সর্বনিম্ন দরে বাংলাদেশকে চাল দেবে এগ্রোক্রপ

argosmstbdনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশকে টনপ্রতি মাত্র ৪০৬.৪৮ মার্কিন ডলারে চাল বিক্রির প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।

রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শস্য কেনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন। তারা জানিয়েছে ৫০ হাজার টন চাল আমদানির এক টেন্ডারে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম দামে চাল বিক্রির প্রস্তাব দিয়েছে এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল। ২০১১ সালের পর ২২ মে চাল আমদানির জন্য প্রথমবার আন্তর্জাতিক নিলাম আহ্বান করে বাংলাদেশ।

বাংলাদেশ চাল উৎপাদনে বিশ্বে চতুর্থ। তবে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে এমন অবস্থানের মধ্যেও ভিয়েতনাম, থাইল্যান্ড ও ভারতের মতো রপ্তানিকারক দেশগুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছেন কর্মকর্তারা।

বাংলাদেশে চালের দাম বৃদ্ধি এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলের বন্যার ফলশ্রুতিতে রাষ্ট্রীয় পর্যায়ে মজুদের পরিমাণও ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বন্যার ফলে দেশে সাত লাখ টন চাল নষ্ট হয়। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, বেসরকারি উদ্যোগে চাল আমদানিকারকদের ওপর থেকে শুল্ক তুলে নেয়া হবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যবসায়ী ও কর্মকর্তারা বলছেন, চলতি বছর চালের প্রধান আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হতে পারে বাংলাদেশ।

মার্কিন কৃষি দপ্তরের ২০১১ সালের হিসাবমতে, চাল আমদানিতে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। এরপর থেকে বাংলাদেশ সরকার চাল আমদানি বন্ধ রাখে। তবে বেসরকারি খাতে ব্যবসায়ীরা চাল আমদানি অব্যাহত রাখে। এর মধ্যে বেশিরভাগই আসে প্রতিবেশী দেশ ভারত থেকে।

বাংলাদেশ বছরে প্রায় ৩৪ মিলিয়ন টন চাল উৎপাদন করে। উৎপাদিত চালের অধিকাংশই দেশের ১৬ কোটি মানুষের খাবারের প্রয়োজনে ব্যবহৃত হয়। তবে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে মাঝেমধ্যেই বাংলাদেশকে চাল আমদানি করতে হয়। সূত্র: রয়টার্স।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘পোশাকশিল্পের শ্রমিকরা ঈদ বোনাস ২০ রোজার মধ্যেই পাবে’

bgmeaনিজস্ব প্রতিবেদক :

২০ রোজার মধ্যে পোশাকশ্রমিকেরা ঈদ বোনাস বা উৎসব ভাতা পেয়ে যাবেন বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট–বিষয়ক কোর কমিটি’র ৩৩তম সভা শেষে প্রথম আলোকে এ কথা বলেন মোহাম্মদ নাছির।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার, ডিআইএফইর মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস প্রমুখ।

বৈঠকে শ্রমিকনেতা লীমা ফেরদৌস বলেন, অনেক পোশাক কারখানার মালিক এমন সময় বেতন-ভাতা দেন যে পোশাকশ্রমিকেরা না পারেন ঈদের জামা কিনতে, না পারেন বাসের টিকিট কাটতে। তাই তিনি পোশাকশ্রমিকদের ১৫ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া ওভারটাইম এবং ঈদের ছুটির আগেই জুন মাসের ২০ দিনের বেতন পরিশোধ করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘পোশাকশিল্পের অবস্থা খুবই নাজুক। গত ১০ বছরে আমাদের গড় প্রবৃদ্ধি ১৩ শতাংশ থাকলেও গত ১০ মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২১ শতাংশ। আমরা কিন্তু কঠিন সময় পার করছি। তারপরও শ্রমিকেরা যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সে ব্যবস্থা আমরা নেব।’

ঈদ বোনাস পরিশোধের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে মোহাম্মদ নাছির তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা চেষ্টা করব প্রতিটি কারখানা যেন উৎসব ভাতা পরিশোধ করে।’ আর জুন মাসের বেতনের বিষয়ে তিনি বলেন, ‘মালিক-শ্রমিকের সম্পর্কের ভিত্তিতে ১০-১৫ দিনের মজুরি আমাদের মালিকেরা পরিশোধ করবেন। সেই প্রতিশ্রুতি আমরা দিতে পারি।’

পরে বৈঠক শেষে জানতে চাইলে বিজিএমইএর এই সহসভাপতি প্রথম আলোকে বলেন, ‘২০ রোজার মধ্যেই শ্রমিকেরা বেতন-ভাতা পেয়ে যাবেন। সেটি নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও বিজিএমইএতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। তদারকি করা হবে।’

কয়েক বছর ধরে ক্রাইসিস ম্যানেজমেন্ট–বিষয়ক কোর কমিটির সভায় ঈদ বোনাস পরিশোধের একটি সময়সীমা বেঁধে দেওয়া হলেও এবার হয়নি। আজকের সভার প্রধান ইস্যু ঈদের আগে সুষ্ঠুভাবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নিয়ে আলোচনা হয়েছে কম। সভার অধিকাংশ সময়জুড়ে নিবন্ধন বিহীন ফেডারেশন ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত শ্রমিকনেতা সিরাজুল ইসলাম ও লীমা ফেরদৌস অভিযোগ করে বলেন, নিবন্ধনবিহীন ফেডারেশন নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছে না। সে জন্য শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।

পরে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, যেসব শ্রমিক ফেডারেশন নিবন্ধিত নয়, তাদের তালিকা করা হবে। তারপর তাদের চিঠি দিয়ে বলা হবে, শ্রম আইন অনুযায়ী অনিবন্ধিত সংগঠন শ্রমিক অধিকার নিয়ে কাজ করাটা নিয়মের বাইরে। এ ছাড়া যেসব এনজিও শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে, তাদের অনুমতি ও সক্ষমতা আছে কি না, সেটিও খোঁজখবর নেওয়া হবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইভেন্স টেক্সটাইলের ৩০০ কোটি টাকা মূলধন : ইজিএম বুধবার

Evince-Textile-220x140নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্তে ইভেন্স টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলধন বাড়ানোর জন্য শেয়ারহোল্ডারদের সমর্থন নিতে এ সংক্রান্ত একটি বিশেষ সভা আহবান করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, ইজিএমটি বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ গলফ একাডেমিতে অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, কোম্পানিটির মূলধন দেড়শ কোটি থেকে সাড়ে তিনশ কোটি টাকা করা হবে। এ কারণে ৩১ মে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৯ মে।

উল্লেখ্য, ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত এভিন্স টেক্সটাইলসের ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রয়

pioneer-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ নাসিরুল্লাহ নামে কোম্পানিটির এই পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩ লাখ ৭৬ হাজার ৩৩২ টি শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে বিক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. প্যারামাউন্ট টেক্সটাইল
  2. আরএসআরএম
  3. রিজেন্ট টেক্সটাইল
  4. ইফাদ অটোস
  5. স্কয়ার ফার্মা
  6. ইভেন্স টেক্সটাইল
  7. আমরা টেকনোলজিস
  8. বিএসসি
  9. ইউনাইটেড পাওয়ার
  10. অগ্নি সিস্টেমস।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে আড়াই গুণ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে আড়াই গুণ হয়েছে। এদিন দুই শেয়ারবাজারেই সূচকের পতন প্রবণতা ছিল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে ডিএসইতে ৩৬৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১২.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৮৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – প্যারামাউন্ট টেক্সটাইল, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, ইভেন্স টেক্সটাইল, আমরা টেকনোলজিস, বিএসসি, ইউনাইটেড পাওয়ার ও অগ্নি সিস্টেমস।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ২০ কোটি ৬২ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে আড়াই গুণ বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

মে মাসে রেমিটেন্স প্রবাহ চাঙ্গা : আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

রেমিটেন্স প্রবাহে গত কয়েক মাসের মন্দাবস্থা চললেও আবারও বাড়ছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ৮০৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। ফলে রেমিটেন্স প্রবাহে আবারও চাঙ্গাবস্থা ফিরে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসের (এপ্রিল) ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ৬৯২ মিলিয়ন ডলার। যা আগের মাসের একই সময়ের তুলনায় ১১৫ দশমিক ৭৬ মিলিয়ন ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর শাহ বলেন, ‘সাম্প্রতিক প্রবাহ ধীরে ধীরে রেমিটেন্স বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং এই প্রবণতা সামনের মাসগুলোতে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছে এক হাজার ৯ দশমিক ৪৭ মিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ৯৪০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার, মার্চে এক হাজার ৭৭ দশমিক ৫২ মিলিয়ন ডলার এবং এপ্রিলে এক হাজার ৯২ দশমিক ২৬ মিলিয়ন ডলার।

সরকার, বাংলাদেশ ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অপারেটরদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ফলে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর শাহ বলেন, ‘রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় ফিরে আসাটা একটা ভালো লক্ষণ। অনেক অনাবাসিক বাংলাদেশি (এনআরবি) দেশে টাকা পাঠাতে মোবাইল ব্যাংকিংসহ কিছু অবৈধ পন্থা অবলম্বন করেন। এছাড়া ডলারের বিপরীতে মুদ্রার মান হ্রাস এবং তেলের দাম পড়ে যাওয়ায় মধ্য প্রাচ্যের দেশগুলোর আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সেখানেই অধিকাংশ বাংলাদেশি অভিবাসী কাজ করেন।’

তিনি আরও বলেন, অবৈধ পথে অভিবাসী শ্রমিকদের টাকা পাঠানো বন্ধে বিকাশ অথবা রকেটের অবৈধ কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলাকে চিঠি দিয়েছে।’

সূত্র জানায়, দেশে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের দুটি তদন্ত টিম মার্চ মাসে সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করে। এ সময় তদন্ত দল অনাবাসীদের দেশে টাকা পাঠাতে অবৈধ পথ বেছে নেওয়ার কারণ শণাক্ত করে। যার মধ্যে রয়েছে- সহজ ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা খরচ কম।

শুভঙ্কর শাহ বলেন, ‘দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সরকার রেমিটেন্স পাঠানোর পদ্ধতি সহজ করতে এটা পরিকল্পনা গ্রহণ করছে।’

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক পরিচালক ১৭ লাখ শেয়ার ক্রয়

al-arafaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ১৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব আব্দুস সামাদ নামে কোম্পানিটির এই পরিচালক ১৭ লাখ শেয়ার ক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

নর্দার্ণ ইন্স্যুরেন্সে দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এ+’

northern-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, বিমাটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইসলামী ব্যাংকের ৯৬ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

islamiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্পন্সর ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এক্সেল ডায়িং এন্ড প্রিন্ট্রিং লিমিটেড নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ৬ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৯১৪টি শেয়ারের মধ্যে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক/ব্লক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া