সৌদিতে পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরবের বাজারে ১৩৭টি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা প্রদানের বিষয়ে সৌদি বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করেন তিনি। বর্তমানে সালমান এফ রহমান সৌদি আরবে সফর করছেন।

রিয়াদের বাংলাদেশ দূতবাসে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সালমান এফ রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ তৈরি পোশাক পণ্য, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত মাছ ও ওষুধ আমদানি করছে। সৌদি আরব চাইলে বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে। বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অসমতা দূর করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ১৩০ কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২০১৮ সালে সৌদি বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা চুক্তির পর্যালোচনা করে কার্যক্রম ত্বরান্বিত করার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে তদারক করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠনেরও প্রস্তাব পেশ করেন।

সৌদি বাণিজ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সৌদি আরব চাইলে বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিশেষ সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত আছে। এ সময় ২০১৮ সালের প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে সালমান এফ রহমান অনুরোধ জানালে ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

সালমান এফ রহমান এ সময় সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে অনুরোধ জানালে সৌদি বাণিজ্যমন্ত্রী ইতিবাচক মত দেন। এ তহবিলের আওতায় বাংলাদেশে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল সড়ক নির্মাণ ও কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এছাড়া সৌদি আরবের বিদেশী অভিবাসীদের ব্যবসা-বাণিজ্য বৈধভাবে করার লক্ষ্যে সৌদি সরকারের গৃহীত ‘গোপনীয়তা বিরোধী আইন’-এর বিষয়ে উল্লেখ করে বাংলাদেশী যেসব অভিবাসী সৌদি আরবে ব্যবসা করছেন, তাদের সহায়তার জন্য সৌদি বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করেন সালমান এফ রহমান।

ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি বলেন, অভিবাসীদের বৈধভাবে ব্যবসা-বাণিজ্য করার জন্য সৌদি সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে—এ পরিপ্রেক্ষিতে সৌদি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সৌদি বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত গুরুত্ব দেয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও একটি ব্যবসায়ী দল নিয়ে গতকাল সৌদি আরব সফরে গেছেন। এ সফরকালে তিনি দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি সভায় অংশ নেবেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক ১রা:২ হারে রাইট ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি ১রা:২ অর্থাৎ ২ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে; তবে এতে কোনো প্রিমিয়াম থাকবে না।

আগামী ২৭ অক্টোবর ব্যাংকটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৬ অক্টোবর।

বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য বিশেষ সাধারণ সভাটি (ইজিএম) আহবান করা হয়েছে।

ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চেয়ে আবেদন করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এ

ই-কমার্সগুলো কেন প্রতারণা করেছে তা জানতে চেয়েছে হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি ই-ভ্যালি, ই-অরেঞ্জসহ ই-কমার্স সাইটগুলো কেন গ্রাহকদের সাথে প্রতারণা করেছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ই-কর্মাসের সাম্প্রতিক ইস্যুগুলো সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।

রবিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ই-কমার্স সাইটগুলোর বিষয় জানতে চায়। সেই সঙ্গে গ্রাহকদের প্রতারিত হবার বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দেয়া হয়।

এসময় এক আইনজীবী আদালতকে বলেন, বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে এই ই-কমার্স ব্যবসা চলছে। টাকাও বিদেশে পাচার করা হচ্ছে। এ বিষয়ে দুদকের তদন্ত করা উচিত বলে মত দেন আইনজীবী। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করলে শুনানির মাধ্যমে আদেশ দেয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, ইভ্যালি, ই-অরেঞ্জ ও অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা চলছে। বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে পণ্য বিক্রির অফার দিয়ে গ্রাহকদের পণ্য না দেয়াসহ নানা বিষয়ে ই-কমার্স সাইটগুলো গ্রাহকদের সাথে প্রতারণা করেছে। এর অংশ হিসেবে ই-অরেঞ্জসহ ইভ্যালির শীর্ষস্থানীয় কর্মকতাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির সিইও দম্পতিকে গ্রেফতার করে র‌্যাব। এরপর পুলিশ রাসেল ও তার স্ত্রী নাসরিনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লংকাবাংলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্স ফার্মা লিমিটেড ৪৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৪৬ কোটি ৪৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৬ কোটি ১৭ লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ৪৫ কোটি ৮৯ লাখ, ডমিনেজ স্টিলের ৩৩ কোটি ১২ লাখ, ইসলামিক ফাইন্যান্সের ৩১ কোটি ৩১ লাখ, একটিভ ফাইনের ২৮ কোটি ২৬ লাখ ও বিএটিবিসি লিমিটেডের লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৯ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

সিভিও পেট্রোর দর বৃদ্ধির অপ্রকাশিত তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. বেক্স ফার্মা
  4. সাইফ পাওয়ারটেক
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. আইপিডিসি ফাইন্যান্স
  7. ডমিনেজ স্টিল
  8. ইসলামিক ফাইন্যান্স
  9. একটিভ ফাইন
  10. বিএটিবিসি লিমিটেড।

দিনশেষে সূচকের সাথে লেনদেনের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিন রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১৯১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬৫৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৩৩ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২১৭১ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৬ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৪টির, আর দর অপরিবর্তিত আছে ২৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্স ফার্মা, সাইফ পাওয়ারটেক, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল, ইসলামিক ফাইন্যান্স, একটিভ ফাইন ও বিএটিবিসি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৮.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৯৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৫৮ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৮৪ কোটি ১৭ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

মোবাইল ইন্টারনেটে পিছিয়েছে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বব্যাপী ব্রডব্যান্ড সংযোগের গতি বৃদ্ধির হারে এগিয়েছে বাংলাদেশ। ইন্টারনেটের গতির এই চিত্র উঠে এসেছে সম্প্রতি ওকলা প্রকাশিত বৈশ্বিক সূচকে। অথচ মোবাইল ইন্টারনেটের বৈশ্বিক গড়ে অনেক খারাপ অবস্থানে রয়েছে দেশ।

সম্প্রতি আন্তর্তাজাতিক গবেষণা প্রতিষ্ঠান ওকলা এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে এ বছরের জুলাই সময়কালে ব্রডব্র্যান্ডে বাংলাদেশের এই বৃদ্ধির হার ৪২.৫৯ শতাংশ। আর ৩১.৮৭ শতাংশ বৈশ্বিক ব্রডব্র্যান্ড সংযোগের গতি বেড়েছে।

ব্রডব্র্যান্ডে স্পষ্টতই বাংলাদেশ এগিয়েছে। আশ্চযজনকভাবে মোবাইল ইন্টারনেটে দেশের গতি বাড়ার হার মাত্র ১৫.৩৮ শতাংশ। এই গড় বৈশ্বিক গড়ের মাত্র এক চতুর্থাংশ। বৈশ্বিক মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে ৫৯.৫ শতাংশ মাত্র।

আর ইন্টারনেটের গতিতে শীর্স্থানীয় ১০টি দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, কাতার, চীন, সাইপ্রাস, নরওয়ে, সৌদি আরব, কুয়েত, অষ্ট্রেলিয়া ও বুলগেরিয়া।

ওকলার জুলাইয়ের প্রতিবেদন বলছে, বৈশ্বিক গড় গতি ছিল ৫৫ এমবিপিএস। অথচ দেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিল ১২.৬ এমবিপিএস।

প্রতিবেদন বলছে, বিগত বছরের জুলাইয়ে মোবাইল ইন্টারনেটের ডাইনলোডের গড় গতি ছিল সেকেন্ডে ১০.৯২ মেগাবাইট (এমবিপিএস)। আর এই বছরের জুলাইয়ে তা বেড়ে হয়েছে মাত্র ১২.৬ এমবিপিএস। একই সময়কালে বৈশ্বিক মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গতি ছিল ৩৪.৫২ এমবিপিএস। এ বছরের জুলাইয়ে এসে এটি বেড়ে হয়েছে ৫৫.০৭ এমবিপিএস।

প্রতিবেদন বলছে, মোবাইল ইন্টারনেটের গতির সূচকে বাংলাদেশ সবসময়ই পিছিয়ে রয়েছে। জুনের প্রতিবেদন অনুযায়ী ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম।

ওকলার প্রতিবেদনে বিশ্বের নানা দেশের গড় ইন্টারনেট গতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এক মাসের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী মাসের মাঝামাঝি প্রতিবেদনে তা প্রকাশ করে তারা। জুলাইয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ১২ দশমিক ৬ এমবিপিএস। আর বৈশ্বিক গড় গতি ছিল ৫৫ এমবিপিএস।

স্টকমার্কেটবিডি.কম/এ

জামিন পেলেন কেয়া কসমেটিকসের চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে।

এ ছাড়াও আবদুল খালেক পাঠানের স্ত্রী নাসরিনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে এ দম্পতির তিন সন্তানকে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।

স্টকমার্কেটবিডি/

 

ইভ্যালির সিইও-চেয়ারম্যানের বিরুদ্ধে নতুন মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা,অর্থ আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ধানমণ্ডি থানায় মামলা করেছেন এক ব্যবসায়ী।

মামলায় রাসেল দম্পতি ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম বাদী হয়ে শনিবার দিনগত রাতে মামলাটি করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।

ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই অমৃতা মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। মামলা পর ওই দিন বিকালেই রাসেলকে গ্রেফতার করে র্যাব।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ