প্রণোদনার সুযোগ রেখে চামড়া নীতিমালা অনুমোদন

safiulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চামড়া সরবরাহকারী ও রফতানিকারকদের প্রণোদনার সুযোগ রেখে ‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা-২০১৯’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘নীতিমালা অনুযায়ী চামড়া শিল্পের উন্নয়নের জন্য প্রাথমিকভাবে গবেষণা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবেশ রক্ষা, অধিকতর পরিচ্ছন্ন উৎপাদন এবং অবকাঠামো বিষয়ক প্রকল্প গ্রহণ করা সমীচীন। রফতানি বৃদ্ধিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির প্রক্রিয়া উন্নত করতে হবে।’

সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরবরাহকারী ও রফতানিকারকদের জন্য কিছু প্রণোদনার বিষয় আছে। জেনারেলি প্রণোদনার ১৭টি প্রস্তাব দেয়া আছে। যেমন- সবুজ প্রযুক্তির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ আকর্ষণ করা এবং সেগুলো ফলপ্রসূ হলে ব্যবহার করা এবং খাতভিত্তিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করা।’

‘চামড়া শিল্পখাতের টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থা পরিপালন, পরিচ্ছন্ন উৎপাদন নিশ্চিতকরণ, ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য দুই ধরনের কমিটির কথা বলা হয়েছে,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

নীতিমালা অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা সমন্বয়ক পরিষদে শিল্পমন্ত্রীর নেতৃত্বে ৪১ সদস্যের কমিটি এবং চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন পরিষদে ২০ সদস্যের কমিটির প্রধান শিল্প সচিব। দুই জায়গাতেই সরকারি ও বেসরকারি খাতের লোক আছেন বলে বলে জানিয়েছেন শফিউল আলম।

তিনি বলেন, ‘নীতিমালার মূল ফোকাস হলো, চামড়া শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। আমাদের টার্গেট ২০২৪ সাল নাগাদ এ খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, এটা যেন আমরা অর্জন করতে পারি। মোটামুটিভাবে বিনিয়োগবান্ধব একটা প্রস্তাবনা রাখা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশে এই প্রথম রাজস্ব সম্মেলন হচ্ছে

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে দেশে এবছর প্রথমবারের মত রাজস্ব সম্মেলন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে রাজস্ব আয় কাঙ্খিত পর্যায়ে নিয়ে যেতে করদাতার সংখ্যা ১ কোটিতে উন্নীতকরণ, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, কর রাজস্ব ব্যবস্থাপনায় সকল প্রকার অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপচয় রোধ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে এনবিআরের সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া সোমবার বাসসকে বলেন, ‘রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে আমরা এবার প্রথমবারের মত রাজস্ব সম্মেলন করতে যাচ্ছি। সেখানে সারাদেশ থেকে রাজস্ব প্রশাসনের তিন বিভাগের (শুল্ক, ভ্যাট ও আয়কর) কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। তাদের কাছ থেকে শোনা হবে রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে কি করার প্রয়োজন।’

তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসেই সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময়সূচি পাওয়ার পর সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ত্রিপুরা থেকে নতুন করে বিদ্যুৎ আমদানি করবে না সরকার

c0cfea019bd5d176ae55a81cef6b7e34-5d638043ad8f8স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ত্রিপুরা থেকে আর কোনও বিদ্যুৎ আমদানি করবে না সরকার। কারণ ভারত থেকে বিদ্যুৎ আনতে যে সাবস্টেশন নির্মাণ করতে হবে তা অনেক ব্যয়বহুল। আপাতত এই ব্যয়ের কোনও যৌক্তিকতা নেই বলে মনে করা হচ্ছে।

আজ সোমবার (২৬ আগস্ট) হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সপ্তদশ সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সূত্রে জানা গেছে, ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির বিষয় নিয়ে আলোচনা হয়। ভারত থেকে বিদ্যুৎ আনতে ব্যাক টু ব্যাক হাই ভোল্টেজ সাবস্টেশন (এইচএসভিডিসি) নির্মাণে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে। বাংলাদেশ এখন চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ব্যয়বহুল সাবস্টেশন করা যৌক্তিক নয়। কুমিল্লা এলাকায় প্রচুর গ্যাস আছে। প্রয়োজনে সেখানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যাবে। ত্রিপুরা থেকে এখন যে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে এর বাইরে আর বিদ্যুৎ আনবে না বাংলাদেশ।

ভারত দীর্ঘ দিন থেকে বাংলাদেশের ওপর দিয়ে সঞ্চালন লাইন করে এক এলাকা থেকে অন্য এলাকায় বিদ্যুৎ নিতে চায়। এ বিষয়ে আরও বিস্তারিত সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগের সভায় পার্বতীপুর দিয়ে বাংলাদেশকে ভারতের সঙ্গে সংযুক্ত করার চিন্তা করা হলেও এখন সৈয়দপুরের পূর্ব সাদিপুর দিয়ে যুক্ত করতে সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে প্রস্তাবিত কাটিহার-পাবতীপুর-বরাননগর ৭৬৫ কেভি লাইন করার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের অন্যান্য এলাকায় ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা যায় কিনা সে বিষয়ে একটি কারিগরি সমীক্ষা হবে।

বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সদস্যরা
সভা শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘আমরা এমন কিছু জায়গা চিহ্নিত করেছি। যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে শোক দিবসের দোওয়া ও আলোচনা সভা

dse15august-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে (ডিএসই) দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) ডিএসইতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা এবং মিলাদ মাহফিল শেষে দোয়া করা হয়। এবারই প্রথম জাতীয় শোক দিবস উপলক্ষ্য আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ডিএসই।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন’র সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ডিএসইর সদস্য ও জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমান, স্বতন্ত্র পরিচালক ওয়ালিউল ইসলাম, সিদ্দিকু রহমান মিয়া, অধ্যাপক ড. কায়কোবাদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

হাউজ বিল্ডিং ফাইন্যান্স আইন, ২০১৯’ এর খসড়ার অনুমোদন

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শাস্তির মেয়াদ বাড়িয়ে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমাবার (২৬ আগস্ট) তেজগাঁওয়ে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে আইনের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৭৩ সালে প্রেসিডেনশিয়াল অর্ডার দিয়ে ‘দ্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেনশন অর্ডার ১৯৭৩’ করা হয়েছিল এবং এর উপর ভিত্তি করে এ প্রতিষ্ঠান চলছিল।

আইনের পরিবর্তন খুবই কম উল্লেখ করে তিনি বলেন, আগের শাস্তি বাড়ানো হয়েছে। করপোরেশনের কাছ থেকে কেউ যদি ঋণ গ্রহণে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণী দেন বা জেনে-শুনে মিথ্যা বিবরণী ব্যবহার করেন বা করপোরেশনে যে কোনো ধরনের জামানত গ্রহণে প্রবৃত্ত করেন তাহলে দু’বছর কারাদণ্ড দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতেন। এখন বাড়িয়ে পাঁচ বছর কারাদণ্ড এবং জরিমানা পাঁচ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, করপোরেশনের লিখিত সম্মতি ছাড়া যদি কেউ নাম প্রসপেক্টাসে বা বিজ্ঞাপনে ব্যবহার করেন তাহলে তার জন্য শাস্তি আগে ছয় মাস ও এক হাজার টাকা জরিমানা ছিল। এখন ছয় মাস ও ৫০ হাজার টাকা জরিমানা প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে অথরাইজড ক্যাপিটাল ছিল ১১০ কোটি টাকা ও পেইডআপ ক্যাপিটাল ১১০ কোটি টাকা। এখন এক হাজার কোটি টাকা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল ও ৫শ কোটি টাকা পেইডআপ ক্যাপিটাল করার প্রস্তাব করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মাতৃভাষা দিবস স্মারক মুদ্রার দাম বাড়ল

bbনিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে এই স্মারক মুদ্রা ৫০ হাজার টাকায় বিক্রি হবে। এতোদিন এটি ৪৫ হাজার টাকায় বিক্রি হতো।

বাজারে সোনার দাম বাড়ায় এই স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পূনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দুটির মূল্য ৯০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে

স্টকমার্কেটবিডি.কম/জেড

বেনাপোলে ৯ মাসে ৪৪০ কোটি টাকার মালামাল জব্দ

8888888888888স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতে সোনা পাচারসহ চোরাচালানীরা নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তকে। প্রতিনিয়ত চোরাচালানী পন্য চালান আটক হলেও কোন ভাবে থামছে না। গত নয় মাসে এ সীমান্তে পাচারের সময় প্রায় ৩১ কেজি সোনা উদ্ধার করেছে বিজিবি।

একই সাথে খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কেজি হেরোইন ফেন্সিডিল ২,৩৯,৪৫০ বোতল,গাঁজা ৫৩কেজি, মদ ৪৫,৫০২ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫৫ লক্ষ ৮২ হাজার, নেশাজাতীয় ট্যাবলেট ৪,লক্ষ ৮৯ হাজার পিসসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পন্যসহ অবৈধ্য ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৪৫৫ জন নারী ,পুরুষ কে আটক করেছে ।

আটককৃত পন্যের আনুমানিক মুল্য৪৪০ কোটি টাকা বলে জানায় বিজিবি।চোরাচালানী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বিজিবি এসময় ১৬৯৩ জনকে আটক করে। আজ সোমবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পে এলাকার সুধীজন ও স্থাানীয় সাংবাদিক নিয়ে অনুষ্ঠিত মাদকদ্রব্য, অস্ত্রও বিস্ফোরক, গবাদি পশু,নারী ও শিশু পাচার,পন্য সামগ্রী চোরাচালানী বিষয়ে এক মত বিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইমরান উল্লাহ সরকার। তবে বিজিবি’র কঠোর অবস্থানের কারণে ২০১৯ সালের প্রথম ছয় মাসের তুলনায় পরবর্তী তিন মাসে সীমান্তে চোরাচালান প্রায় শুণ্যের কোটায় নেমে এসেছে বলে বিজিবি’র এক পরিসংখ্যানে জানা গেছে।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন খুলনা সেক্টর কর্মান্ডার কর্ণেল মো. আরশাদুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইমরান উল্লাহ সরকার, ২১ বিজিবির উপ-অধিনায়ক মো. সোহেল আহমেদ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার প‚লক কুমার মন্ডল, এএসপি নাভারন সার্কেল, জুয়েল ইমরান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সৈয়দ আলমগীর হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন প্রমুখ।

মত বিনিময় সভায় প্রধান অতিথি কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খাঁন অস্ত্র,মাদক নারী ও শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন,পুটখালী সীমান্ত এক সময় চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিনত হয়ে ছিল। বর্তমানে বিজিবির কঠোর অবস্থানের কারনে নারী ও শিশু পাচারসহ সব ধরনের চোরাচালান প্রায় শুন্যের কোটায় চলে এসেছে। চোরাচালানসহ সীমান্ত এলাকায় সমস্ত প্রকার অবৈধ কার্যকলাপে বিজিবি জিরো ট্রলারেন্স দেখাবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

standard-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড । সম্প্রতি এই রেটিং প্রকাশ করে তারা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’ এসেছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. সিলকো ফার্মা
  3. অরিয়ন ইনফিউশন
  4. মুন্নু সিরামিকস
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. বীকন ফার্মা
  7. মুন্নু স্টাফলার্স
  8. জেএমআই সিরিঞ্জ
  9. ভিএফএস থ্রেডস
  10. এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে তিনগুণ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ তিনগুণের বেশি বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৬৮ কোটি ৯৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৬টির। আর দর অপরিবর্তিত আছে ২২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মা, অরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন, বীকন ফার্মা, মুন্নু স্টাফলার্স, জেএমআই সিরিঞ্জ, ভিএফএস থ্রেডস ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১২ কোটি ৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও ন্যাশনাল পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড