মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স গ্রুপ

Riliancনিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের রিলায়েন্স গ্রুপের প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারি জানান, ৭৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটির ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য ধরা হয়েছে ৫ দশমিক ৮৫ টাকা। এ প্রকল্পে ২২ বছরে মোট খরচ হবে ৮০৯ কোটি ৪৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে রিলায়েন্স গ্রুপ সরকারের কাছে মেঘনাঘাট এলাকায় ৪০ একর জমি চেয়েছে। সরকারের পক্ষে এই জমি দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সূত্র আরও জানিয়েছে, প্রকল্পের অধীনে মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির জন্য একটি ভাসমান টার্মিনাল নির্মাণ করবে রিলায়েন্স। এছাড়া মহেশখালী থেকে বাখরাবাদ গ্যাস সিস্টেম পর্যন্ত রিলায়েন্সের অর্থায়নে একটি পাইপলাইন নির্মাণ করবে বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। ওই পাইপলাইন দিয়ে এলএনজিকে গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হবে।

সূত্র মতে, রিলায়েন্সের প্রস্তাবিত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি প্রয়োজন হবে। বাকি গ্যাস সরকার আন্তর্জাতিক বাজার দরে তাদের কাছ থেকে কিনে নেবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এশিয়া ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিবর্তন

Asia-Insurance-Limited SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, বিমাটির প্রধান অফিস রাজধানীর বাংলা মটরে রূপায়ন টাওয়ার নামে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল কারওয়ানবাজার।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা ৩০ মে

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বস্ত্র খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪টায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গত দিনের চেয়ে বেড়েছে। এদিন দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৬১২ কোটি ৭৮ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইউনাইটেড পাওয়ার, বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, মবিল যমুনা, বিডিকম অনলাইন, ইউনাইটেড পাওয়ার, বিএসসি ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৩১ কোটি ১৯ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বারাকা পাওেয়ার ও গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো।

 

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বারাকা পাওয়ার
  3. বেক্সিমকো লিমিটেড
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. অগ্নি সিস্টেমস
  6. মবিল যমুনা
  7. বিডিকম অনলাইন
  8. ইউনাইটেড পাওয়ার
  9. বিএসসি
  10. লংকাবাংলা ফাইন্যান্স।

জনতার ৩.৭৯ লাখ শেয়ার কেনার ঘোষণা

janata insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালক প্রায় ৩ লাখ ৮০ হাজার শেয়ার ক্রয় করবে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো: আলী হোসেন নামে বিমাটির এক পরিচালক ১ লাখ ৭৯ হাজার ৯ টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। আর মিসেস ফারহানা জামান নামে আরেক পরিচালক ২ লাখ ৫৬৬ টি শেয়ার বিক্রি করবে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

৫০,০০০ শেয়ার ক্রয় করবে সিটি ব্যাংক

citi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের একজন স্পন্সর ৫০,০০০ শেয়ার ক্রয় করবে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো: আলী হোসেন নামে এই স্পন্সর ব্যাংকটির ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

তরুণ ও দক্ষ একদল প্রকৌশলী নিয়ে এগিয়ে চলছে বিবিএস ক্যাবলস

bbsনিজস্ব প্রতিবেদক :

সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পাওয়া বিবিএস ক্যাবলস লিমিটেডের মালিকানায় রয়েছে দেশের খ্যাতনামা একদল তরুণ ও দক্ষ প্রকৌশলী। স্ব স্ব ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রী অর্জনকারী এসব প্রকৌশলী সুদৃঢ় প্রসারী এক ব্যবসায়ী পরিকল্পনা নিয়ে বিবিএসকে সফল ভাবে এগিয়ে নিচ্ছেন। এদের সফলতার জন্য সরকারের পক্ষ থেকে আসছে বিভিন্ন ধরণের সহযোগিতাও। ইতোমধ্যে নিজেদের একটি কোম্পানিকে শেয়ারবাজারের তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিবিএস ক্যাবলস লিমিটেডকে আইপিও র মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অনুমোদনও দিয়েছে বিএসইসি।

বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। এছাড়া দুই পরিচালক রয়েছেন ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মজিদ। এরা সবাই ছাত্রজীবনে দেশ বিদেশের নামকরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ডেগ্রী লাভ করেছেন। পরবর্তীতে নিজেদের মেধা মননশীলতাকে কাজে লাগিয়েছেন বিবিএস কোম্পানির পিছনে। এদির সংক্ষিপ্ত ব্যবসায়িক জীবনী তুলে ধরা হলো ….

ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান :

বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান ভারতের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়া ইন্সিটিটিউট অব টেকনোলজি (আইআইটি) হতে সিভিলে গ্রাডুয়েশন শেষ করেন। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) হতে পড়ালেখার সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। ১৯৯৮ সালে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করার পর ২০০১ সালে এটি শ্রীলংকান কোম্পানিতে সেলস ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করেন। এর ২ বছর পর ২০০৩ সালে সৌদি আরবভিত্তিক কোম্পানি জামিল স্টিলসের চাকুরী শুরু করেন। সেখানে কিছুদিন চাকুরী করে তা ছেড়ে দেন। এরপর মনোনিবেশ করেন নিজ ব্যবসায়। তিনি ছিলেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা উদ্দোক্তা।

পেশাগত প্রয়োজনে তিনি ভারত, শ্রীলংকা, চীন, থাইল্যান্ড, মালেশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশে ভ্রমন করেন। বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যান ছাড়াও তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস মেটালাজিক ইন্ডাস্ট্রিজ, হ্যালিক্স ওয়ার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ, জিয়ামেন রিফ্লেক্টিভ ইন্সালেসন লিমিটেড, বিবিএস ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং বিবিএস ইনফাট্রাক্চার লিমেটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার :

বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) হতে পড়ালেখা শেষ করে কর্ম জীবন শুরু করেন দেশের এটি নামকরা টেক্সটাইলে। ১৯৯৭ সালে তিনি সেখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) হিসাবে ছিলেন।

নিজের ব্যবসায়িক স্বপ্ন নিয়ে বিভোর খাকতেন এই মানুষটি। তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। চাকরি জীবনের সমাপ্ত ঘটিয়ে ২০০৩ সালে আরো কয়েকজন সমমনা উদ্দ্যোক্তা মিলে গড়ে তোলেন বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড। এরপর বিবিএস ক্যাবলস লিমিটেডকে আজকের স্থানে নিয়ে এসেছেন নিজের দৃঢ়তা ও নেতৃত্বের গুনাবলীতে।

আবু নোমান হাওলাদার বিবিএস ক্যাবলস লিমিটেডের এমডি ছাড়াও তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস মেটালাজিক ইন্ডাস্ট্রিজ, হ্যালিক্স ওয়ার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ, নাহী এলুমিনিয়াম কম্পােজিট প্যানেল লিমিটেড, জিয়ামেন রিফ্লেক্টিভ ইন্সালুসন লিমিটেড, বিবিএস ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিবিএস ইনফাট্রাক্চার লিমেটেড ও বিবিএস ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের দায়িত্ব পালন করছেন।

ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী :

বিবিএস ক্যাবলস লিমিটেডের একজন পরিচালক ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরীও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল বিভাগে পড়ালেখা শেষ করেন। পড়ালেখা শেষ করে তিনি আমেরিকাভিত্তিক একটি মাল্টি বিল্ড কোম্পানিতে চাকুরী শুরু করেন। তিনি পেশাগত কাজের পাশাপাশি বিল্ডিং ব্যবস্থাপনার উপর দেশ-বিদেশে বিভিন্ন ধরণের কর্মশালায় অংশগ্রহণ করে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

তিনিও এক সময় সৌদিআরবভিত্তিক কোম্পানি জামিল স্টিলসের চাকুরী করেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা উদ্দ্যোক্তা ছিলেন তিনি।

বিবিএস ক্যাবলস লিমিটেড ছাড়াও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস মেটালাজিক ইন্ডাস্ট্রিজ, হ্যালিক্স ওয়ার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ, জিয়ামেন রিফ্লেক্টিভ ইন্সালেসন লিমিটেড, বিবিএস ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং বিবিএস ডেভেলপার্স লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মজিদ :

কোম্পানিটির আরেক পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মাঝি ১৯৯৬ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়াস বিভাগে পড়ালেখা শেষ করেন। ছাত্র জীবনে তিনি ভালো সম্বন্বয়কারী হিসাবে থ্যাত ও পুরূস্কার লাভ করেন। পড়ালেখা শেষ করেই তিনি যমুনা সেতু প্রকল্পে চাকুরী পান।

যমুনা সেতু প্রকল্পে ভালো দায়িত্ব পালনের জন্য তিনি পুরূষ্কুতও হন। সেখানে তিনি সেফটি ইঞ্জিনিয়ার্স হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ (ইআইবি)র একজন ফেলো মেম্বার।

২০০৩ সালে প্রতিষ্ঠিত তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা উদ্দ্যোক্তা ছিলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

‘জিডিপি অর্জন করতে শক্তিশালী বন্ড মার্কেট দরকার’

gdpনিজস্ব প্রতিবেদক :

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ থেকে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ত্বরান্বিত করতে শক্তিশালী বন্ড মার্কেট দরকার। এই মার্কেটে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সহায়ক পরিবেশও নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বন্ডে বিনিয়োগের বিপরীতে ভালো সুদ দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

আইডিএলসি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। রাজধানীর র‍্যাডিসন হোটেলে গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়ন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। দ্বিতীয় পর্বে আলোচনা সভা হয়।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বন্ড মার্কেট উন্নয়নে সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করছে সরকার। বর্তমান সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক উদারীকরণে বিশ্বাস করে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার স্বপন কুমার বালা বলেন, বন্ডে বিনিয়োগকারীদের ভালো সুদ দিতে হবে। আবার বন্ড বাজার সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।

পরের অধিবেশনে বন্ড বাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন্ড মার্কেট বিশেষজ্ঞ কুমার বিদ্যুৎ সাহা। করপোরেট বন্ড সম্পর্কে তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানকে তাদের সব তথ্য প্রকাশ করতে হবে। বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব তথ্য প্রকাশ করার প্রবণতা খুবই কম। তাঁর মতে, বাংলাদেশে শক্তিশালী বন্ড মার্কেট না থাকা সত্ত্বেও ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। শক্তিশালী বন্ড মার্কেট তৈরি হলে ৮ থেকে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ত্বরান্বিত হবে।

বলেন, ‘বন্ড মার্কেটের অগ্রগতির বিষয়টি নির্ভর করে চাহিদার ওপর। বাংলাদেশে এখনো সেই চাহিদা ক্লিক করেনি। এখনো ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমি কেন বন্ডে বিনিয়োগ করে পাঁচ-ছয় বছর টাকা আটকে রাখব। যেখানে ব্যাংকে টাকা রাখলে ভালো সুদ পাওয়া যায়।’ তাঁর মতে, বন্ডগুলো যেহেতু দীর্ঘমেয়াদি হয়; তাই এর সম্পদ-দায় ব্যবস্থাপনায় সুশাসন জরুরি।

আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খানের সভাপতিত্বে এই অধিবেশনে আরও বক্তব্য দেন বিএসইসির পরিচালক রেজাউল করিম, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মুখ্য আর্থিক খাত বিশেষজ্ঞ পিটার ম্যারো, বিল্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মীর সাজেদ উল বাশার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোর্শেদ ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের পরিচালক মিনহাজ জিয়া।

স্টকমার্কেটবিডি.কম/