সিএসই ও থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর

IMG_8762স্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ  এবং দি স্টক এক্সচেঞ্জ অব থাইল্যান্ড’র (এসইটি) মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর হয়েছে। ওর্য়াল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জের ব্যাংকক এ অনুষ্ঠিতব্য বার্ষিক এসেম্বলি উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল ব্যাংকক সফর করেন। খবর : সংবাদ বিজ্ঞপ্তি।

উক্ত সফরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক-এ(গঙট) অর্ন্তভুক্ত বিষয়গুলো হলো তথ্য আদান-প্রদান, ট্রেনিং এবং কর্মকর্তা বিনিময় প্রোগ্রাম, বিভিন্ন সেবা এবং পণ্য বিষয়ক ধারণার উদ্ভাবন, আদান-প্রদান ও উন্নয়ন, বিনিয়োগ বিস্তার এবং ব্যবসার সুযোগ সম্প্রসারণের ব্যাপারে সহযোগিতা এবং যে কোন ধরনের দ্বি-পাক্ষিক সহযোগিতা। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিস কেসারা মানচুসরি এবং জনাব এম. সাইফুর রহমান মজুমদার সমঝোতা স্মারক এ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই-এর চেয়ারম্যান ড. এ কে. আব্দুল মোমেন এবং ব্যাংককে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ নাজমুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক,  নিউজিল্যান্ড স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জেমসমিলার, এবং মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ  ইন্ডিয়াএর প্রেসিডেন্ট পারভীন কুমার সিংহলের সাথে ব্যাংককে আলাদা আলাদা বৈঠক করেন। গত ৭ সেপ্টেম্বর এ সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর হয়। ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সোমবার থেকে স্বর্ণের দাম আবারও বাড়ল

goldবিশেষ প্রতিবেদক :

টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রায় এক মাস পর ভরপ্রতি এবার ৫৮৩ টাকা থেকে এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দর সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

সর্বশেষ গত ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফায় বাড়ানোর পর ৮ মে ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা দাম কমিয়েছিল বাজুস।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫০ হাজার ১৫৫ টাকায়। রোববার পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রি হয় ৪৮ হাজার ৬৩৯ টাকা। অর্থাৎ ভরিতে দাম বাড়ছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বেড়ে বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৯০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৮৩ টাকা বেড়ে বিক্রি হবে ২৬ হাজার ৮২৭ টাকায়।

তবে স্বর্ণের দর বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে বলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থাৎ ২১ ক্যাডমিয়ামের প্রতিভরি রুপা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিজিএমইএ সময় পেল ৫ অক্টোবর পর্যন্ত

bgmeaবিশেষ প্রতিবেদক :

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিজিএমইএ ভবন থেকে কার্যালয় সরাতে এক বছর সময় চেয়ে সংগঠনটির পক্ষ থেকে করা আবদনের শুনানি আগামী ৫ অক্টোবর। সেদিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ তারিখ ধার্য করা হয়েছে।

আজ সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ তারিখ ধার্য করেন। সেই সঙ্গে ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষকে বেঁধে দেওয়া ছয় মাসের মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

সংস্থাটির আইনজীবী বলেন, ফলে এ সময় পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে।

গত ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ’কে ভবন ভাঙতে ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন, যা কাল শেষ হচ্ছে। এর ঠিক এক দিন আগে বিজিএমইএর আবেদনের ওপর আদালত আজ এ আদেশ দিলেন।

গত ২৩ আগস্ট কার্যালয় অন্যত্র সরাতে আরও এক বছর সময় চেয়ে আবেদনটি করে, যা আজ চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোমবারও লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০এর কোম্পানির তালিকায় টানা দুইদিন ধরে শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। তবে গতকালের চেয়ে আজ লেনদেনর শীর্ষ ১০ কোম্পানিটির শেয়ারের সংখ্যা ও বাজার দর কমেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ২ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৫ কোটি ৬৭ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬৪.৪০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬২.৭০ টাকা। আর সর্বশেষ ৬৩.৭০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ৫৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ১৫ লাখ টাকা। সর্বোচ্চ ৬৯.৩০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬৫.৬০ টাকা। আর সর্বশেষ ৬৬.৪০ টাকায় লেনদেন হয়।

গতকালের মত আজও তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩১ কোটি ৮৮ লাখ টাকা। সর্বোচ্চ ৩০৬.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৯৮.৭০ টাকা। আর সর্বশেষ ৩০২ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিএমসি কামাল টেক্সটাইল মিলস্ লিমিটেডের বাজার দর ২৫ কোটি ৮ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বাজার দর ২৩ কোটি ২৯ লাখ, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বাজার দর ২০ কোটি ৭৮ লাখ, সিটি ব্যাংক লিমিটেডের বাজার দর ১৯ কোটি ১৮ লাখ টাকা, গতকালের মত একই অবস্থানে ফরচুন সুজ লিমিটেডের বাজার দর ১৯ কোটি টাকা, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৫৫ লাখ টাকা ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৪২ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

ফার্স্টলিড সিকিউরিটিসের সদস্য পদ স্থগিত

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রামের একটি ব্রোকার হাউজের সদস্য পদ আপাতত স্থগিত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, সিএসই ট্রেক ধারক ফার্স্টলিড সিকিউরিটিস লিমিটেডের (ট্রেক #১২২) সদস্য পদ আপাতত স্থগিত করা হয়েছে। সিকিউরিটিস অনাপত্তি আইন ২০১৩ বিধিমালার  ৮ (১), (২) (সি)বিধি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (লেনদেন অধিকার ধারণ সনদ) অনুসারে এ সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

করপোরেট পরিচালকের ১ কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির করপোরেট পরিচালকদের মধ্যে দ্যাট’ স ইট ফ্যাশনস লিমিটেড ১ কোটি ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. লাফার্জ সুরমা
  3. স্কয়ার ফার্মাসিটিক্যালস
  4. সিএমসি কামাল
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. যমুনা ওয়েল
  7. সিটি ব্যাংক
  8. ফরচুন সুজ
  9. বেক্সিকো
  10. ন্যাশনাল ব্যাংক

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন সামান্য কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমাসহ লেনদেন ১০৭ কোটি ৫৬ লাখ টাকা কমেছে।  এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৫২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় প্রবণতায় লেনদেন ৬ কোটি ৬১ লাখ টাকা কমার পাশাপাশি কমেছে কোম্পানির শেয়ারদর। এদিন সেখানে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ১১৫২ কোটি ৩৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে  ১০৭ কোটি ৫৬ লাখ টাকা কম। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১২৫৯ কোটি ৯০ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২৮ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৪ বেড়ে ১৩৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৭.৩৪ বেড়ে ২২০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে এসময় ডিএসইতে লেনদেনকৃত ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মাসিটিক্যালস, সিএমসি কামাল, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ওয়েল, সিটি ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিকো ও ন্যাশনাল ব্যাংক।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৭ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৬ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল রবিবার এই লেনদেন ৭৭ কোটি ৫৮ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিঙ্গার বিডি ও লাফার্জ সুরমা।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ব্যাংক উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

mercantilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো. মিজানুর রহমান চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা তার থাকা ৬৮ লাখ ৩ হাজার শেয়ারের মধ্যে ২ লাখ ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ওইমেক্স ইলেক্ট্রোডের আইপিও আবেদনে ব্যাপক সাড়া

oimex-IPO ADনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ওইমেক্স ইলেক্ট্রোডের আইপিও আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। এই কোম্পানির শেয়ারটি সেকেন্ডারি বাজারে লাভজনক হবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। এছাড়া সর্বশেষ আইপিওতে আসা একটি কোম্পানির শেয়ার দর ওইমেক্স ইলেক্ট্রোডে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে আইপিওধারীদের। সম্প্রতি সরেজমিনে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করলে এ তথ্য জানান তারা।

চলতি মাসের গত ৫ সেপ্টেম্বর ওইমেক্স ইলেক্ট্রোডের আইপিও আবেদন জমা শুরু হয়। আইপিও আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। ঈদের আমেজের জন্য ৫ ও ৬ সেপ্টেম্বর হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিত কম ছিল। ঢিমেতালে চলতে থাকে আইপিও আবেদন। তবে এর পরের দিন গত বৃহস্পতিবার ও রবিবার এতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

সরেজমিনে রাজধানীর মতিঝিলের ব্রোকার হাউজগুলোতে দেখা যায়, নতুন ও পুরাতন অনেক আইপিও বিনিয়োগকারীরা এই কোম্পানির আবেদন করছেন। অনেকে এসেছেন ওইমেক্স ইলেক্ট্রোডের আবেদনের শেষদিন জানতে আর কোম্পানির বিস্তারিত খোঁজ খবর নিতে।

এমনই এক বিনিয়োগকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিনাত মাহমুদ বলেন, ওইমেক্স ইলেক্ট্রোডের শেয়ার দর ভালো পাওয়া যাবে। তিনি এই শেয়ারের আবেদন করেছেন ৩০টা। এর বিপরীতে লটারি বিজয়ী হবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তিনি।

শতাধিক বিও হিসাবের মালিক জহির উদ্দিন জানান, আইপিও করেও পুঁজি হারাতে বসেছিলাম। বিবিএস ক্যাবলসের কিছু মুনাফা করে নতুন করে আশার আলো দেখছি। ওইমেক্স ইলেক্ট্রোডের আবেদন করার মতো ভালো কোম্পানি। তাই বুঝেশুনে আবেদন করছি, সবগুলো বিওতেই আবেদন করব।

বিডি ফাইন্যান্স সিকিউরিটিজের ট্রেডার রিয়াজ উদ্দিন বলেন, বর্তমানে আইপিও কোম্পানিগুলোতে লাভ বেশি পাওয়ায় বিনিয়োগকারীরা সেদিকে ঝুকে পড়ছেন। ওইমেক্স ইলেক্ট্রোডের আইপিও আবেদন ভালোই হবে। কোম্পানি সম্পর্কে এখন পর্যন্ত কোনো নেতিবাচক বিষয় আমাদের কানে আসেনি।

তিনি জানান, অনেককেই দেখছি বিবিএস ক্যাবলসের শেয়ার বিক্রি করতে আগ্রহ প্রকাশ করছেন। তারা এ টাকা দিয়ে ওইমেক্স ইলেক্ট্রোডের শেয়ারে বিনিয়োগ করবেন বলে জানাচ্ছেন। এই কোম্পানিটির আবেদন সংখ্যা সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে মনে করেছেন তিনি।

উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে মোট ১৫ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারটির প্রতি লটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এবি.