পাতালরেলের দৃশ্যমান কাজ এ বছরই: সেতুমন্ত্রী

obaidul-quader-sm-en20170615130453স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেলের মতো পাতালরেলের দৃশ্যমান কাজ এ বছরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাঁচটি ফেইজে পাতালরেলের কাজ হবে। এমআরটি লাইন ১, এমআরটি লাইন ২, এমআরটি লাইন ৩, এমআরটি লাইন ৪ ও এমআরটি লাইন ৫। ২০৩০ সালের মধ্যে সবকটি এমআরটি লাইনের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওলায় ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের’ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, এমআরটি লাইন ১ ও ৫–এর কাজ আগে হবে। এমআরটি লাইন ১–এ আছে সাড়ে ১৬ কিলোমিটার, আর ৫–এ আছে সাড়ে ১৩ কিলোমিটার।
কবে পাতালরেলের দৃশ্যমান কাজ শুরু হবে? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন ফিজিবিলিটি টেস্ট চলছে, এ বছরেই দৃশ্যমান কাজ শুরু হবে। এ ছাড়া ঢাকা এলিভেটেট এক্সপ্রেসের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্টের কাজও ২০২২ সালের মার্চে শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজটি পিপিপি প্রজেক্ট করছে। চায়না এক্সিম ব্যাংক এই প্রজেক্টের অর্থায়ন করছে। প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে ছিল অর্থায়নের জন্য। এখন কাজ পুরোদমে চলছে। ঢাকা এলিভেটেট এক্সপ্রেসের কাজও এখন দৃশ্যমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এই লাইনের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭০ কিলোমিটার বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকল্পটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে এয়ারপোর্ট থেকে বনানী, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার ও শেষ ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত কাজ হবে। প্রথম ধাপের কাজ আগামী জানুয়ারিতে সম্পন্ন হবে। আর পুরো কাজ শেষ হবে ২০২২ সালের মার্চ মাসে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নতুন ভ্যাট আইনটি ভালো : বহুজাতিক পরামর্শক

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনটি ভালো বলে উল্লেখ করেছে বহুজাতিক পরামর্শক সেবা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস। প্রতিষ্ঠানটি বলছে, নতুন আইনে ব্যবসায়ীদের আগের চেয়ে আরও বেশি নিয়মনীতি মেনে চলতে হবে। হিসাবপত্র ঠিকমতো রাখতে হবে। তবে কিছু পণ্যে দাম যেমন বাড়তে পারে, আবার কমতেও পারে। ।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাজেট বিশ্লেষণ তুলে ধরেছে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ লিমিটেড। গুলশানে প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ, প্রাইসওয়াটারহাউস অ্যান্ড কো. এলএলপি অংশীদার পুলক সাহা, ট্যাক্স ও রেগুলেটরি সার্ভিসের অংশীদার সুস্মিতা বসু প্রমুখ।
মামুন রশিদ বলেন, নতুন ভ্যাট আইন কার্যকর করতে অর্থবিল পাস করা হবে। এই আইনটি যেন সহনীয় মাত্রায় কার্যকর করতে পারে সে জন্য গ্রাহক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কাজ করবে প্রাইসওয়াটারহাউসকুপারস।

প্রাইসওয়াটারহাউসকুপারস বলছে, নতুন আইনে সিকিউরিটি সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সেবা, রক্ষণাবেক্ষণ সেবা, অ্যামিউজমেন্ট পার্কের প্রবেশ মাশুল, নারীকর্মী কর্তৃক পরিচালিত শোরুমের ভাড়া, বিভিন্ন সামাজিক ক্লাবের সদস্য মাশুলের ওপর ভ্যাট হার কমানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে সিরিয়াল, নাটক, টেলিফিল্ম ইত্যাদি সরবরাহ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল বিজনেস, মোবাইল ফোনে কথা বলা, ক্রেডিট রেটিং এজেন্সি, নির্মাণ সেবা, বিমান ও হেলিকপ্টার ভাড়ায় ভ্যাট হার বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে দাম বাড়তে পারে, কমতে পারে।

সুস্মিতা বসু বলেন, নতুন আইনের মাধ্যমে এত বড় একটি পরিবর্তন হলো, এতে কিছুটা ব্যত্যয় থাকতেই পারে। আমদানি পর্যায়ে ৫ শতাংশ আগাম কর আরোপ প্রসঙ্গে পুলক সাহা বলেন, এটি নিয়ে কোনো সমস্যা হলে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে আলোচনা করতে পারে।

পুলক সাহা বলেন, নতুন আইনটি ব্যবসায়ীদের আগে বুঝতে হবে। নতুন আইনটি আধুনিক আইন। ব্যবসায়ীদের আগের চেয়ে অনেক নিয়মনীতির মধ্যে থাকতে হবে। হিসাবনিকাশ ঠিকমতো রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

মে মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে

mannanস্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি অর্থবছরের মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। এপ্রিলে এর পমিাণ ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। আর গতবছরের মে মাসে খাদ্যপণ্যের মূলস্ফীতি ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি সামাণ্য বেঁড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

এ সময় পরিকল্পনা সচিব নুরুল আমিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী,শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির চাপ অনেকটা কম। মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ। খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক শূণ্য ১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৬ শতাংশে,যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক শূণ্য ৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

৮,০৫৩ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্পের অনুমোদন

ECNEC-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পসহ মোট ১১ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৮ হাজার ৫৩ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের আজ অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৩৮৯ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫৫১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৪ হাজার ১১৩ কোটি ২৫ লাখ টাকা।

প্রধানমন্ত্রী প্রকল্পসমূহ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

পরিকল্পনা সচিব নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী হাইওয়ে সড়ক নির্মাণের সময় চালকদের বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্রামাগার নির্মাণের জায়গা কোথায় হবে সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক ও জনপদ বিভাগ।

পরিকল্পনা সচিব জানান, প্রধানমন্ত্রী পৌরসভার বাইরে ইউনিয়ন পর্যন্ত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর জন্য কত টাকার প্রয়োজন হবে, তার হিসাব নিকাশ করতে বলেছেন তিনি।

একনেক সভার শুরুতে প্রধানমন্ত্রী বিশ্বকাপ ক্রিকেটে গতকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ বিজয় লাভ করায় দেশবাসীকে অভিনন্দন জানান।

একনেক অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জজেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭১০ কোটি ৭৪ লাখ টাকা। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৭৫১ কোটি ৫০ লাখ টাকা। আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের ব্যবস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫৯ কোটি ৬২ লাখ টাকা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৫২ কোটি ৩৬ লাখ টাকা। ‘ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারএ্যাবেল গ্রুপ ডেভলপমেন্ট প্রোগ্রাম’ (২য় পর্যায়) প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩১৭ কোটি ২৭ লাখ টাকা।

এছাড়া কুমিল্লা-চাঁদপুর-ব্রাক্ষণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ৩২৫ কোটি ৫৩ লাখ টাকা। পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১২৩ কোটি ৩৫ লাখ টাকা। প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যেও মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন প্রকল্পে খরচ হবে ১০৫ কোটি ৬০ লাখ টাকা। খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৯১৯ কোটি ২৬ লাখ টাকা। রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯১ কোটি ৭৪ লাখ টাকা। বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৯৫ কোটি ৭৫ লাখ টাকা। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

গত বছরের ১১ মাসে ৬৮ শতাংশ এডিপি বাস্তবায়ন

adpস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯৭ শতাংশ। এ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে এক লাখ ২০ হাজার ৪৩ কোটি টাকা। বিগত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬২ দশমিক ৮১ শতাংশ টাকার অংকে যার পরিমাণ ৯৮ হাজার ৯৭৮ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত অর্থবছরের তুলনায় এ বছর এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। পাশাপাশি খরচের পরিমাণও বেড়েছে। প্রকল্প বাস্তবায়নের মানের দিকে নজর রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

চলতি অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে-নির্বাচন কমিশন সচিবালয়, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ,ধর্মবিষয়ক মন্ত্রণালয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

এলপি গ্যাসের দাম নির্ধারণের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এলপি গ্যাসের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে বিইআরসিকে প্রতিবেদন আকারে ওই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে নির্দেশ হাইকোর্টের

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত ও বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ডেল্টা লাইফের এজিএম ও রেকর্ড ডেট পরিবর্তন

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভা ও পূর্ব-নির্ধারিত রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। সিএসইর সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সিএসইর সূত্রে আরো জানা যায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের রেকর্ড ডেট আগামী ৮ জুলাইয়ের পরিবর্তে ৯ জুলাই করা হয়েছে।

আর বার্ষিক সাধারণ সভার দিন ২৩ জুলাইয়ের পরিবর্তে ২৪ জুলাই করা হয়েছে। তবে বার্ষিক সাধারণ সভার অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১ম প্রান্তিকের বোর্ড সভা ২৪ জুন

ilf-stockmarketbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুন আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানি টির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি