ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ২৩ জুলাই বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ

দর বাড়ার এক সপ্তাহ পরেই কমলো সোনার দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাম বাড়ানোর এক সপ্তাহের মধ্যেই প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (১৭ জুন) সংগঠনটির পক্ষ থেকে দাম কমানোর এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জুন) থেকে নতুন দর কার্যকর হবে।

এরআগে, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিনই শুক্রবার (১৪ জুন) সোনার দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। তখন প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার দাম কমানোর ঘোষণায় তা আগের অবস্থায় ফিরলো।

বাজুসের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে চার হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৫০ হাজার ১৫৫ টাকা। সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৩২১ টাকা।

এরআগে, গত ২৯ জানুয়ারি প্রতি ভরি সোনা সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে পরে দেশের বাজারেও কমানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমেছে এক হাজার ৬৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা।

তবে ২৩ ক্যারেট প্লাটিনামের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকা। সোমবার এই পরিমাণ প্লাটিনাম বিক্রি হয়েছে ৬৪ হাজার ১৫২ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বিকাশ-রকেটে ব্যালেন্স দেখতে ফোন কোম্পানি ফি নিবে

mobile bankingস্টকমার্কেটবিডি ডেস্ক :

মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) ক্ষেত্রে হিসাবের ব্যালান্স দেখতে এখন থেকে মোবাইল অপারেটরদের ৪০ পয়সা করে দিতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মুঠোফোন অপারেটরদের এ অর্থ দেওয়ার জন্য বলেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা বিকাশ, রকেট, এম ক্যাশ, শিওরক্যাশের মতো প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে।

প্রতিষ্ঠানগুলোই এই অর্থ দেবে না কি সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। গ্রাহককে দিতে হলে হিসাব পরিচালনায় তাদের ব্যয় বাড়বে।

আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা বা ইউএসএসডির ওপর প্রতিবার ৪০ থেকে ৮৫ পয়সা পাবে মুঠোফোন অপারেটরগুলো। নির্দেশনায় বলা হয়েছে, ৯০ সেকেন্ডের মধ্যে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হলে এ জন্য মুঠোফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে।

প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়া অথবা ব্যালেন্স দেখার জন্য গ্রাহকেরা নিদিষ্ট নম্বর ডায়াল করার পর ফিরতি খুদেবার্তা পান। এটাই ইউএসএসডি।

মূলত আর্থিক লেনদেন ছাড়া ব্যালেন্স দেখার কাজই করেন গ্রাহক।

বিটিআরসি ১৩ জুন নির্দেশনাটি জারি করে। এর মাধ্যমে মূলত এমএফএস সেবা থেকে মুঠোফোন অপারেটরদের আয়ের একটা ব্যবস্থা হলো। অবশ্য এতে গ্রাহকের ওপর কোনো প্রভাব পড়বে কি না তা নিশ্চিত নয়। কারণ অপারেটর বলছে, এ অর্থ বিকাশ-রকেটের মতো প্রতিষ্ঠান তাদের দেবে।

তবে সংশ্লিষ্টরা মনে করেন প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েই তা সংশ্লিষ্টদের পরিশোধ করে।

সূত্র জানিয়েছে, এমএফএস সেবার খরচকাঠামো নিয়ে গত বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই বৈঠকে সংশ্লিষ্ট সকল পক্ষ উপস্থিত ছিল। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি

সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তিতে উদ্বেগ টিআইবি’র

tibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম অধিবেশনের প্রস্তাবিত এজেন্ডায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যর তালিকাভুক্ত করার প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম অধিবেশনের প্রস্তাবিত এজেন্ডায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব প্রমাণ করে, রামপালসহ অন্যান্য প্রকল্পের কারণে সুন্দরবন ঝুঁকিতে আছে- আমাদের দীর্ঘদিনের এমন আশঙ্কা ও উদ্বেগ অমূলক ছিল না।

তিনি বলেন, আমরা মনে করি, কোনো ধরনের কৌশলগত পরিবেশগত সমীক্ষা ছাড়াই সুন্দরবনের সন্নিকটে এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সরকারি উদ্যোগে বৈশ্বিক ও স্থানীয় উদ্বেগ এবং পরামর্শ উপেক্ষা করায় আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আসন্ন বাকু মিটিংয়ের আগেই অবিলম্বে রামপাল, তালতলি ও কলাপাড়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সব কার্যক্রম স্থগিত করতে হবে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পন গ্রহণ করে তা বাস্তবায়নে আশু পদক্ষেপ নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে হাইকোর্টে রিট

courtস্টকমার্কেটবিডি ডেস্ক :

ফার্মেসিতে থাকা ৯৩ শতাংশ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ ও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির অনুমতি নেয়া হয়েছে।

আগামীকাল শুনানির জন্য হাইকোর্টের এ বেঞ্চের কার্যতালিকায় আসতে পারে বলে ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানিয়েছেন।

রিট আবেদনে ‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

ট্যারিফ কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

ECNEC-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে রাজধানীর তেঁজগাওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রি পরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠকের পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সরকারের সময় প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে এই ট্যারিফ কমিশনের যাত্রা শুরু হলেও ১৯৯২ সালে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন-১৯৯২’ নামে এর জন্য একটি আইন প্রণয়ন করা হয়। পরে ব্যবসা বাণিজ্যের ধরণ বদল যাওয়ার প্রেক্ষিতে মোটা দাগে ৪টি বিষয়ের পরিবর্তন করে নতুন করে এই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নতুন আইনে পরিবর্তনগুলো সম্পর্কে শফিউল আলম বলেন, প্রথমত, এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ট্যারিফ কমিশনের নাম পরিবর্তন করে একে ‘বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন’ করা হয়েছে।

দ্বিতীয়ত, মূল ১৯৯২ সালের আইনের ৭ ধারা প্রতিস্থাপন করে কমিশনের কার্যপরিধি বাড়ানো হয়েছে। শুল্কনীতি পর্যালোচনা, আন্তর্জাতিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, ট্রানজিট, ট্রানশিপমেন্ট, জিএসপি ইত্যাদি শিল্প বাণিজ্যে বিনিয়োগ শুল্কনীতি, বৈদেশিক বাণিজ্য-এরকম অনেক বিষয় এখানে নিয়ে আসা হয়েছে এবং কার্যপরিধিতে ব্যাপক পরবর্তন করা হয়েছে।

তৃতীয়ত, পুরনো আইনের ৮ ধারার উপধারা (২) তে একটা ছোট্ট পরিবর্তন আনা হয়েছে। কমিশনের কর্মকর্তা ও কর্মচারি ওপর উপধারা (২) এর অধীন প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, এই সংস্থাটি খুবই স্পর্শকাতর কাজেই তারা কোন প্রাপ্ত তথ্য যদি আগেই প্রকাশ করে দেয় তাহলে এটি ব্যবসা-বাণিজ্য বা প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বড় রকমের সংকট সৃষ্টি করতে পারে। এজন্য এদের ওপর একটি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে গোপনীয়তা রক্ষা করার।

চতুর্থত, আইনের ১২ ধারাতে একটি পরিবর্তন এনে একটি ক্লজ যুক্ত করা হয়েছে-গবেষণা বা সমীক্ষা কাজে সহায়তার প্রদানের লক্ষ্যে কমিশন সরকারের পূর্বানুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক পরামর্শক এবং গবেষণা সহায়তাকারী নিয়োগ করতে পারবে। অর্থাৎ গবেষণার জন্য সংস্থাটি এখন কোন সহায়তাকারী ব্যবহার বা আউট সোর্সিং করতে পারেন না। সেখানে তারা গবেষক এবং প্রয়োজনীয় সংখ্যক কনসালটেন্ট নিয়োগ করতে পারবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান হওয়ায় এই প্রবিধানটি এখানে যুক্ত করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে শফিউল আলম জানান, গত রোববার বিমানের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট তাঁর হাতে এসেছে। বিনা পাসপোর্টে বিমানের একজন পাইলটের কাতার যাওয়ার প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের গাফিলতি তদন্তে এই কমিটি করা হয়।
তিনি বলেন, আমাদের এখনো তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে খুলে দেখা হয়নি। তবে, যতটুকু আমার মনে পড়ে রিপোর্টে ইমিগ্রেশন পেরোতে যাওয়া যাত্রী এবং ক্রুদের জন্য ৫ থেকে ৭ দফা সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এদিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে, বাংলাদেশ জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ’র (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জ্ঞাপন করে।

তিনি বলেন, এবারের নির্বাচনে ১৯১ টি ভোটের মধ্যে বাংলাদেশ ১৮১টি ভোট লাভ করে।

এছাড়া একটি শোক প্রস্তাব গ্রহণ করে বিশিষ্ট নাট্যকার, শিল্পী, লেখক, কলামিস্ট, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ভাষা সংগ্রামী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায় মন্ত্রিসভা। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

রাজস্ব খাতে বড় ধরনের সংস্কার চায় আমেরিকান চেম্বার

4c4022d7f6e5ce739c2380186491c902-5d077825248ecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ, গবেষক ও ফরেন চেম্বারের নেতারা। তাঁরা বলছেন, সময় এসেছে রাজস্ব নীতি গ্রহণ ও রাজস্ব আদায়—এ দুটি কাজ পৃথকভাবে দুটি সংস্থার মাধ্যমে করার।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আমেরিকান চেম্বার অব কমার্স বা অ্যামচেম আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় এ পরামর্শ দেওয়া হয়। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ ভোজসভায় অতিথি আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও ফরেন চেম্বারের সভাপতি শেহজাদ মুনিম। ভোজসভাটি সঞ্চালনা করেন অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিজেরাই নীতি প্রণয়ন করছে, আবার নিজেরাই রাজস্ব আদায়ের কাজ করছে। ফলে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে তারা সহজ পথ বেছে নিচ্ছে। এতে করে বিদ্যমান করদাতার ওপর করের বোঝা বাড়ছে।

এ ছাড়া বক্তারা বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেন। বাজেটে টেলিযোগাযোগ খাতে শুল্ক ও কর বৃদ্ধি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির রিটেইনড আর্নিংস বা রিজার্ভের ওপর করারোপ, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা বৃদ্ধি, প্রভাব মূল্যায়ন ছাড়া বিভিন্ন খাতে করারোপের সিদ্ধান্তের সমালোচনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ব্যাংকে টাকা অবশ্যই আছে, তবে লুটে খাওয়ার টাকা নেই: প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই বলেন যে ব্যাংক খাতে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে। তবে লুটে খাওয়ার টাকা নেই।

জাতীয় সংসদে আজ সোমবার ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট, সম্পূরক বাজেটের মঞ্জুরি দাবি ও দায়যুক্ত ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল তিনটায় এ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা টাকা লুট করে নিয়ে গেছে, তাদের আমরা চিনি। সময় এলে এ বিষয়ে আরও আলোচনা করব। অনেকে দুর্নীতির দায়ে আটকা পড়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন এ বাজেট কিছুই না। আমার প্রশ্ন, বাজেট যদি সঠিক না হবে ১০ বছরে বাংলাদেশ এত উন্নতি করল কীভাবে? কেউ কেউ এও বলছেন যে এ বাজেট বাস্তবায়ন হবে না।’

বাজেট বাস্তবায়নে সতর্ক থাকার কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে বলেই উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারছি। অযথা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। কাজ না করলে দারিদ্র্যের হার এত নেমে আসত না। এ হার আরও নামাব।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংকের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেডের ঋণমান ‘এ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি