বঙ্গজ লিমিটেডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় বঙ্গজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

রহিম টেক্সটাইলের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

rahimস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সায়মা মতিন চৌধুরি নামে এই পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বেচবেন। তার হাতে কোম্পানিটির মোট ১৩,৬৪,১১৮ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ড্রাগন সোয়েটার
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. ইউনিক হোটেল
  6. স্কয়ার ফার্মা
  7. ন্যাশনাল টিউবস
  8. লংকা বাংলা ফাইন্যান্স
  9. ইসলামী ব্যাংক
  10. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো লিমিটেড।

দ্যা পেনিনসুলার ২.৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

the-peninsula-chittagongস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইন্জিনিয়ার মোশাররফ হোসেন নামে এই পরিচালক কোম্পানিটির ২.৫ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট/ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স ফুটওয়ারের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-২’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ