হবে।

গত বছরের সেপ্টেম্বরে প্রায় ২০,০০০ কোটি ডলারের চীনা পণ্যের উপর ১০% শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। এরপর গত ১০ মে থেকে ওই হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫% করা হবে বলে জানান হয়। এখনও যুক্তরাষ্ট্রে চীন থেকে আসা ৩২,৫০০ কোটি ডলারের চীনা পণ্যে উপর শুল্ক নেই। এবার ৩০,০০০ কোটি ডলারের চীনা পণ্যের উপর ২৫% হারে কর বসানোর হুমকি দেওয়া হয়েছে৷ ঠিক এর পরেই আবার চিনের হুমকি, যুক্তরাষ্ট্র এমন পথে ধরলে তারাও পাল্টা দেওয়ার পথে হাঁটবে তারাও।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। এর অর্থ হল বেইজিংয়ের থেকে ওয়াশিংটনে যে পরিমাণ রফতানি করে তার তুলনায় ওয়াশিংটন থেকে বেজিংয়ে অনেক কম রফতানি হয়। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনক শিক্ষা দিতে চীন নতুন করে প্রায় ১,০০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক চাপাতে পারে। তবে বদলা নিতে শুধু শুল্ক চাপানোই নয়, আশঙ্কা করা হচ্ছে এবার হয়তো মার্কিন লগ্নি ও ব্যবসার রাস্তাও আটকে দিতে পারে বেইজিং। ফলে চীনে থাকা মার্কিন বহুজাতিকগুলির ব্যবসা লাটে উঠতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন এই সব কিছুতে কোনো কান দিচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিম্ন মানের ৫২ পণ্য প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় ৫২টি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রবিবার রুলসহ এ আদেশ দেন। যতক্ষণ পর্যন্ত ওই ৫২ পণ্য বিএসটিআইয়ের পরীক্ষায় পুনরায় উত্তীর্ণ না হচ্ছে, ততক্ষণ এসব পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের মতো খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহার বা জব্দ চেয়ে কনসাস কনজ্যুমার সোসাইটির (সিসিএস) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান জনস্বার্থে গত বৃহস্পতিবার এ রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের দুই কর্মকর্তার বক্তব্য জানতে আজ আদালতে হাজির হতে বলেন। সেই অনুযায়ী আজ তাঁরা আদালতে হাজির হন। আদালত সব পক্ষের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিহাব উদ্দিন খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরিদুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম

Mangoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজশাহীতে এই মৌসুমের জন্য আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ–বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আবদুল কাদের।

সভায় সিদ্ধান্ত হয়, ১৫ মে থেকে গুটি আম পাড়া যাবে। এরপর পর্যায়ক্রমে অন্য আম পাড়া যাবে। এর মধ্যে গোপালভোগ ২০ মে, হিমসাগর বা ক্ষীরসাপাত ২৮ মে, লক্ষ্মণভোগ ২৫ মে, ল্যাংড়া ৬ আগামী জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আশ্বিনা আম পাড়া যাবে আগামী ১ জুলাই থেকে।

এই সভায় রাজশাহীর সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির মধ্যে ব্যবসায়িক চুক্তি

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা ও জেএমআই গ্রুপের মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের সাথে জেএমআই গ্রুপের নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির আওতায় ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস এন্টি-বায়েটিক, সিপ্রোসরিন ও পেনিসিলিন ঔষধ উৎপাদন করবে।JMI-smbd

সম্প্রতি এই চুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের পরিচালনা বোর্ড।

এতে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের ব্যবসার সম্প্রসারণ হবে, পাশাপাশি মুনাফাও বৃদ্ধি পাবে বলে আশাবাদী পরিচালনা বোর্ড।

 

 

 

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ফরচুন সুজ
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  3. পাওয়ার গ্রিড কোম্পানি
  4. এস্কোয়ার নিট কম্পোজিট
  5. ওআইমেক্স ইন্ডাস্ট্রিজ
  6. ইন্দো বাংলা ফার্মা
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. মুন্নু সিরামিকস
  9. লাফার্জ হোলসিম
  10. এসএস স্টিলস লিমিটেড।

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও সামান্য পতন হযেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৬ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, পাওয়ার গ্রিড কোম্পানি, এস্কোয়ার নিট কম্পোজিট, ওআইমেক্স ইন্ডাস্ট্রিজ, ইন্দো বাংলা ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মুন্নু সিরামিকস, লাফার্জ হোলসিম ও এসএস স্টিলস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৭৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জনতা ইন্স্যুরেন্সের হেড অফিস পরিবর্তন

Janata-Insurance.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্সূরেন্স লিমিটেডের হেড অফিস পরিবর্তন করা হয়েছে। এখন হতে এই নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে। রবিবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস রাজধানী বাড্ডায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জনতা ইন্স্যূরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Janata-Insurance.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রবিবার কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ১৯) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকাা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.২১ টাকা।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫৪ টাকা। যা ২০১৮ সালের একই প্রান্তিকে ছিল ১৪.৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস