বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া তিনটি চুক্তি স্বাক্ষর

 

 

185509_bangladesh_pratidin_bdp-banglasdeshস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়োনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ, কূটনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়োনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে চুক্তিগুলো স্বাক্ষর হয়। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তিগুলো হচ্ছে- (এক) কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সাভির্স একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর।

(দুই) বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া মধ্যে বিনিয়োগ বৃদ্ধির লক্ষে কোরীয় ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এবং বালাদেশ ইনভেস্টমেন্ট ডেভলোপসেন্ট অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। (তিন) বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১৯ থেকে ২০২৩ সাল পযর্ন্ত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সংক্রান্ত বিষয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লি তায়েহো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দোকার প্রথম এমওইউতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন।

কোরিয়ার বাণিজ্য বিনিয়োগ প্রমোশন এজেন্সির মুখ্য নির্বাহী কর্মকর্তা পিয়ং ওহ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল হক দ্বিতীয় এমওইউতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন।

দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লী তায়েহো এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল স্ব স্ব পক্ষে তৃতীয় এমওইউতে স্বাক্ষর করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

kamal minস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে যাতে যানজট তৈরি না হয় সেজন্য আগামী ৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজেএমইএ ও বিকেএমইএ বিষয়টি সমন্বয় করবে। আমরা বিশেষভাবে মনিটরিং করবো।

রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ‍বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে আমরা অনুরোধ করেছি।

তিনি বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাস, ট্রেন এবং নৌপথে যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করবে। সড়কপথে ফায়ার সার্ভিসের টিম থাকবে। কোনো দুর্ঘটনা ঘটলে তারা কাজ করবেন।

কুবানির পশুর হাট বিষয়ে মন্ত্রী বলেন, রাস্তার পাশে কোনো প্রকার পশুর হাট বসতে পারবে না। পশুর হাটে বা রাস্তায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা থাকবে। গরুর হাটে সন্ধ্যাকালীন টাকা লেনদেনে বুথ খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে। তারা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

shantaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যূয়াল ফান্ড খাতের কোম্পানি শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ মার্চ ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটির পরিচালনা বোর্ড।

এ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৮৯ টাকা। আর ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯.০৪ টাকা।

উল্লেখ্য২০১৮সালের১৪ ফেব্রুয়ারিফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়। প্রথম দিনেই প্রাথমিকভাবে বরাদ্দ করা সব ইউনিট বিক্রি হয়ে যায়। শুরুথেকে ৩০ জুন ২০১৯ পর্যন্তফান্ডটির এনএভি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, অপরদিকে আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর প্রধান সূচক, ডিএসইএক্স পতন হয়েছে ৭ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গত অর্থবছরে শেয়ারবাজারখুব একটা ভালো না থাকার কারনেফান্ড পরিচালনায় অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভালো রিটার্ন দেয়ার। আমি মনে করি উল্লেখিতসময়েপুজিবাজারেরপারফর্মেন্সপর্যালোচনা করলে ১২ শতাংশরিটার্ন বিনিয়োগকারীদের আশা পুরন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট ফাইন্যান্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২২ জুলাই

fareast-01স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক পরীক্ষার সক্ষমতা নেই

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটার্জেন্ট-এর উপস্থিতিসহ মান পরীক্ষার সক্ষমতা বাংলাদেশ স্টান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইনজীবী। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৪ জুলাই) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়।

আদালতে বিএসটিআই’র পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ ও ব্যারিস্টার অনিক আর হক।
শুনানির শুরুতে বিএসটিআই কখনও দুধের অ্যান্টিবায়োটিক পরীক্ষা করে দেখেছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন আদালত। জবাবে বিএসটিআইএ’র আইনজীবী বলেন, ‘বিভিন্ন সোর্স থেকে দুধে অ্যান্টিবায়োটিক প্রবেশ করে। অনেকে গরু মোটাতাজাকরণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। সেখান থেকেও এর প্রবেশ ঘটে। দুধের অ্যান্টিবায়োটিক পরীক্ষা করার প্যারোমিটার বিএসটিআই’তে আগে ছিল না। কিন্তু এখন মান পরীক্ষার বিষয়ে প্যারোমিটার অন্তর্ভুক্ত করা হচ্ছে। একটি কমিটি করে দুধের মান পরীক্ষা করার চেষ্টা করা হচ্ছে।’

আদালত জানতে চান, পাস্তুরিত করার মধ্য দিয়ে অ্যান্টিবায়োটিক রোধ করার সুযোগ রয়েছে কিনা? জবাবে আইনজীবী বলেন, ‘যে তাপমাত্রায় হিট দেওয়া হয় তাতে অ্যান্টিবায়োটিক থেকেই যাচ্ছে।’

আরপর আদালত বিএসটিআইএ’র আইনজীবীর উদ্দেশ্যে আরও বলেন, ‘এসব দুধ কেন এখনও বাজারজাত করা হচ্ছে? হাইটেক ল্যাব রেখে লাভ নাই, যদি খাদ্য সিকিউরড না করতে পারে।’ জবাবে বিএসটিআই’র আইনজীবী আদালতকে জানান, বিএসটিআই ৬ মাসের মধ্যে নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করে আইসিডিডিআরবি, সাইন্স ল্যাবরেটরি এবং বিএসটিআই’র ল্যাবে একই দুধে নমুনা পরীক্ষা করবে।

এরপর রিট আবেদনের পক্ষের আইনজীবী অনিক আর হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুকের দুধ পরীক্ষার প্রতিবেদন আলোচনা করে আদালতকে বলেন, ‘যেভাবেই হোক না কেন, দুধে বিন্দুমাত্র অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব থাকতে পারে না। এছাড়াও দুধে ভেজিটেবল অয়েল রয়েছে। সেই অয়েল কমাতে ডিটার্জেন্ট ব্যবহার করা হয়।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের ৬ দাবি

indiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে খুলনা-কলকাতা রুটে প্রতিদিন রেল যোগাযোগ, যৌথ ইমিগ্রেশন চালু ও সীমান্তে হয়রানি বন্ধসহ ৬ দফা দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা।

রবিবার সকালে খুলনা চেম্বার অব কমার্সে ভারতের সহকারি হাই-কমিশনার রাজেশ কুমার রাইনার সাথে ব্যবসায়ীদের মতবিনিময়ে এসব দাবি জানানো হয়। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক।
ব্যবসায়ীরা বলেন, ভারতীয় কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ কর্তৃক ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়। ভারতীয় রুপি সঙ্গে নিতে না পারায় ব্যবসায়ীদের ভোগান্তির শিকার হতে হয়। সীমান্তে দু’দফায় ডলার ও রুপি পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া ভারতীয় ভিসায় একটি মাত্র পোর্ট দিয়ে ভারতে প্রবেশের সুযোগ দেওয়ায় প্রয়োজনে ব্যবসায়ীরা অন্য ল্যান্ডপোর্ট বা বিমানবন্দর ব্যবহার করতে পারে না। এছাড়া যাত্রীদের পারাপারের সুবিধার্থে ভারতীয় চেকপোস্ট বেনাপোল-হরিদাশপুর ও ভোমড়া-ঘোজাডাঙ্গা সন্ধ্যা সাড়ে ৬ টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানানো হয়।
এসময় ভারতের সহকারি হাই-কমিশনার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সমাধানের আশ্বাস দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম?জেড

হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে

162221_bangladesh_pratidin_Holmark-jesminস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জনতা ব্যাংকের ভুয়া এলসির বিপরীতে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠিয়েছন আদালত। আজ রবিবার জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে, আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জেসমিন ইসলাম। এসময় দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিন আবেদনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ১৬ জুন হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।

মামলা সূত্রে জানা গেছে, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ গত ১০ মার্চ জেসমিনকে জামিন দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ফরচুন সুজ
  3. এমএল ডায়িং
  4. ঢাকা ইন্স্যুরেন্স
  5. ন্যাশনাল লাইফ
  6. মুন্নু সিরামিকস
  7. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  8. ফেডারেল ইন্স্যুরেন্স
  9. এশিয়ান টাইগারস
  10. গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

তাকাফুল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২২ জুলাই

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লিমিটডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৩৫৪ ও সিএসইতে ১১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৫০ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ২০টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, এমএল ডায়িং, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ, মুন্নু সিরামিকস, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগারস ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৮১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও বিডিকম অনলাইন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড