পাঁচ বছরে রাজস্ব আয় বেড়েছে ৮২ দশমিক ৮৪ শতাংশ

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল এক লাখ নয় হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। বিগত ২০১৬-১৭ অর্থবছরে এই রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার তিন কোটি ৬৯ লাখ টাকা।

এহিসাবে পাঁচ বছরে রাজস্ব আয় বেড়েছে ৮২ দশমিক ৮৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৭৫ হাজার ৩০৮ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

আয়কর মেলাসহ এনবিআরের নানামুখী উদ্ভাবনী উদ্যোগ রাজস্ব আহরণের সাফল্যের পেছনে চাবিকাঠি হিসেবে কাজ করেছে বলে মনে করছে কর প্রশাসন। এই সময়ে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি করদাতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সদ্য নিয়োগপ্রাপ্ত মুখ্যসচিব মো. নজিবুর রহমান বলেন, “গত কয়েক বছরে আয়কর মেলা, ট্যাক্স ও ভ্যাট কার্ড প্রদান, কর বাহাদুর পরিবারকে সম্মাননা জানানোসহ এনবিআরের নানামুখী উদ্ভাবনী উদ্যোগ দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি তৈরি করতে পেরেছে। যার ফলে করদাতার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব আয়ের ধারাবাহিক সাফল্য এসেছে।”

তিনি বলেন, “আগে জনগণের মধ্যে করভীতি ছিল। সেই ভীতি আমরা কাটাতে পেরেছি। মানুষ এখন কর দিতে চাই। কর প্রশাসন জনবান্ধব প্রশাসনে পরিণত হয়েছে। এর ফল হিসেবে রাজস্ব আয় ও করদাতার সংখ্যা বেড়েছে।”

এনবিআরের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে সংগৃহীত এক লাখ নয় হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকার রাজস্ব আয় ২০১৩-১৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় এক লাখ ২০ হাজার ৮১৯ কোটি ৮৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৬৯ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৮৩ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ৭০০ কোটি ৭০ লাখ টাকা। এবছর প্রবৃদ্ধি হয় ১২ দশমিক ৩২ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আয় বেড়ে দাঁড়ায় এক লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬০ শতাংশ। বিগত ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আয়ের ক্ষেত্রে বড় সাফল্য আসে। রাজস্ব আয় হয়-এক লাখ ৮৫ হাজার তিন কোটি ৬৯ লাখ টাকা। গতবছরই বেশি প্রবৃদ্ধি হয়-১৮ দশমিক ৯৬ শতাংশ।

বিগত পাঁচ বছরে আহরিত রাজস্বের মধ্যে আমদানি ও রপ্তানি পর্যায় (শুল্ক খাত) অবদান ছিল ২৮ দশমিক ৭৬ শতাংশ।স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে আসে ৩৬ দশমিক শূন্য ৭ শতাংশ এবং আয়কর খাতের অবদান ৩৫ দশমিক ১৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বাংলাদেশ শিপিংয়ের ১ম প্রান্তিক ইপিএস ৩২ পয়সা

bsc-300x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২.৬৯ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ৫২.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

মমিনুল আবার আইপিডিসির এমডি এবং সিইও হলেন

43c1cfcf0e847f9f6b88f8e1fd988f54-5a5501b751974স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন মমিনুল ইসলাম। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো এ দায়িত্ব পেলেন। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় মমিনুল ইসলামকে এই পদে আবার মনোনীত করা হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।

আইপিডিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের প্রথম প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

মমিনুল ইসলাম ২০১২ সাল থেকে আইপিডিসিতে দুই দফায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে হেড অব অপারেশনস হিসেবে আইপিডিসিতে যোগদান করেছিলেন। এর আগে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, ভারত, আমেরিকাসহ বিভিন্ন দেশে কাজ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বেসিক ব্যাংকে অনিয়ম: এমপির বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংকে ঋণ অনিয়মের ঘটনায় জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদসহ ৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দু’টি করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেসিক ব্যাংকের ২৭৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা হয়েছে।

চট্টগ্রামের ডবলমুরিং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, দুদকের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বাদী হয়ে এ দুটি মামলা করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার

tabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবারও রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের ‘টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো-২০১৮’। এক্সপো মেকারের আয়োজনে আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বারের মতো বসছে এই মেলা।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং তাহাসিনা রাফা, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের হেড অব রিটেইল ম্যানেজমেন্ট সাইফুর রহমান খান, উই স্মার্ট সলিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুনতাসির আহমেদ, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের পিআর ম্যানেজার সুমন কুমার সাহা, এলজি মোবাইল বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান মেট্রোসেম টেকনোলজিস লিমিটিডের ম্যানেজার করপোরেট সেলস ওয়াসি উদ্দীন এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সম্মেলন শুক্রবার

yyyy-20180110011513স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিকেল ৩টায় সামিটটি শুরু হবে। সামিটটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেশন অ্যান্ড ইন্ট্রিপ্রিনিউরশিপ ফর ট্রান্সফরমেশন’।

দেশের বস্ত্রখাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশনাল সার্ভিস অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ অনুষ্ঠানটি আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ড্রাইভিং বিজনেস উইথ নলেজ।

আয়োজকরা জানান, দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, ২০২১ সালের মধ্যে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার অর্জনে করণীয় বিষয়, টেকসই উন্নয়ন, প্রোডাক্ট উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়ন, শ্রমিক নিরাপত্তা, তরুণ উদ্যোক্তা তৈরিসহ দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নতিশীর্ষক যাবতীয় বিষয়ের ওপর আলোকপাত করা হবে সামিটে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন

Moeen20180110145621স্টকমার্কেট ডেস্ক :

মেজর জেনারেল মঈন উদ্দিনকে ফের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

অবসরোত্তর ছুটি ভোগরত সেনাবাহিনীর এ কর্মকর্তাকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর সংস্থার চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (১০ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংস্থার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন মঈন উদ্দিন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

দুই সপ্তাহের ব্যবধানে আবারও সোনার দাম বাড়লো

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই সপ্তাহের ব্যবধানে আবারও সোনার দাম বাড়লো। আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) থেকে ২২ ক্যারেট সোনা পেতে প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) গুনতে হবে অতিরিক্ত ১ হাজার ৪০০ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫০ হাজার ৭৩৮ টাকা। মঙ্গলবার (৯ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোনার দাম বৃদ্ধির বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সোনার দাম বাড়ানো হয়েছে।’

হঠাৎ চাহিদা বাড়লো কেন এমন প্রশ্নের উত্তরে বাজুস সাধারণ সম্পাদকের ভাষ্য, ‘শীতকাল মানেই বিয়ের মৌসুম। এ কারণে এই সময়ে স্থানীয় বাজারে সোনার চাহিদা বেড়ে যায়।’

যদিও সংগঠনটির বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির কারণ জানাতে গিয়ে আন্তর্জাতিক বাজারের কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে ১০ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার থেকে সারাদেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৫০ হাজার ৭৩৮ টাকায়। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত এই সোনার দাম ছিল প্রতি ভরি ৪৯ হাজার ৩৩৯ টাকা। ২১ ক্যারেট আর ১৮ ক্যারেট সোনার দরও প্রতি ভরিতে ১ হাজার ৩০০ টাকা করে বাড়ছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে বাড়ছে ৮৭৫ টাকা।

গত বছরের ২৫ ডিসেম্বর থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়েছিল বাজুস। এর এক মাস আগে গত ২৬ নভেম্বরও সোনার দাম বৃদ্ধি করেছিলেন ব্যবসায়ীরা।

অবশ্য ২০১৭ সালের ১১ ডিসেম্বর কমানো হয়েছিল সোনার দাম। তখন ২২ ও ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরিতে ৯৩৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দর প্রতি ভরিতে কমানো হয় ১ হাজার ১৬৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.২ থেকে কমে ৬.৪ শতাংশে দাঁড়িয়েছে : বিশ্বব্যাংক

worldস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদনে (গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্ট) বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের প্রবৃদ্ধি আগের অর্থবছরের ৭.২ থেকে ২০১৭ সালে কিছুটা কমে ৬.৪ শতাংশে দাঁড়িয়েছে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০১৮-২০ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে। জাতীয় চাহিদা পূরণ ও রফতানি শক্তিশালী হবে এই সময়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিম্নহারের সুদ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে বিনিয়োগ বৃদ্ধি পাবে। মধ্যপ্রাচ্যের নতুন গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকেও বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বেসরকারি খাতেও বিনিয়োগ করতে পারে তারা।

বিশ্ব ব্যাংক জানায়, ২০১৬-১৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭.২ শতাংশ। সরকারি ও বেসরকারি ব্যবসায়িক সেক্টরগুলো যাচাই করে দেওয়া পূর্বাভাস থেকেও এটা কিছুটা বেশি ছিল। প্রতিবেদনে তারা জানায়, ‘সরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি শক্তিশালী হওয়ায় বেসরকারি খাতেও চাহিদা বৃদ্ধি পেয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/এসটি

রাজধানীতে তিন দিনের উন্নয়ন মেলা শুরু ১১ জানুয়ারি

9ebeb08f2bc39348dce7e5fc0dddadbc-5a54b80f8ee5eস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আগামী ১১ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনের উন্নয়ন মেলা। ওইদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। জনসাধারণের সামনে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে এ আয়োজনে।

মেলায় দেশের সব মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর পৃথক পৃথক স্টল থাকবে। সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে দর্শনার্থীদের সামনে নিজেদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। একইসঙ্গে সরকারি সংস্থাগুলোর সেবাগুলোও দেওয়া হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক। প্রতিদিন বিকালে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।

ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ওই সূত্রটির ভাষ্য, ‘২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত দেশে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। গত ১৩ বছরের এসব অগ্রগতি ও উন্নয়ন চিত্র তুলে ধরা হবে এবারের মেলায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এগুলো হলো— একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। এবারের মেলায় এসব বিষয়ের ওপর হবে বিশেষ প্রদর্শনী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ