রাশিয়া-ইউক্রেন থেকে পণ্য আনার উদ্যোগ, এতে দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রংপুরে চলতি অর্থবছরের তৃতীয় দফায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রবিবার সকালে নগরের কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি অসচ্ছল পরিবারের কাছে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে দেশের পাঁচ কোটি মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যাতে কষ্ট না হয়, সে দিকে সরকার লক্ষ রাখছে। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘ইউক্রেন-রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিত্যপণ্যের দাম কমে আসবে। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরও কমে আসবে।’

মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুবিধাভোগী কার্ডধারী ব্যক্তিদের হাতে টিসিবির পণ্য তুলে দেন মন্ত্রী।

টিসিবির রংপুরের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমার বলেন, আজ থেকে তৃতীয় দফায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হলো। আজ নগরের পাঁচটি কেন্দ্রে পণ্য দেওয়া হবে। কার্ডধারী প্রত্যেকে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। চিনি ৫৫ টাকা কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি ও সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি হবে। মাসব্যাপী এ কার্যক্রম চলবে। সিটি এলাকাসহ জেলার মোট ২ লাখ ৮৫ হাজার ৩১২ জন সুবিধাভোগী কার্ডধারী এসব পণ্য কিনতে পারবেন।

এদিকে টিসিবির পণ্য কিনতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কার্ডধারী ব্যক্তিদের ভিড় লক্ষ করা গেছে। উপকারভোগী মরিয়ম বেগম বলেন, ‘টিসিবির কার্ড পায়া হামার অনেক উপকার হইছে। তার ওপর ন্যায্য মূল্যে চালও পাই। বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কষ্ট কিছুটা কম হয় এই পণ্য পাওয়ার পর।’

স্টকমার্কেটবিডি.কম//

কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন টিসিবির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই পণ্য দেওয়া হবে।

তিনি বলেন, মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হয়। সব দিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মাসে ২ বার পণ্য দেওয়া যায় কিনা মন্ত্রাণলয় সেটা দেখবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে এ পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে।

টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

ঢাকার প্রায় ৩০০ ডিলার এবং দেশব্যাপী প্রায় সাড়ে ৩ হাজার ডিলারের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। পেঁয়াজ দেশের বাইরে থেকে আসা সাপেক্ষে মহানগরীতে বিক্রি করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটির অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটির ২৪ নং ওয়ার্ডের কমিশনার সফিউল্লাহ (সফি)।

আরও উপস্থিত ছিলেন টিসিবির প্রধান কার্যালয়ের পরিচালক, সচিব, প্রধান কর্মকর্তারাসহ ঊর্ধতন কর্মকর্তারা। এছাড়াও টিসিবির ঢাকা আঞ্চলিক প্রধান ও মিডিয়া মুখপাত্র উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭.৬ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলোকে আমদানির অর্থ পরিশোধের জন্য ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

ভারত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এই প্ল্যাটফর্মের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস বাংলাদেশ।

ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর অন্যান্য সদস্য রাষ্ট্র। প্ল্যাটফর্মটির সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলো প্রতি ২ মাস অন্তর তাদের অর্থ পরিশোধ করে।

এর আগে, গত বছরের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে আমদানির অর্থ পরিশোধের কারণে চলতি বছরের মে থেকে রিজার্ভ কমতে শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ফলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ইলিশ রপ্তানি বন্ধে আদালতের নোটিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আদালত।

রবিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।

সুপ্রিম কোর্টের আইনজীবীর পাঠানো ওই নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

ওই নোটিশে বলা হয়, দেশের জাতীয় মাছ ইলিশ অথচ বর্তমানে ইলিশ মাছের অত্যধিক দামের কারণে দরিদ্র জনগোষ্ঠী এই মাছ কেনার চিন্তাও করে না। দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠী ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে এক হাজার টাকা কেজি থেকে ১২শ টাকা।

আরও বলা হয়, ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেগুলো মূলত পদ্মার ইলিশ। এমনিতেই পদ্মা নদী থেকে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায়। এই পদ্মার ইলিশ ভারতে রপ্তানির ফলে বাংলাদেশের বাজারগুলোতে পদ্মার ইলিশ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের রপ্তানিনীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অনায্যভাবে, জনগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কম হয়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৫৩৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৯১ কোটি ৫৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮৭৭ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির, আর দর অপরিবর্তিত আছে ১০৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, শাইনপুকুর সিরামিকস, লাফার্জ হোলসিম বিডি, বেক্স ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, এসিআই ফরমূলেশন, বাংলাদেশ শিপিং করপোরেশন ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. শাইনপুকুর সিরামিকস
  4. লাফার্জ হোলসিম বিডি
  5. বেক্স ফার্মা
  6. ওরিয়ন ইনফিউশন
  7. নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল
  8. এসিআই ফরমূলেশন
  9. বাংলাদেশ শিপিং করপোরেশন
  10. জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৮ লাখ টাকার।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড ১১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বিডির ৫১ কোটি ৮২ লাখ, বেক্স ফার্মার ৪৮ কোটি ২ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৩৯ কোটি ৫৩ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের ৩৭ কোটি ২৫ লাখ, এসিআই ফরমূলেশনের ৩৫ কোটি ৫৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৩ কোটি ৭৮ লাখ ও জেএমআই হসপিটাল রিকুইজিটির ৩১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

দেশে স্বর্ণের দামে রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় দেশেও ফের বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৮৪ হাজার ৫৬৪ টাকা। রবিবার (১১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম//

ফাইন ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৫২.১০ টাকা। গতকাল ১০ সেপ্টেম্বর সর্বশেষ তা ৫৯.৬০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ফাইন ফুডস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

অরিজা এগ্রোর লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.১৯ টাকা। এসময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৮.৫০ টাকায়।

শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ০১ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম///