সাউথ বাংলা ব্যাংকের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড গত বছরের জন্য ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় কনসোলিডেটেড ইপিএস হয়েছে ১.৩৯ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড সম্পদ মূল্য ছিল ১৩.৫৯ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

পদ্মা সেতুতে প্রথম দিনে ট্রেন চলাচলে অনিশ্চয়তা: রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছরের জুনে পদ্মা সেতু চালুর লক্ষ্য রয়েছে সরকারের। শুরু থেকেই পরিকল্পনা ছিল, যেদিন থেকে সেতু যানবাহন চলাচলের উন্মুক্ত করে দেয়া হবে, সেদিন থেকেই চলবে ট্রেন। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ে কাজ করে আসছিল।

তবে আজ মঙ্গলবার সকালে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন,‘ডে ওয়ান থেকে সেতুতে ট্রেন চলাচল শুরু করতে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।’

বিষয়টি ব্যাখ্যা করে রেলমন্ত্রী বলেন, সেতুর ওপর রেললাইন স্থাপনের জন্য এখনো সেতু কর্তৃপক্ষ রেলওয়েকে অনুমতি দেয়নি। সেতুর ওপর রেললাইন বসাতে অন্তত ছয়মাস সময় লাগবে। সেতু কর্তৃপক্ষ আগামী বছরের মার্চ মাস নাগাদ আমাদের কাজ শুরু করার জন্য প্রাথমিকভাবে জানিয়েছে। তবে আমরা চাই কাজটি আগামী ডিসেম্বরে শুরু করে জুনের মধ্যে শেষ করতে।

মন্ত্রী আরো বলেন, যদি কোনো কারণে সেতুর উদ্বোধনী দিনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব না হয়, তাহলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশে ট্রেন চালুর নতুন লক্ষ্য ঠিক করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বার্জার বিডির অ্যাম্বাসেডর হলেন শাকিব খান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড’র (বিপিবিএল) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুপারস্টার সেলিব্রেটি শাকিব খান। সম্প্রতি, দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়। চুক্তি অনুযায়ী, খ্যাতিমান এ অভিনেতা আগামী দুই বছরের জন্য বার্জার পেইন্টসের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, ক্যাটেগরি ম্যানেজার সাইদ শরীফ রাসেল, ব্র্যান্ড ম্যানেজার আহমেদ নাজিব রহমান, ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনীর আহমেদ খান, ঢাকা টকিজের সহ-প্রতিষ্ঠাতা রোমিম রায়হান এবং অভিনেতা শাকিব খান।

অনুষ্ঠানে অভিনেতা শাকিব খান বেশ উচ্ছসিত ছিলেন। তিনি বলেন, “বার্জারের মতো নামকরা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। বার্জারের সাথে আকর্ষণীয় ক্যাম্পেইনগুলোতে অংশ নিয়ে আমি একটি স্মরণীয় অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি।”
বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ বলেন, “বার্জার ব্র্যান্ডের প্রচারণার জন্য এমন একজন খ্যাতিমান ব্যক্তিত্ব পাওয়া সত্যিই সম্মানের বিষয়। আমরা শাকিব খানকে পেয়ে উচ্ছ্বসিত। তার ক্যারিশমাকে আমাদের প্রচারমূলক কাজে ও গ্রাহক এনগেজমেন্ট ইভেন্টের সাথে একীভূত করতে আমরা অবশ্যই কিছু নতুন অনন্য আইডিয়া নিয়ে আসব।”

বহুদিন থেকে দেশের পেইন্টিং ও ঘরের রক্ষণাবেক্ষণ বিষয়ক পণ্য সমাধানে শীর্ষে রয়েছে বার্জার। কয়েক দশক ধরে অনেক আইকনিক ব্যক্তিত্ব এ প্রতিষ্ঠানের সাথে সহযোগী হিসেবে কাজ করেছেন। সর্বশেষ, অভিনেতা শাকিব খানের সাথে এ পার্টনারশিপ বার্জারের দীর্ঘস্থায়ী সুনাম ও বিশ্বাসে আরও একটি আশাব্যঞ্জক মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

এল সালভাদর প্রথম দেশ হিসেবে বিটকয়েন বৈধ করল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপটোকারেন্সি তথা বিটকয়েনকে বৈধতা দিলো মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। ক্রিপটোকারেন্সিকে বৈধতা দিয়ে সম্ভাব্য ব্যবসায়িক লেনদেনে বিটকয়েন ব্যবহারের কথাও বলেছে দেশটির সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দীর্ঘদিন ক্রিপটোকারেন্সি নিয়ে আইনি লড়াইয়ে বিভক্ত ছিল এল সালভাদর। জনগণের একাংশ এটিকে যেমন বৈধতা দেওয়ার পক্ষে ছিলেন, তেমনি আরেকটি অংশ বিটকয়েন নিয়ে ছিলেন অনিশ্চয়তায়।

দেশটির সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটে প্রত্যেক নাগরিককে ৩০ মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কেনারও সুযোগ দেওয়া হয়েছে।

তবে বিটকয়েনকে বৈধতা দেওয়ায় দেশটিতে এখনও বিক্ষোভ করছেন অনেকে। রাজধানী সান সালভাদর এ বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান। যদিও এসবের মাঝেই দেশজুড়ে ২০০ মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই মেশিনের মাধ্যমে বিটকয়েন ও ডলারকে একে অপরে রূপান্তর করা যাবে। সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার থেকে মূলধন নিতে এসএমই ফাউন্ডেশনের আহবান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসার প্রয়োজনে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবেন দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। সর্বনিম্ন ৫ কোটি থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে পারবেন তারা। বিএসইসি কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস ২০১৮ অনুসারে ক্ষুদ্র উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনে সুযোগ তৈরি করতে গতকাল ডিএসই ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির এমডি ড. মো. মফিজুর রহমান এবং ডিএসইর পক্ষে এক্সচেঞ্জটির এমডি তারিক আমিন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক অনুসারে, দেশের এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও ডিএসই বেশকিছু কর্মসূচি পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে এসএমই খাতের উন্নয়নে যৌথ গবেষণা পরিচালনার পাশাপাশি পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে এসএমই উদ্যোক্তাদের অবহিতকরণের উদ্দেশ্যে যৌথ প্রচারণা, শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনে এসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে যৌথ উদ্যোগে সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি আয়োজন করা, এসএমই ফাউন্ডেশন শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনে আগ্রহী ও যোগ্য উদ্যোক্তাদের তালিকা সরবরাহ করবে, সবুজ অর্থনীতি বা পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতে ধারণা দেবে ও উভয় পক্ষ প্রযুক্তি উন্নয়ন বিষয়ে পারস্পরিক তথ্য বিনিময় করবে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, দেশের এসএমই উদ্যোক্তাদের অন্যতম বড় সমস্যা পুঁজি সংকট। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বছরে এ খাতে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার ঋণ দেয়া হলেও প্রকৃত চাহিদা অন্তত তিন গুণ বা ৫ লাখ ৪০ হাজার কোটি টাকার মতো। তিনি এ সুযোগ গ্রহণ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দুই দফায় প্যাকেজ ঘোষণা করলেও নানা জটিলতায় বেশির ভাগ উদ্যোক্তা তার সুফল পাননি। সেক্ষেত্রে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারা তাদের জন্য একটা বড় সুযোগ। তাই ব্যাংকে না গিয়ে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে তিনি এসএমই উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে শেয়ারবাজারে কোম্পানিটি বি এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

এর আগে বিমাটির শেয়ার বি ক্যাটাগরিতে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

একনেকে ৭৫৮৯ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৫৮৯ কোটি ৭০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) একনেক সভায় আট প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন সেগুলো অনুমোদন দেন।

বৈঠক শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের জানান। এর আগে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি।

অন্যদিকে শেরেবাংলানগরের মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈঠকে ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে হিলি-বুড়িমারী-বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি শুল্ক আদায় বৃদ্ধি করে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ জোরদার করা হবে। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৬টি, ২টি সংশোধিত প্রকল্প।

অনুমোদিত বাকি প্রকল্পগুলো হলো- পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবন নির্মাণ; এক হাজার ১৮১ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে, জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়); ৪ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এএসএসইটি প্রকল্প; ৪১৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন; ১৬৮ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি এবং এক হাজার ২০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাপাউবো সাতক্ষীরা জেলার পোল্ডার নম্বর-১৫ পুনর্বাসন প্রকল্প।

এ ছাড়া বাপাউবো সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত) প্রকল্পের ব্যয় বাড়ছে আরো ১০০ কোটি টাকার মতো।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৬ সেপ্টেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানী মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএটিবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বিএটিবিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১২২ কোটি ৪১ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট পাওয়ার লিমিটেড ৭৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৬৫ কোটি ৭৩ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৬০ কোটি ৭৯ লাখ, ওরিয়ন ফার্মার ৫৬ কোটি ৩৯ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫৩ কোটি ৫৪ লাখ, স্কয়ার ফার্মার ৪৬ কোটি ৭৭ লাখ, বিবিএস ক্যাবলসের ৪৪ কোটি ৯৪ লাখ ও ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেডের লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৯ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/