দ্যা পেনিনসুলা চিটাগংয়ের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪২ টাকা। এ সময় কোম্পানিটির আয় বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯.৯২ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৩০.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দ্যা পেনিনসুলা চিটাগংয়ের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১২ ফেব্রুয়ারি এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে এই বোর্ড সভার দিন নির্ধারণ করে পরে তা বাতিল করা হয়।

বেলা ৪ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৩১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৪২ লাখ টাকার।

২১৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ২১০ কোটি ৮৫ লাখ টাকা, ফরচুন সুজের ১৯৮ কোটি ৪৩ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৫২ কোটি ৭৭ লাখ, একমি ল্যাবরেটরিজের ১৩৯ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১২০ কোটি ১২ লাখ, বে লিজিংয়ের ১১৮ কোটি ৩৭ লাখ ও ইসলামী ব্যাংক লিমিটেডের ১১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ কার্যদিবসে বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকা বৃদ্ধি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে লেনদেন ও সবগুলো সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২.৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১৩২৩ কোটি ৫৫ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৮৬ কোটি ৭৭ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২.৯৪ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৯৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৩.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪,৫৭০ কোটি টাকা বা ০.৮১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/