স্বাধীনতা দিবস উপলক্ষে লাইকির আকর্ষণীয় ক্যাম্পেইন

স্টকমার্কেবিডি প্রতিবেদক :

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শর্ট ভিডিও তৈরি ও শেয়ারের জনপ্রিয় অ্যাপ লাইকি চলতি বছরের ১৯-২৬ মার্চ পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বেশ কিছুআকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করেছে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে লাইকি ব্যবহারকারীরা তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারবে এতে রয়েছে বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেইন, যেমন- # দেশকেজানো, # রোরলাইকটাইগার, # ইন্ডিপেন্ডেন্সডে২০২১ ড্রামা চ্যালেঞ্জ এবং # স্বাধীন নাচ। সিয়াম, টয়া এবং মৌসুমীর মতো খ্যাতনামা তারকারা ক্যাম্পেইনটিতে অংশ নিবেন।

#দেশকে জানো চ্যালেঞ্জে থাকবে বাংলাদেশ বিষয়ক জ্ঞান নিয়ে কিউ অ্যান্ড এ স্টিকার এবং খেলাধুলা, ভূগোল, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জেনে কবিতাবৃতি, যেগুলোর উত্তর ‘দিস’ অথবা ‘দ্যাট’ পদ্ধতিতে দিতে হবে।

প্রতিটি বিবৃতির সাথে দুটো অপশন থাকবে – মিথ্যা বা সত্য।

একবার অংশগ্রহণকারী একটি বিবৃতি সম্পন্ন করার পর পরবর্তী বিবৃতিটি সামনে চলে আসবে। এভাবে তারা ১৫-৩০ সেকেন্ডের মধ্যে যতগুলো সম্ভব উত্তর দিয়ে যাবে।

#রোরলাইক টাইগার ক্যাম্পেইনে থাকবে এআইফেস + টাইগারট্রেনিং। ব্যবহারকারীরা ভার্চুয়াল বাঘের সাথে ছবি তুলতে পারবেন। ব্যবহারকারীরা যখন মুখহা করবেন, তখন ছবির প্রসেসিং সম্পন্ন করতে ‘বাঘও মুখ হা করবে এবং ব্যবহারকারীর এ আইফেস’ সমন্বয় প্রক্রিয়া শেষ হবে।

‘আপনার স্বাধীনতার অপব্যবহার করবেন না’- এই সচেতনতা মূলক বার্তা টি দ্বারা অনুপ্রাণিত নাটিকার প্রতিযোগিতা হচ্ছে #ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১ চ্যালেঞ্জ।

প্রতিযোগিতার অংশ হিসেবে ব্যবহারকারীরা স্বাধীনতার যথাযথ এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবার মধ্যে সচেতনতা বাড়াতে স্বাধীনতার অপব্যবহার কেন্দ্রিক বিভিন্ন ঘটনা নিয়ে নাটিকা তৈরি করতে পারবে।

স্টকমার্কেবিডি.কম/

সুবর্ণ জয়ন্তীতে আসছে ৫০ টাকার স্মারক ব্যাংক নোট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট, ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট ও ৫০ টাকা মূল্যমানের রৌপ্য স্মারক মুদ্রা মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৮ মার্চ থেকে এসব স্মারক নোট ও রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওযা যাবে। পরবর্তীতে অন্যান্য শাখা অফিস হতে নিতে পারবেন গ্রাহকরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫০ টাকার স্মারক ব্যাংক নোটের বৈশিষ্ট্য : বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটে বিদ্যমান রং ও ডিজাইন (সম্মুখভাগের ডিজাইন : বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং পেছনভাগের ডিজাইন : ‘মই দেওয়া’ জলরং শিল্পাচার্য জয়নুল আবেদিন) অপরিবর্তিত রেখে নোটের সম্মুখভাগের ডানদিকে জলছাপ এলাকার নিকটে লাল-সবুজ রংয়ে একটি পৃথক স্মারক লোগো সংযোজন করা হয়েছে। নতুন প্রচলনে দেওয়া এই ৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

৫০ টাকার স্মারক নোটের বৈশিষ্ট্য : বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির স্বাক্ষরিত এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত রয়েছে। নোটের ওপরে মাঝখানে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ এবং নিচে মাঝখানে FIFTY TAKA লেখা রয়েছে। এ ছাড়া নোটের ওপরে ডানকোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডানকোণে মূল্যমান বাংলায় ‘৳৫০’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে ‘১৯৭১ : মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা’ শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের একটি ছবি মুদ্রিত রয়েছে। নোটের উপরিভাগে ‘Golden Jubilee of Independence ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

৫০ টাকার রৌপ্য স্মারক মুদ্রার বৈশিষ্ট্য : ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি (৭ই মার্চ এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অংকে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির ওপর অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। স্মারকমুদ্রার পেছনভাগে ইংরেজিতে ‘৫০’ এবং ‘ঙ’ এর মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক এর মনোগ্রাম’ ও এর নিচে ‘১৯৭১-২০২১’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া, স্মারকমুদ্রার উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ এবং নিচে ইংরেজিতে মূল্যমান ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে। রৌপ্য স্মারকমুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৪ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দেশ জেনারেলের আইপিও শেয়ার বিওতে জমা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও শেয়ার লটারী বিজয়ীদের বিওতে প্রদান করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার এসব শেয়ার বরাদ্দকৃতদের বিও হিসাবে জমা দেয় সিডিবিএল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষ মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

কারিগরি ত্রুটির জন্য ক্ষমা চাইলো ডিএসই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে লেনদেনের তথ্য কিছু সময়ের জন্য আপডেট না হওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ মার্চ) নিজেদের ওয়েবসাইটে ক্ষমা চেয়ে এক বার্তা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই জানিয়েছে, সোমবার (২২ মার্চ) প্রযুক্তিগত সমস্যার কারণে ডিএসইর লেনদেনের লাইভ আপডেট তথ্য ওয়েবসাইটে আপডেট কিছু সময়ের জন্য স্থগিত ছিল। অযাচিত এই অসুবিধার কারণে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

সূত্র জানায়, গত ২২ মার্চ লেনদেন শুরুর পর অর্থাৎ ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে লেনদেনের তথ্য আপডেট বন্ধ ছিল।

এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ মার্চ) লেনদেন শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিটের মাথায় ডিএসইর ওয়েবসাইটে আপডেট তথ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। ৪৫ মিনিট পর ১২টা থেকে আবার আপডেট তথ্য দেওয়া শুরু করে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/

‘নগদ না দিয়ে বোনাস ডেভিডেন্ট প্রদানের কারণ থাকতে পারে না’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি নগদ ডেভিডেন্ট না দিয়ে বোনাস ডেভিডেন্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী; বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে শেয়ারবাজারের সম্ভাবনা” এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, যদি কোম্পানিটি ব্যবসা সম্প্রসার করতে চায় কিংবা বিনিয়োগ বাড়াতে চায়, সেক্ষেত্রে কোম্পানির অর্থ চলে যায়। তথন তারা নগদ লভ্যাংশ কম দিতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশকে দারিদ্রমুক্ত করা। আর ২০৪১ সালে দেশকে সোনার বাংলায় রূপান্তরে এগিয়ে নিয়ে যাওয়া।

অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার হলো অর্থনীতির চালিকা শক্তি। কেনো দেশের অর্থনীতি কতটা গভীর ও শক্তিশালী তা নির্ভর করে সে দেশের শেয়ারবাজারের গভীরতার উপর।

তিনি আরো বলেন, শেয়ারবাজার উন্নয়নে কোনো অবকাঠামো দরকার হলে তা দেওয়া হবে। আগেও আপনারা বাজেটে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন। আপনারা আরো কিছু চাইলে তার একটি রূপরেখা প্রদান করবেন।

তিনি জানান, আমরা শেয়ারবাজারে ম্যানেজমেন্টকে পরিবর্তন করেছি। শেয়ারবাজারের স্বার্থে যেখানে যেখানে হাত দেওয়া দরকার সেখানেই আমরা হাত দিয়েছি।

তিনি বলেন, আমাদের শেয়ারবাজার এতটা ব্যাপকতা আসেনি। এই বাজারের অনেক সুযোগ রয়েছে। এগুলো কাজে লাগাতে হবে। এই শেয়ারবাজারে দেশের জনগনকে আনতে হবে।

তিনি বলেন, সামনে বাজেট আসছে। শেয়ারবাজারকে আরো এগিয়ে নিতে আপনাদের কোনো পরামর্শ থাকলে সরকারকে জানাবেন। কোনো রূপরেখা থাকলে তা পেশ করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), অর্থমন্ত্রনালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডিসহ ট্রেক হোল্ডাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

রবি আজিয়াটার এজিএমের ভেন্যু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আগামী ১২ এপ্রিল বেলা ৩টায় অনলাইনে এজিএম সভা অনুষ্ঠিত হবে। এজিএমটি অনলাইনে এই লিংকে https://agm.robi.com.bd দেখতে পাবেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

দুই ব্রোকার হাউজকে সতর্ক বার্তা প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন নিয়ম লঙ্ঘনের কারণে দুইটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

বিএসইসি এর মাসিক রিপোর্ট অনুযায়ী ব্রোকারেজ হাউজ গুলো হল- জে.এম.এফ সিকিউরিটিজ লিমিটেড এবং সালমান এন্ড কোম্পানি লিমিটেড।

ভবিষ্যতে সকল সিকিউরিটিজ সম্পর্কিত আইনসমূহ মেনে চলার জন্য নিশ্চিত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৭ কোটি ৮ লাখ ৯০ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ৩০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২৮ কোটি ৭০ লাখ, বিএটিবিসির ১৫ কোটি ৭৭ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ১৫ কোটি ৫৩ লাখ, সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ, লাফার্জ হোলসিম লিমিটেডের ১৪ কোটি ১৬ লাখ, সামিট পাওয়ারের ১২ কোটি ৯৩ লাখ ও জেবিবি পাওয়ার লিমিটেডের ১১ কোটি ৪৫ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

 

১.বেক্সিমকো লিমিটেড
২.বেক্সিমকো ফার্মা
৩.রবি আজিয়াটা
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.বিএটিবিসি
৬.প্রিমিয়ার ব্যাংক
৭.সিটি ব্যাংক
৮.লাফার্জ হোলসিম লিমিটেড
৯.সামিট পাওয়ার
১০.জেবিবি পাওয়ার লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৩টির শেয়ারের দর , কমেছে ১৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ১১৪টির

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, বিএটিবিসি, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, লাফার্জ হোলসিম লিমিটেড, সামিট পাওয়ার ও জেবিবি পাওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এনআরবিসি ব্যাংক ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/