ইষ্টার্ণ হাউজিংয়ের বোর্ড সভা ১৩ ডিসেম্বর

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের বোর্ড সভা আগামী ১৩ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা ৩টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

  1. কাসেম ড্রাইসেল
  2. বিএসআরএম স্টিলস
  3. আফতাব অটোস
  4. সাইফ পাওয়ারটেক
  5. গ্রামীন ফোন
  6. স্কয়ার ফার্মা
  7. কেডিএস এক্সেসরিজ
  8. ইফাদ অটোস
  9. বেক্সিমকো ফার্মা
  10. লাফার্জ সুরমা সিমেন্ট।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬.৬৯ পয়েন্ট কমে ৪৬০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ১৪.৯৫ পয়েন্ট কমে ১১১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৬৯ পয়েন্ট কমে ১৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে কম। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৬২ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৯৬টির আর অপরিবর্তিত আছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- কাসেম ড্রাইসেল, বিএসআরএম স্টিলস, আফতাব অটোস, সাইফ পাওয়ারটেক, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।

অপরদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১০২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএএসপিআই সূচক ১৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ৯৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

 

সাইফ পাওয়ারের ২ উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী খাতের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানি লিমিটেডের দুই উদ্যোক্তা নিজের হাতে থাকা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, তরফদার মো: রুহুল আমিন ও তরফদার নিগার সুলতানা নামে এই দুই জন উদ্যোক্তা পরিচালক নিজের হাতে থাকা প্রতিষ্ঠানটির ১৫ লাখ ও ১০ লাখ শেয়ার বিক্রয় করবেন।

তাদের হাতে কোম্পানিটির শেয়ার রয়েছে যথাক্রমে ১ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার ২৯৩ ও ১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৭৪ টি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে তারা এসব শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

বেঙ্গল উইন্ডসোরের ২.১৯ কোটি টাকা বিনিয়োগ

bengleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানে ২.১৯ কোটি টাকা বিনিয়োগ করবে। সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিন পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস লিমিটেড (বিপিএসটিএল) নামের এই সাবসিডিয়ারিকে ২ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকা বিনিয়োগ করবে।

এই বিনিয়োগে বিপিএসটিএলে বেঙ্গল উইন্ডসোরের শেয়ারের মালিকানা ৯৯.৯৪ শতাংশে উন্নীত হবে। যা আগে ৯৯.৪০ শতাংশ ছিল।

কোম্পানির ১০০ টাকা অভিহিত মূল্যের ১ লাখ ৭৯ হাজার ৫০০ শেয়ার ১২১.৯৬ টাকায় ক্রয় করবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

প্রণোদনার জোয়ারে ৫ বছর : প্রশ্নবিদ্ধ বিএসইসি

bsecবিশেষ প্রতিনিধি :

শেয়ারবাজারে ২০১০ সালের বড় বিপর্যয়ের পর গত ৫ বছরে প্রণোদনার জোয়ার এসেছে। এরপরও অজ্ঞাত কারণে সংকট কাটছে না। বিভিন্ন সুবিধা আদায়ে অসাধু চক্র সক্রিয় থাকায় কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

বাজারের উন্নয়নের পরিবর্তে দুর্বল কোম্পানির আইপিও (প্রাথমিক শেয়ার) অনুমোদন দিয়ে সংকট বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে ক্ষোভ অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের।

জানা গেছে, একটি প্রণোদনার পর কয়েক দিন সূচক বাড়ে। এরপর টানা পতন শুরু হয়। শুরু হয় নতুন বায়না। এভাবেই গত ৫ বছর চলেছে দেশের শেয়ারবাজার।

যদিও অর্থনীতিবিদরা বলছেন, এটা আস্থার সংকট। তবে কেউ কেউ বলছেন পুরাতন খেলোয়াড়রা বাজারে সক্রিয়। নেপথ্যে তাদের নিয়ন্ত্রণেই রয়েছে বাজার। তাদের মতে, এ অবস্থার উত্তরণে কৃত্রিমভাবে সূচক না বাড়িয়ে বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া উচিত।

প্রণোদনা :
বিপর্যয়ের পর ২০১১ সালেও বিনিয়োগকারীদের লভ্যাংশের ওপর কর দিতে হতো। স্টক এক্সচেঞ্জের দাবির কারণে ধাপে ধাপে ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত করা হয়েছে। বর্তমানে এ পরিমাণ লভ্যাংশ পেলে তা আয়করমুক্ত। এছাড়া ডিমিউচুয়ালাইজেশনের পর স্টক এক্সচেঞ্জকে ৫ বছর কর অবকাশ দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরে শতভাগ করমুক্ত। এছাড়া কোনো কোম্পানি বা অংশীদারি ফার্ম পুঁজিবাজারের বিনিয়োগ হতে যে টাকা মুনাফা করে, তার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হতো। বর্তমানে তা করমুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে মুনাফা করলে উৎসে কর দিতে হবে না।
সুদ মওকুফ : মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসসহ সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হিসাবের ৫০ শতাংশ সুদ মওকুফ করতে পারবে। বাকি ৫০ শতাংশ সুদ ব্লক অ্যাকাউন্টে রেখে তিন বছরে কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়া হয়েছে।

আইপিওতে বিশেষ কোটা :
২০১২ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত সব কোম্পানির আইপিওতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা দেয়া হয়েছে।

তহবিল গঠন :
বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ৯শ’ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর এ তহবিলের মেয়াদ শেষ হবে। এটি বিতরণের দায়িত্ব রয়েছে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই তহবিল থেকে এরই মধ্যে ৩৪টি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক ৬৩৫ কোটি টাকা নিয়েছে। এতে বিনিয়োগকারীর সংখ্যা ২৫ হাজার।

প্রভিশন সুবিধা :
ব্রোকারেজ হাউসের পুনর্মূল্যায়নজনিত ক্ষতির বিপরীতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশেষ প্রভিশন সুবিধা দেয়া হয়েছে। এর ফলে গ্রাহকের অ্যাকাউন্ট নেতিবাচক ১৫০ শতাংশ পর্যন্ত নেতিবাচক হলেও একসঙ্গে প্রভিশনিং করতে হবে না। ত্রৈমাসিক ভিত্তিতে ৫টি সমান কিস্তিতে তা সংরক্ষণ করা যাবে।

ব্যাংকের বিনিয়োগ সমন্বয় :
ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনায় অতিরিক্ত বিনিয়োগ নিয়ে সমস্যায় পড়ে ব্যাংক। ফলে বাজারে টানা দরপতন শুরু হয়। বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করেন, অল্প সময়ে বিনিয়োগ সমন্বয়ের চাপ থাকায় বাজার নেতিবাচক হচ্ছে। এ দাবির কারণে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১৮ সালের জুন পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কর কমানো :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত অন্যান্য খাতের কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
কালো টাকা বিনিয়োগ : আয়কর অধ্যাদেশ সংশোধন করে স্থায়ীভাবে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দেয়া হয়েছে। এর ফলে নির্ধারিত করের পর অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যায়।

 

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

কেয়া কসমেটিকসের বোর্ড সভা ৮ ডিসেম্বর

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা ৪টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

কেয়া কসমেটিকস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে