অরিয়ন ইনফিউশনের ঋণমান ‘এএএ’

orionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ঋণমান ‘এএএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি আব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৫ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

শেয়ারবাজারকে আরও শক্তিশালী করা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী

tofailনিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, শেয়ারবাজারকে আরও শক্তিশালী করা প্রয়োজন। বাজারে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে। বর্তমানে শেয়ারবাজারের মন্দা কেটে গেছে। এখন আর বিনিয়োগকারীদের হতাশ হবার কিছু নেই।

শেয়ারবাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, শেয়ারবাজার স্থিতিশীল থাকলে অর্থনীতির অন্য খাতগুলোতে ইতিবাচক প্রভাব পড়ে।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় সীমা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা নিয়ে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি। বিনিয়োগ সমন্বয়ের জন্য ২ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন – বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু, ব্রোকারেজ এসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু, আইডিআরএ সদস্য মোঃ কুদ্দুস খান, ডিএসইর চেয়্যারম্যান ছিদ্দিকুর রহমান মিয়া, সিএসইর চেয়ারম্যান ড. এম এ মজিদ প্রমুখ।
স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

  1. বেক্সিমকো ফার্মা
  2. ডেল্টা লাইফ
  3. স্কয়ার ফার্মা
  4. আলহাজ টেক্সটাইল
  5. আফতাব অটোস
  6. বিএসআরএম স্টিলস
  7. কেডিএস এক্সেসরিজ
  8. কাসেম ড্রাইসেলস
  9. ইউনাইটেড পাওয়ার
  10. শাশা ডেনিমস।

ডিএসইতে ৩৭৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে শেষ হয় লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে কমেছে লেনদেন। এদিন ডিএসইতে ৩৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৪১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। যা গতকাল ছিল ৩৮১ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, আলহাজ টেক্সটাইল, আফতাব অটোস, বিএসআরএম স্টিলস, কেডিএস এক্সেসরিজ, সামিট পাওয়ার, কাসেম ড্রাইসেলস, ইনাইটেড পাওয়ার ও শাশা ডেনিমস।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, দর কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইস্টার্ণ ব্যাংকের জমি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) জমি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমস্ত জায়গাজমির দর বর্তমান বাজারদরে নির্ধারণে পেশাদারি ভ্যালুয়েশন ফার্ম দ্বারা জমি পুনর্মূল্যায়নের কাজ করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আশরাফ টেক্সটাইলের চেয়ারম্যানকে জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আশরাফ টেক্সটাইলের চেয়ারম্যনাসহ ৭ জনকে জরিমানা করা হয়েছে। এরা হলেন- কোম্পানির চেয়ারম্যান মো. কামালউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলি মৃধা এবং পরিচালক আবদুর রউফ, মো. ইব্রাহিম রহমতুল্লাহ, মি সেলিনা রহমান, মোহম্মদ আহমেদ ও আজিজ আহমেদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ৭ ব্যক্তির প্রত্যেকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ১৫ দিনের মধ্যে ব্যাংক ড্রাফ্ট অথবা পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বর্তমানে আশরাফ টেক্সটাইল ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে অবস্থান করছে। কোম্পানিটি ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১২ কোটি ৫০ লাখ টাকা ও ১০ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩৩ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা।

২০০৫ সাল থেকেই কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। এর আগে ২০০০ সালে কোম্পানিটি ২.৫ শতাংশ এবং ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত প্রতি বছর ৫ শতাংশ ও ২০০৪ সালে ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

এ কোম্পানির মোট শেয়ারের মধ্যে ২৫.১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১.১৪ শতাংশ সরকার, ২৭.৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১২ শতাংশ বিদেশি এবং ৪৬.২৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে