প্রথম প্রান্তিকে ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রেখেছে ওয়ালটন হাই-টেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, ভূ-রাজনৈতিক সংকটসহ নানান প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩- সেপ্টেম্বর’২৩) ২০২.০৭ কোটি টাকা মুনাফা করেছে শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানিটি।

ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (২৫ অক্টোবর, ২০২৩) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২০২৪ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম তিন মাসে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২০২.০৭ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির ৪৬.১০ কোটি টাকা লোকসান হয়েছিল।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৬৭ টাকা যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো নেগেটিভ ১.৫২ টাকা। প্রথম প্রান্তিক শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন ব্যতীত ২৪৮.৮৮ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫০.৪০ টাকা। একই সময়ে কোম্পানির পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২২.৫৮ শতাংশ, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ১৮.৬৫ শতাংশ। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৬.৬৮ টাকা।

এদিকে প্রথম প্রান্তিক শেষে কোম্পানির মোট আর্থিক ব্যয় হয়েছে ৬২.৭৬ কোটি টাকা, যা পূর্বের অর্থ বছরের একই সময়ে ছিলো ৩২২.৪২ কোটি টাকা। ফলে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৬.৭৯ শতাংশ। পূর্বের বছর একই সময়ে কোম্পানির লোকসান হয়েছিলো ৩.১২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

আইটিসির লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ইনফরমেশন টেকনলজিস কনসালটেন্স (আইটিসি) লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

চিংড়ি ও মাছ রপ্তানিতে নগদ সহায়তার নতুন নির্দেশনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভর্তুকি পেতে হলে রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদশে মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে।

বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত সব অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা প্রাপ্তির আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। গভীর সমুদ্র থেকে জলযানে আহরিত ও প্রক্রিয়াজাতকৃত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান হতে হবে। এক্ষেত্রে আলোচ্য পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তার সকল ক্ষেত্রে আবেদনপত্রের সাথে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে মৎস্য অধিদপ্তরের যথাযথ লাইসেন্স প্রাপ্ত মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হতে হবে।

সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে। আলোচ্য খাতে নগদ সহায়তা দেওয়া সংক্রান্ত সকল এফই সার্কুলার/সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে এ চার দিন বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, পূজা শেষে আজ সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনারায় আমদানি-রপ্তাইন বাণিজ্য চালু হয়েছে।’

উভয় পাশে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকে এ পর্যন্ত ১০৪টি ট্রাক মালামাল আমদানি হয়েছে ও ভারতে রপ্তানি হয়েছে ৩২ ট্রাক পণ্য।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও নিম্নমুখী হয়েছে। এতে সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, ভোজ্যতেল তৈরির মূল্য উপকরণটির মূল্য গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে ব্যাপক সয়াবিন মাড়াই হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলবীজটির সরবরাহ বৃদ্ধির জোরাল সম্ভাবনা জেগেছে। এ প্রেক্ষাপটে পণ্যটি দর হারিয়েছে।

গত সোমবার বাজার বন্ধ হওয়ার পর প্রকাশিত সাপ্তাহিক এক রিপোর্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) অনুমান করছে; মোটের ওপর প্রায় তিন চতুর্থাংশ সয়াবিন মাড়াই করেছেন মার্কিন কৃষকরা। ফলে দেশটি থেকে বৈশ্বিক মার্কেটে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। তাতে পণ্যটি চাপে পড়েছে।

এ ছাড়া বিশ্বের আরেক শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনটি হলে দেশটিতে সয়াবিন রোপণ ত্বরান্বিত হবে। ফলে তেলবীজটির দাম নিম্নগামী হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

দেশে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এর পরও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে অর্থনীতিতে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ ৩৩ শতাংশ পর্যন্ত কমেছে। গত তিন মাসে দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে ২০ হাজার ৯৬২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বিডায় নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ২২৭টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২০৩টি শিল্প ইউনিট স্থানীয় এবং ১২টি শতভাগ বিদেশি। যৌথ বিনিয়োগ রয়েছে ১২টির।

প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে ১০ হাজার ৮৬৯ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা স্থানীয়। বিদেশি বিনিয়োগ প্রস্তাব ১০ হাজার ৯৩ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকার। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩১ হাজার ৬১০ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার। এ হিসাবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, গত তিন মাসে বৈদেশিক বিনিয়োগে সেবা খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

স্টকমার্কেটবিডি.কম////

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা করা হয়েছে। বুধবার পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করা ঢাকার রেলপথে গতির সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা করা হয়। সকাল ৮ টা ২০ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পয়লা নভেম্বর বাণিজ্যিক ট্রেন চালনোর আগে চূড়ান্ত এ পরীক্ষা করে বিশেষজ্ঞ দল।

আগামীকাল বৃহস্পতিবার মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হবে। এরই মধ্যে মাওয়া-ভাঙ্গা দ্রুতগতির ট্রেনের গতির পরীক্ষার পর জিআইবিআর সফলভাবে সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার আহমেদ জামিউল ইসলাম বলেন, বুধবার সকালে ৫টি বগি নিয়ে ট্রেনের গতি পরীক্ষা করা হয়। ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতুও অতিক্রম করে একই গতিতে ট্রেন পৌঁছে ঢাকার কমলাপুর। এ সময় ট্রেনে দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দ্রুতগতির ট্রেন ভ্রমণ মানুষের জন্য আরামদায়ক হবে। ঢাকা থেকে মাওয়া আধাঘণ্টা এবং ভাঙ্গা পর্যন্ত যাত্রী ট্রেনে এক ঘণ্টায় পৌঁছানো যাবে। প্রযুক্তির ব্যবহারে দ্রুতগতির রেললাইন নির্মাণ হয়েছে নিখুঁতভাবে। চূড়ান্ত পরীক্ষার পরই সুফল পাবে দেশের মানুষ। মাওয়া-ঢাকা রুটের ১৭ কিলোমিটার পাথরবিহীন এবং ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন করা হয়েছে। -বাসস

স্টকমার্কেটবিডি.কম///

বিসিকের ১০৯৮টি শিল্প প্লট খালি আবেদন আহ্বান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশনের (বিসিক) অধীন ২১টি শিল্পনগরে ১ হাজার ৯৮টি শিল্প প্লট খালি রয়েছে। আগ্রহী বেসরকারি উদ্যোক্তারা এসব প্লট বরাদ্দ নিতে পারবেন। এজন্য বিসিকের সংশ্লিষ্ট জেলা অথবা শিল্পনগরী কার্যালয়ে যোগাযোগ করে বিধি মোতাবেক আবেদন করতে হবে। আবেদনের নিয়মাবলি স্থানীয় শিল্পনগরী কার্যালয়ে অথবা বিসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্প্রতি বিসিকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সবচেয়ে বেশি প্লট খালি রয়েছে মুন্সীগঞ্জ, রাজশাহী-২ ও গোপালগঞ্জ (সম্প্রসারণ) শিল্পনগরীতে। এর মধ্যে মুন্সীগঞ্জ বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরীতে ৩৬২টি, রাজশাহী-২ শিল্পনগরীতে ২৪৪টি এবং গোপালগঞ্জ শিল্পনগরীতে ১০৯টি প্লট খালি রয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরব শিল্পনগরীতে ৮৯টি, মুন্সীগঞ্জ এপিআই শিল্পপার্কে ১টি, নরসিংদী (সম্প্রসারণ) শিল্পনগরীতে ১০টি, মাদারীপুর (সম্প্রসারণ) শিল্পনগরীতে ২৯টি, নোয়াখালীতে ৮টি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৮টি, মৌলভীবাজারে ২টি, রাঙামাটিতে ২টি, সুনামগঞ্জে ৩৬টি, খাগড়াছড়িতে ১৩টি, পাবনায় ১টি, পটুয়াখালীতে ১টি, মেহেরপুরে ২টি, পিরোজপুরের স্বরূপকাঠিতে ৬টি, ঝালকাঠিতে ৫টি, বরগুনায় ৪৮টি, ভোলায় ৪টি এবং চুয়াডাঙ্গায় ৫৮টি শিল্প প্লট খালি আছে।

বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হতে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ১৫ অক্টোবর। প্লটের মূল্য এককালীন অথবা ৫ বছরে ১০ কিস্তিতে পরিশোধ করা যাবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার সময় প্লটের জমির মোট মূল্যের ২০ শতাংশ পে-অর্ডার বা ডিডি (সংশ্লিষ্ট শিল্পনগরী কার্যালয়ের অনুকূলে) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতি বর্গফুটের সর্বনিম্ন দাম পড়বে ৯৯ টাকা থেকে ২ হাজার ১০৪ টাকার মধ্যে। বরাদ্দযোগ্য খালি শিল্প প্লটের সংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রকৃত শিল্পোদ্যোক্তাদের মধ্যে প্লট বরাদ্দ নীতিমালা অনুযায়ী প্লট বরাদ্দ দেওয়া হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

৯ মাসে গ্রামীণফোনের মুনাফা ২ হাজার ৭২০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছরের প্রথম নয় মাসে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মুনাফা তিন দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭২০ কোটি ৬৩ লাখ টাকা।

গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬৩৮ কোটি টাকা।

গ্রামীণফোনের আর্থিক বিবরণীতে বলা হয়েছে, তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৫ পয়সা। এটি ২০২২ সালের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।

তবে তৃতীয় প্রান্তিকে মোবাইল ফোন অপারেটরটির মুনাফা কমেছে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ১৫ লাখ টাকা। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৮ শতাংশ কম।

ফলে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমে হয়েছে পাঁচ টাকা ৫৩ পয়সা। এটি আগের বছরের একই প্রান্তিকে ছিল ছয় টাকা ৭২ পয়সা।

রাজস্ব আয়, কভারেজ ও গ্রাহক সংখ্যার দিক থেকে গত জুন শেষে গ্রামীণফোনের ভয়েস গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ১৩ লাখ ও ডাটা গ্রাহক ছিল চার কোটি ৬১ লাখ।

স্টকমার্কেটবিডি.কম///