লংকা বাংলা ফাইন্যান্সের ১২% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার (১০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় উক্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ বছরে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। যা আগের বছর এই আয় হয়েছিল ৯৪ পয়সা।

আগামী ২৯ এপ্রিল, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত বিমাটির বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এই সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬০.৭৩ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ডিবিএ প্রতিনিধিদল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র সাথে সাক্ষাৎ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (১০ মার্চ, ২০২১) এসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা বোর্ডের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সাথে তার বেইলি রোডের সরকারী দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপ হয়।

শরীফ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রোকারেজ হাউজ গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ব্রোকারেজ হাউজই একমাত্র প্রতিষ্ঠান যারা বিনিয়োগকারীদের বিও একাউন্ট খোলার মাধ্যমে তাদের শেয়ার ক্রয়-বিক্রয়ের কাজে সরাসরি সম্পৃক্ত থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। ব্রোকারেজ হাউজের এরূপ সেবা ও কার্যক্রমে বিনিয়োগকারীদের আস্থার জায়গা থেকেই তারা নিশ্চিন্তে ব্রোকারেজ হাউজে আসে এবং বিনিয়োগ কর্মকান্ডে যুক্ত হয়।

ডিবিএ’র সভাপতি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং সম্প্রসারনে শেয়ারবাজারের ভূমিকা ও গুরুত্বের কথা তুলে ধরেন এবং শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের ব্যবসায়িক উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় বিরাজমান সমস্যার সমাধানে মন্ত্রীর নিকট সহযোগীতা কামনা করেন।

এ সময়ে বাণিজ্য মন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগের সহিত শুনেন এবং তার মন্ত্রনালয় ভিত্তিক শেয়ারবাজার সংক্রান্ত যে কোন বিষয়ে সর্বাত্বক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক মো. সাইফুদ্দিনসহ ডিবিএর অন্যান্য পরিচালকগণ শেয়ারবাজারের সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে ইতিবাচক বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই’র রিয়েল টাইম ডাটা সরবরাহের উদ্যোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের অধিকতর স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের হাতের মুঠোয় সকল ধরনের সেবা পৌঁছে দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রিয়েল টাইম ডাটা সরবরাহের উদ্যোগ নিয়েছে।

আজ বুধবার (মার্চ ১০, ২০২১ তারিখে) একটি ফিনটেক প্রতিষ্ঠান ডিসিশন মেকার্স লিঃ এর সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর মধ্যে প্রথমবারের মত রিয়েল টাইম ডাটা বিক্রয় বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রোডাক্ট ও মার্কেট ডেভেলমেন্ট বিভাগের উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং ডিসিশন মেকার্স লিঃ এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাচ্ছির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএসই’র রিয়েল টাইম মার্কেট ডাটায় ট্রেডিং প্রাইস, সূচক এবং তালিকাভুক্ত সিকিউরিটিজসমূহের সব ধরনের তথ্য রয়েছে। ট্রেডিং ইঞ্জিন থেকে মার্কেট ডাটা সরাসরি সংগ্রহের ফলে বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং বাজার সংশ্লিষ্ট তথ্য উপাত্ত ভিত্তিক গবেষণামূলক রিপোর্ট তৈরি করা সম্ভব।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ১৮ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে আর্থিক প্রতিষ্ঠানটি। গত বছর আর্থিক প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে লূব-রেফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লূব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১৩ কোটি ২ লাখ ১৩ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ৫৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বিডির ৫৮ কোটি ১৯ লাখ, সামিট পাওয়ারের ৫৪ কোটি ৭৩ লাখ, বিএটিবিসির ৩১ কোটি ১৭ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ২৯ কোটি ৪৩ লাখ, বেক্সিমকো ফার্মার ২৪ কোটি ১৪ লাখ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডর ২০ কোটি ৪৭ লাখ ও এস.এস. স্টিল লিমিটেডের লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৮ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

১.লূব-রেফ (বাংলাদেশ) লিমিটেড
২.বেক্সিমকো লিমিটেড
৩.রবি আজিয়াটা
৪.লাফার্জ হোলসিম বিডি
৫.সামিট পাওয়ার
৬.বিএটিবিসি
৭.লংকা বাংলা ফাইন্যান্স
৮.বেক্সিমকো ফার্মা
৯.ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১০.এস.এস. স্টিল লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৫৬৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৪৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৪৩ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ১১৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, লাফার্জ হোলসিম বিডি, সামিট পাওয়ার, বিএটিবিসি, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এস.এস. স্টিল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে৫০টির, কমেছে ১১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ফিনল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহবান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে ফিনল্যান্ডকে অধিক পরিমাণে বি‌নি‌য়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৯মার্চ) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেখা হাভেস্তোর সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় রোহিঙ্গা সংকট সমাধানে ফিনল্যান্ডের কাছে সহায়তা চাওয়া হয়। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এই সংকট সমাধানে ফিনল্যান্ড ভূমিকা রাখবে বলেও জানান পেখা হাভেস্তো।

বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান পেখা হাভেস্তো। বৈঠককালে ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড