চীনের কাছে কৌশলগত মজুত থেকে তেল বিক্রি করবে না যুক্তরাষ্ট্র

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সরকারের জন্য তহবিল জোগাতে যে আইন করা হচ্ছে, তার আওতায় দেশটির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে চীনের কাছে তেল বিক্রি না করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সোমবার বিলটি জনসমক্ষে প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুই দলের মধ্যে বিভক্তি থাকলেও চীনকে ঠেকানোসহ আরও কিছু বিষয়ে তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম অনেকটা বেড়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কৌশলগত মজুত থেকে ১৮ কোটি ব্যারেল তেল বিক্রির সিদ্ধান্ত নেন। লক্ষ্য ছিল, বাজারে অতিরিক্ত তেল ছেড়ে দিয়ে দাম কমিয়ে আনা। কিন্তু এরপরই চীনের কাছে এই মজুতের তেল বিক্রির বিষয়টি নিয়ে সে দেশে উত্তপ্ত তর্কবিতর্ক শুরু হয়।

ওই বছর এই কৌশলগত মজুত থেকে ইউনিটেক আমেরিকার কাছে ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করা হয়। ইউনিটেক আমেরিকা মূলত চীনের সিনোপেক কোম্পানির হিউস্টন–ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। এর আগে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় কৌশলগত মজুত থেকে পেট্রো চায়না ইন্টারন্যাশনালের কাছে কিছু তেল বিক্রি করা হয়। কোম্পানিটি চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রো চায়না কোম্পানি লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের এই কৌশলগত মজুতে এখন ৩৬ কোটি ব্যারেলের বেশি তেল মজুত আছে। কিন্তু ২০২২ সালে বিপুল পরিমাণে তেল বিক্রির কারণে এই মজুত এখন ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২২ সালে মার্কিন তেল কোম্পানিগুলো সব মিলিয়ে চীনের কাছে ৮ কোটি ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করে।

স্টকমার্কেটবিডি.কম////

চট্টগ্রামে এস আলম চিনিকলে আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর্ণফুলী এলাকায় একটি চিনিকলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।

স্টকমার্কেটবিডি.কম///

জুন পর্যন্ত মেট্রোরেলের আয় ১৮ কোটি ২৮ লাখ টাকা: সেতুমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেল চালু হওয়ার পর থেকে গত বছর জুন পর্যন্ত মোট আয় হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা। এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী করেন।

তিনি বলেন, এখন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বাণিজ্যিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করছে।

তিনি আরও বলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী গত বছরের জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার জন্য নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। এ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি ২৫ ভাগ। আগামী বছর জুন মাসে এ অংশ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ব্যাংকের এমডি নিয়োগে বাংলাদেশ ব্যাংকের কমিটি গঠন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ বা পুনঃনিয়োগের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই কমিটি এমডি ও সিইও নিয়োগের আগে প্রত্যেকের দক্ষতা ও উপযুক্ততা যাচাই করবে।

গতকাল রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য হবেন দুইজন নির্বাহী পরিচালক ও একজন পরিচালক।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এই কমিটি গঠন করেছে।

কমিটি এসব পদে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার আগে যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা, বয়স ও নেতৃত্ব গুণাবলী মূল্যায়ন ও যাচাই করবে। তারপর কমিটির সুপারিশের ভিত্তিতে মনোনীতদের চূড়ান্ত করবে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ব্যাংক খাতের সুশাসন পুনরুদ্ধার ও খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এমডি নিয়োগের বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে।

ওই নির্দেশিকায় সিইও ও শীর্ষ পদে পুনরায় নিয়োগ পেতে ইচ্ছুকদের জন্য ন্যূনতম বয়সসীমা, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ও অন্যান্য যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ইতোমধ্যে ভারতের রপ্তানি আদেশের চিঠি ইস্যু হয়েছে। রমজানের আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাজারে মনিটরিং শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য দেয়া হবে। প্রতিটি জেলা থেকে ১টি করে পণ্য বাছাই এবং সেই পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে সহযোগিতা দেয়া হবে। সেইসঙ্গে পণ্যের কারিগরকে স্বীকৃতি দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই: অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স ২১৬ মিলিয়ন ডলার। আমাদের সবগুলো সূচকই-তো বাড়ছে। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই।

সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির যিনি প্রধানমন্ত্রী (সাবেক) ছিলেন বেগম জিয়া, তিনি বলেছেন এ ব্রিজ (পদ্মা সেতু) ভেঙে পড়বে। এসব কথাবার্তা সিরিয়াস কোনো কিউরিসিজম না। এটা কীভাবে বলেন, উনি সিরিয়াসলি বলেছেন, এ ব্রিজ আওয়ামী লীগ বানিয়েছে, এটা ভেঙে পড়তে পারে। কাজেই আপনারা উঠবেন না পদ্মা সেতুতে। এগুলো থেকে সত্যিকার যেটা আসল চিত্র, সেটি তুলে ধরার জন্য ডিসিদের আহ্বান করা হয়েছে। তাহলেই মানুষ বুঝতে পারবে কোথায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছে। আজ শেখ হাসিনার যে ডেল্টা প্ল্যান ২১০০, সেটি ধরে বাংলাদেশ এগুচ্ছে। বাংলাদেশের যে অব্যাহত উন্নতি মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সেটি আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন। মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন মানুষ কতটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। নারীরা কীভাবে একা চলতে পারেন মেট্রোতে, তারা সন্তুষ্ট।

আয়কর আদায়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, হ্যাঁ দিয়েছি। তারা সহায়তা করবে। তারা যেটা করছেন সেটা করবেন। আরও ভালো করে করবেন, মন দিয়ে করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

আজিজ মোহাম্মদ ভাইয়ের শেয়ার ক্রয়ের ঘোষণা

আজিজ মোহাম্মদ ভাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্দ্যোক্তা পরিচালক ২৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির উদ্দ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এসব শেয়ার বর্তমান বাজার দরে ক্রয় করবেন।

আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার  ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনভয় টেক্সটাইলের এজিএমের দিন ও স্থান পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ও স্থান নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন এই এজিএমটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর গুলশান শুটিং ক্লাব।

আগামী ২৮ মার্চ এই এজিএমটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে ১৩ মার্চ এই এজিএমের দিন নির্ধারণ করা হয়েছিল।

এজিএমের অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা; ২য় স্থানে ফুয়াং সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছেসেন্ট্রাল ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফুয়াং সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৮ লাখ টাকা।

ফুয়াং ফুডসের ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এলুমিনিয়ামের ১৯ কোটি ৭৩ লাখ, আফতাব অটোসের ১৯ কোটি ৩৮ লাখ, মুন্নু ফেব্রিকসের ১৭ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৩৯ লাখ, বেষ্ট হোল্ডিংসের ১৭ কোটি ১৭ লাখ, গ্রামীণ ফোনের ১৬ কোটি ৬৬ লাখ ও অলিম্পিক এক্সেসরিজের ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সেন্ট্রাল ফার্মা
  2. ফুয়াং সিরামিকস
  3. ফুয়াং ফুডস
  4. বিডি থাই এলুমিনিয়াম
  5. আফতাব অটোস
  6. মুন্নু ফেব্রিকস
  7. ওরিয়ন ইনফিউশন
  8. বেষ্ট হোল্ডিংস
  9. গ্রামীণ ফোন
  10. অলিম্পিক এক্সেসরিজ।