আমান ফিড ও ন্যাশনাল পলিমারের লভ্যাংশ বিওতে

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আমান ফিড ও ন্যাশনাল পলিমার লিমিটেডের সর্বশেষ হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। রবিবার সিডিবিএলের ওয়েবসাইটে এ তথ্য জানানাে হয়েছে।

সূত্র জানায়, ১ জানুয়ারি রবিবার কোম্পানি দুইটির লভ্যাংশের শেয়ার বিনিযোগকারীদের বিও হিসাবে জমা দেয় সিডিবিএল।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে আমান ফিড ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর ন্যাশনাল পলিমার লিমিটেড ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

লিন্ডেবিডির এমডি ও ইনটেকের চেয়ারম্যান নিয়োগ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও ইনটেক অনলাইনের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে কোম্পানিগুলো পরিচালনা পর্ষদ। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানাে হয়।

বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে মহসিন উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

আর ইনটেক অনলাইনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছে এটিএম মাহবুবুল আলম।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. ইফাদ অটোস
  2. ন্যাশনাল ব্যাংক
  3. আরএসআরএম স্টীল
  4. বিবিএস
  5. সিঙ্গার বিডি
  6. জিএসপি ফাইন্যান্স
  7. নাভানা সিএনজি
  8. কেয়া কসমেটিকস
  9. ইউনিক হোটেল
  10. এ্যাপোলো ইস্পাত।

২০১৭ সালের প্রথমদিনে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি

high indexনিজস্ব প্রতিবেদক :

২০১৭ সালের প্রথম কার্য দিবসে দেশের দুই শেয়ারবাজারেই অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। এদিন মূল্য সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯৯৩ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন কমেছে ও সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

১ জানুয়ারি রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১০৭০ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টীল, বিবিএস, সিঙ্গার বিডি, জিএসপি ফাইন্যান্স, নাভানা সিএনজি, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল ও এ্যাপোলো ইস্পাত।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৭৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আরএসআরএম স্টীল ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

স্ত্রীর ২.৩২ কোটি শেয়ার নিবে পরিচালক

bengleস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের একজন স্পন্সর নিজের স্ত্রীর ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৬৯৬ টি শেয়ার গ্রহণ করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার গ্রাহণ করবেন তিনি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

হুমায়ন কবির নামে কোম্পানির এই স্পন্সর এসব শেয়ার তার স্ত্রী মিসেস আরিফা কবিরের নিকট হতে নিবেন।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এসব শেয়ার উপহার হিসাবে গ্রহণ করবেন হুমায়ন কবির।

টকমার্কেটবিডি.কম/এমএস

দুই ঘন্টায় ৫০০ কোটি টাকার লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

বছরের প্রথম কার্য দিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। রবিবার লেনদেনের প্রথম ২ ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ৫০৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৪২ টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২২ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সিএসইতে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

অকারণেই বাড়ছে সমতা লেদার শেয়ারের দর

samataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৫ ডিসেম্বর শেয়ারটির দর ছিল ২৫.২০ টাকা। যা গত ২৯ ডিসেম্বর তা বেড়ে ৩১.৫০ টাকায় দাঁড়িয়েছে।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে সমতা লেদার লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

কোম্পানিটি আরো জানায়, দীর্ঘ সময়ের জন্য কোম্পানির ব্যবসার অবনতি হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ৬ লাখ টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

এদিকে কোম্পানিটি প্রথম প্রান্তিকে ৯ লাখ ৭৯ হাজার টাকা লোকসান করেছে। কোম্পানিটির অর্ধবার্ষিকীতে গত বছরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বিক্রি রাজস্ব ও অন্যান্য আয় কমেছে। বিসিকের ট্যানারি শিল্প এলাকা সরানোর কারণে কোম্পানিটির ব্যয় বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

২০১৬ সালে ব্যাংকগুলোর অর্জিত মুনাফার পরিমাণ বাড়বে

bankস্টকমার্কেট ডেস্ক :

দেশের বিনিয়োগে ভাটার টান থাকলেও বিদায়ী বছরে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। মুদ্রাবাজারে টাকার প্রবাহ প্রায় সারাবছরই বেশি ছিল। ফলে কলমানির (আন্তঃব্যাংকিং) সুদের হারে আয় হয়নি তেমন।

তাছাড়া ঋণ প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় ছিল কম। তবে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল এবং আমদানি-রপ্তানি বাণিজে ইতিবাচক প্রবৃদ্ধি থাকায় ব্যাংকগুলো আগের বছরের চেয়ে বেশি মুনাফা করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ছাড়াও ২০টি বেসরকারি ব্যাংকের মুনাফা হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

শনিবার (৩১ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সারাবছরের আয়-ব্যয়ের হিসাব করে ব্যাংকগুলো। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।।

পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিত (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার পরিমাণ হয়।

এর ওপরও ব্যাংকবিশেষে সাধারণ রিজার্ভ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীকে অপেক্ষা করতে হবে নিট বা প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রেই নিট মুনাফা হলেও তার সম্পূর্ণ অর্থ লভ্যাংশ আকারে বিতরণ করা হবে না।

যার কারণে শেয়ারে বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার হিসাব কষতে অপেক্ষা করতে হবে ব্যাংকের এজিএমের আগের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত পর্যন্ত।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া হিসাবে দেখা গেছে, গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। ২০১৬ সালে ২ হাজার ৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৫ সালে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছিল ১ হাজার ৮০৮ কোটি টাকা।

পরিচালন মুনাফার দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ন্যাশানাল ব্যাংক। তবে প্রথম স্থানে থাকা ইসলামী ব্যাংকের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফার পার্থক্য অনেক বেশি। ২০১৬ সালে ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা দেখানো হয়েছে ১ হাজার ১২৮ কোটি টাকা। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮২৬ কোটি টাকা।

সদ্য সমাপ্ত বছরে পরিচালন মুনাফার দিক থেকে তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মুনাফা দেখানো হয়েছে ৯২৫ কোটি টাকা; ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৭৮০ কোটি টাকা। ৮৬৩ কোটি টাকা মুনাফা নিয়ে এ তালিকার চতুর্থ স্থানে আছে সাউথইস্ট ব্যাংক; ২০১৫ সালে ব্যাংকটির মুনাফা হয়েছিল ৮৩৪ কোটি টাকা। এছাড়া ৮৫০ কোটি টাকা মুনাফা নিয়ে তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ইউসিবিএল।

অন্য বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ২০১৬ সালে দ্য সিটি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭৬০ কোটি টাকা; যা ২০১৫ সালে ৬৬৭ কোটি টাকা ছিল। ৭৫৪ কোটি টাকা মুনাফা করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক; ২০১৫ সালে ব্যাংকটির মুনাফা ছিল ৬২৮ কোটি টাকা।

২০১৬ সালে এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দেখানো হয়েছে ৬৯০ কোটি টাকা; ২০১৫ সালে ব্যাংকটির মুনাফা ছিল ৬৫০ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ৬০৩ কোটি টাকা; যা ২০১৫ সালে ৫২৮ কোটি টাকা ছিল। প্রাইম ব্যাংকের মুনাফা দেখানো হয়েছে ৬২৫ কোটি টাকা। ২০১৫ সালে ৩৯৩ কোটি টাকা মুনাফার পর ২০১৬ সালে ৫০৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে মার্কেন্টাইল ব্যাংক।

এছাড়া ট্রাস্ট ব্যাংক ৫০১ কোটি টাকা, ওয়ান ব্যাংক ৪৫০ কোটি টাকা; যমুনা ব্যাংক ৪৫০ কোটি টাকা; আইএফআইসি ব্যাংক ৪৩০ কোটি টাকা; স্ট্যান্ডার্ড ব্যাংক ৩৭৫ কোটি টাকা; এমিটিবিএল ৩৬০ কোটি টাকা এবং প্রিমিয়ার ব্যাংক ৩৫০ কোটি টাকা মুনাফা করেছে।

নতুন ব্যাংকগুলোর মধ্যে পরিচালন মুনাফার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ইউনিয়ন ব্যাংক; ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ১৮৫ কোটি টাকা। এছাড়া এনআরবিসি ১৭১ কোটি টাকা; সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক ১৫৪ কোটি টাকা; ফার্মার্স ব্যাংক ১০০ কোটি টাকা; এনআরবি গ্লোবাল ৯৫ কোটি টাকা; মধুমতি ব্যাংক ৯০ কোটি টাকা এবং এনআরবি লিমিটেড ৯৩ কোটি টাকা পরিচালনা মুনাফা করেছে।

এদিকে দুই বছর পর ঘুরে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালনা মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা। ২০১৪ সালে বেসিক ব্যাংকের পরিচালন লোকসান ছিল ১১০ কোটি টাকা। আর ২০১৫ সালে ব্যাংকটির লোকসান ছিল ২২৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

হামিদ ফেব্রিক্স ও ফুয়াং সিরামিক্সের ঋণমান প্রকাশ

loanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান হামিদ ফেব্রিক্স ও ফুয়াং সিরামিক্স লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড(ক্রাব)। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

হামিদ ফেব্রিক্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ৩’ আর ফুয়াং সিরামিক্স লিমিটেডের দীর্ঘমেয়াদের ঋণমাণ ‘বিবিবি২’ নির্ধারণ করা হয়েছে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও ৩১ অক্টোবর পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

কাশেম জিঙ্ক লিজ নিল কাসেম ড্রাইসেল

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলস লিমিটেড নিজেদের কাশেম জিঙ্ক লিমিটেডের সকল সম্পত্তি লিজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । রবিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কাশেম ড্রাইসেলস লিমিটেড নিজেদের কোম্পানি কাশেম জিঙ্ক লিমিটেড এর সকল সম্পত্তি লিজ নিবে। যা আজ রবিবার থেকে কার্যকর হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে ব্যাটারী ও জিঙ্ক ক্যালট একই সাথে উৎপাদন সম্ভব হবে। একই সাথে কাশেম ড্রাইসেলসের ব্যাটারি উৎপাদন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর