ই-অরেঞ্জের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। পণ্যের নগদ টাকা পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর গুলশান থানায় এক ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর-১৪। মামলায় তিনি ই-অরেঞ্জের ৫ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করেছেন।

এছাড়াও ১১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের কথাও উল্লেখ করেন মামলায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হচ্ছে শুক্রবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ-ভারতের মধ্যে আগামী (২০ আগস্ট) শুক্রবার থেকে এয়ার বাবল চুক্তির অধীনে সীমিত পরিসরে বিমান চলাচল চালু বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ভারত সরকারের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় বা এয়ারবাবলের মাধ্যমে বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে দুই দেশ।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৪ এপ্রিল বন্ধ করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেওয়া হয়। তখন থেকেই বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ।

গতকাল ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ছাড়া বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সংস্থাটি। বিধিনিষেধে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস,সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেনসহ মোট ১১টি দেশের জন্য পৃথক নির্দেশনা দিয়েছে বেবিচক।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭৫ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২০.৮৫ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২০.১৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মোহাম্মদ নাওয়াজ সাউথ বাংলা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ। সোমবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ নাওয়াজ পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ফারুকের ছোট ছেলে। তিনি যুক্তরাজ্য থেকে রসায়নে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। তিনি এনওয়াই ট্রেডিং (ট্রেক হোল্ডার), ফেমাস গ্রুপ অব কোম্পানিজ, ফেমাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের (ফেমাসপ্যাক), ফেমাস ইবারকেম ফ্লেভারস এন্ড ফ্রেগ্রেন্স ও ফেমাস পারফিউমারি সাপ্লাইয়ার্স-এর ব্যবস্থাপনা পরিচালক।

তিনি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। মোহাম্মদ নাওয়াজ বাংলাদেশে ক্যারিবিয়ান রিপাবলিক অব গ্রানাডার অনারারি কনস্যুলার (প্রস্তাবিত)। ব্যবসা ছাড়াও তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকা-, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য অত্যন্ত সুপরিচিত।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইএফআইসি ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১০৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০০ কোটি ২৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ৯৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫৩ কোটি ৩৬ লাখ, এবি ব্যাংকের ৪৯ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ফার্মার ৪১ কোটি ৯৪ লাখ, কেয়া কসমেটিকসের ৪১ কোটি ৭৫ লাখ, রিন সাইন টেক্সটাইলের ৩৯ কোটি ৮৯ লাখ, জেবিবি পাওয়ারের ৩৯ কোটি ১৮ লাখ ও ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭০ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইএফআইসি ব্যাংক
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  5. এবি ব্যাংক
  6. ওরিয়ন ফার্মা
  7. কেয়া কসমেটিকস
  8. রিন সাইন টেক্সটাইল
  9. জেবিবি পাওয়ার
  10. ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড।

এফএএস ফাইন্যান্সের সাবেক এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) চক্রের অর্থ আত্মসাতের ঘটনায় এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ারসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

পিকে হালদার ও তার সহযোগীদের যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফাইন্যান্স থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে এফএএস ফাইন্যান্সের ৩০ কর্মকর্তাকে তলব করে চিঠি দেয় সংস্থাটি। ১৬ আগস্ট এফএএস ফাইন্যান্সের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/

স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আলহাজ মোহাম্মদ আইয়ুব নামে এই উদ্দ্যোক্তা ব্যাংকটির ৪ লাখ ১৭ হাজার ৩৫০টি বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ৪২ লাখ ১৮ হাজার ১১০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাফকো স্পিনিংয়ের দর বাড়ার কোনো তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৩ আগষ্ট এ শেয়ারের দর ছিল ২৩.৩০ টাকা এবং গতকাল ১৬ আগষ্ট এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩২.৩০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সাফকো স্পিনিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি