আইপিওতে আসার পর পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় লভ্যাংশ

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির পর ৪ বছরের মধ্যে এটা দ্বিতীয়বার লভ্যাংশ ঘোষণা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বিমাটি এর আগে ২০১২ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এরপর আর কোনো বছরেই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারে নাই।

সর্বশেষ ৩০ ডিসেম্বর ২০১৬ সালের জন্য বিমাটি শতাংশ বোনাস ঘোষণা করেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

বিমা কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৬ অক্টোবর।

আগের বছরগুলোতে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে নো ডেভিডেন্ট ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/

আমরা নেটওর্য়াকসের শেয়ার লেনদেন ২ অক্টোবর

amranetনিজস্ব প্রতিবেদক :

আইপিও পক্রিয়া শেষে আমরা নেটওর্য়াকসের শেয়ার লেনদেন আগামী ২ অক্টোবর সোমবার দেশের উভয় শেয়ারবাজারে শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে বরাদ্দ শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, ২১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ১৮.০৭ গুণ। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৯৪ কোটি ৩৮ টাকা। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

মিয়ানমার বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করার চেষ্টা করছে : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার রোহিঙ্গাদের তাদের দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করার চেষ্টা করছে। রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি রবিবার দুপুরে টঙ্গীর ভাদাম শিল্প এলাকায় স্থাপিত ১০০% রপ্তানিমুখী বিকাশমান শিল্পকারখানা এননটেক্স গ্র“পের স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের অর্থনীতিকে তারা বিধ্বংস্ত করতে চাইছে। ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এদেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আমরা মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছি। রোহিঙ্গাদেরও আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার জনকল্যাণমুখী সরকার। শেখ হাসিনা সবসময়ই জনকল্যাণমুখী।

এসময় মন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামীলীগ সভাপতি এড. আজমত উল্লা খান, এননটেক্স গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ইউনুস বাদলসহ কারখানার অন্যান্য পরিচালকবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টঙ্গীতে স্থাপিত এননটেক্স গ্রুপ দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা গ্র“প। গত ১০ বছরে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে ৫টি স্পিলিং মিলসহ ১০টিরও বেশি শতভাগ রপ্তানিমুখী শিল্প ও কারখানা স্থাপন করেছে। কারখানাগুলোতে ২৬হাজার শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। এদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে “এননটেক্স হেলথ ক্লিনিক” অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি উদ্বোধন করেন। এর আগে অর্থমন্ত্রী এননটেক্স কারখানার বিভিন্ন ইউনিট পরির্দশন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভোক্তাদের সঙ্গে প্রতারণা : ৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা

consumer-বিশেষ প্রতিবেদক :

পণ্যে বিক্রয় মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানাভাবে ভোক্তাদের প্রতারণা করার দায়ে ৩৮ প্রতিষ্ঠানকে চার লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয় দেশের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করে এসব জরিমানা আদায় করা হয়। রবিবার ভোক্তা অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৯ জন কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাজার তদারকি করা হয়।

এ সময় ৯টি বাজার তদারকি ও ১৫টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩৮টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ১৫ জন অভিযোগকারীকে পুরস্কার হিসেবে ৩১ হাজার টাকা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোনার দাম কমেছে ভরি প্রতি ১১৬৬ টাকা

goldনিজস্ব প্রতিবেদক :

বিশ্ববাজারে দর কিছুটা কমায় দেশে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে করে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর হবে ৪৮ হাজার ৯৮৯ টাকা। নতুন দর কাল বুধবার কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি গত ১১ সেপ্টেম্বর সোনার দাম বৃদ্ধি করে প্রতি ভরি ৫০ হাজার ১৫৫ টাকা করেছিল। এতে করে প্রায় চার বছর পর দেশের বাজারে সোনার ভরি অর্ধ লাখ টাকা ছাড়িয়ে যায়। তার আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বৃদ্ধির পর ৮ মে সোনার ভরি ১ হাজার ১৬৭ টাকা দাম কমিয়েছিল সমিতি। গত ২৮ জুলাই ও ১৩ আগস্ট সোনার দাম ভরিতে যথাক্রমে ১ হাজার ৩৪১ টাকা ও ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়।

সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ১১৬ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

সমিতি জানায়, মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৯৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হবে। কাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম কমবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রূপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. শাহজালাল ব্যাংক
  2. উত্তরা ব্যাংক
  3. ন্যাশনাল ব্যাংক
  4. যমুনা ব্যাংক
  5. এক্সিম ব্যাংক
  6. সামিট পাওয়ার
  7. আল-আরাফাহ্ ব্যাংক
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. আইএফআইসি
  10. ফার্ষ্ট সিকিরিটিজ ব্যাংক।

শেয়ারবাজারে সুচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ৬৬২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত বৃহস্পতিবার ছিল ৭৮০ কোটি ৫৭ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৫ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৩১ কমে ১৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২.২৭ কমে ২২৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০৭ টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– শাহজালাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, এক্সিম ব্যাংক, সামিট পাওয়ার, আল-আরাফাহ্ ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ও ফার্ষ্ট সিকিরিটিজ ব্যাংক।

এদিকে, রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয় ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিঙ্গারবিডি ও ন্যাশনাল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রেকর্ড ডেটের জন্য স্পট মার্কেটে ২ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সামিট পাওয়ার ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রেকর্ড ডেটের জন্য আগামীকাল ২৫ সেপ্টেম্বর, সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার পর্যন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ স্পেটেম্বর, বুধবার।

রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আর এন স্পিনিংয়ের লেনদেন বন্ধ সোমবার

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর এন স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার বন্ধ থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এই কোম্পানি গত ২১ সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ ২৪ সেপ্টেম্বর স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে।

উল্লেখ্য, কোম্পানিটি আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চলতি সপ্তাহে ৯ কোম্পানি এজিএম

agmস্টকমার্কেট ডেস্ক :

বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে এসব কোম্পানির এজিএম। এগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ট্যানারী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টীল ও বিএসআরএম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ্যাপেক্স ট্যানারী: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায়, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায়, এমআইআই সমরিতা হাসপাতাল ও মেডিসিন কলেজ অডিটরিয়াম, ১১৭ তেজগাঁও, লাভ রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সান লাইফ ইন্স্যুরেন্স: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায়, রাওয়া কনভেনশন হল. মহাখালি, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ক্যাশ ও ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বিএসআরএম স্টীল: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায়, ইন্সটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ, চিটাগাং সেন্টার, চিটাগাং অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশসহ মোট ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বিএসআরএম লিমিটেড: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায়, ইন্সটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ, চিটাগাং সেন্টার, চিটাগাং অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ও ২০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায়, আইডিইডি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায়, মেঘনা কর্নফুলী বিমা ভবন, মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ