‘তিন বছরের মধ্যে শেয়ারবাজার আরো শক্তিশালী হবে’

muhitনিজস্ব প্রতিবেদক :

২০২০ সালের মধ্যে দেশে একটি শক্তিশালী শেয়ারবাজার সৃষ্টি হবে। ওই সময়ে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচিত হবে। তারপর আমরা নতুন জগতে চলে যাবো।

রবিবার রাজধানীর মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্টের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আমাদের একটা শক্তিশালী শেয়ারবাজার সৃষ্টি হবে। যেখান থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে উদ্যোগ নিতে পারবো। মাত্র ৩ বছর বাকি; এর মধ্যেই শেয়ারবাজার শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ কখনোই আমেরিকার ঝুড়ি ছিল না। আমেরিকা কখনোই বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব দেয়নি। বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি দেশ আমেরিকা।

বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেননি। বলেছিলেন দেশটির ডেপুটি সেক্রেটারি অ্যালেক্সিস জনসন।’ তিনি আরও বলেন, ‘জনসন কিসিঞ্জারকে বলেছিলেন যে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, সেটি তলাবিহীন ঝুড়ি হবে। তখন কিসিঞ্জার বলেন যে হলেও সেটি আমাদের ঝুড়ি হবে না।’

অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল, তা পাকিস্তানের সঙ্গে থাকা সম্পর্কের অর্ধেক। পাকিস্তানই বরং তাদের ঝুড়ি ছিল। কারণ, পাকিস্তানকে তাদের প্রচুর খাদ্য সহায়তা দিতে হয়েছে।

অনুষ্ঠানে মাইডাস ইনভেস্টমেন্টের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান ‘তলাবিহীন ঝুড়ি’ বলার প্রসঙ্গটি তুলে ধরেন।

আজ থেকে মাইডাস ইনভেস্টমেন্ট বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করল। এটি মার্চেন্ট ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। এটি মাইডাস ফাইনান্সিং লিমিডেটের একটি সহযোগী প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/

রহিম ও মালেক স্পিনিংয়ের অফিস পরিবর্তন

officeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল ও মালেক স্পিনিং লিমিটেডের প্রধান ও শেয়ার বিভাগের অফিস পরিবর্তন করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রহিম টেক্সটাইলের প্রধান অফিস ও শেয়ার বিভাগের অফিস রাজধানীর তেজগাঁয়ে রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের নিজস্ব অফিসে স্থানান্তর করা হয়েছে। আর মালেক স্পিনিং মিলসের প্রধান অফিস ও শেয়ার বিভাগের অফিস রাজধানীর তেজগাঁয়ে মালেক স্পিনিং মিলস লিমিটেডের নিজস্ব অফিসে স্থানান্তর করা হয়েছে।

গতকাল ২১ জানুয়ারি হতে এ অফিস কার্যকর হয়। এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিভিও পেট্রো ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে চলে গেছে সিভিও পেট্রো ক্যামিক্যালস লিমিটেড। আগামীকাল থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে এ শেয়ারের লেনদেন হবে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্টক এক্সচেঞ্জের সেটেলমেন্ট অব ট্রান্সেকশন রেগুলেশন ২০১৩ অনুযায়ী এ কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে। কোম্পানি ৬ মাস ধরে উৎপাদন বন্ধ করে রেখেছে।

একইসঙ্গে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের এ কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন লোন না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. বারাকা পাওয়ার
  2. লংকাবাংলা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. আরএকে সিরামিক্স
  5. ইফাদ অটোস
  6. সিটি ব্যাংক
  7. ইউনিক হোটেল
  8. কেয়া কসমেটিকস
  9. সামিট পাওয়ার
  10. বিবিএস।

ডিএসইতে ১৬৬৮ ও সিএসইতে ১০০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন ১৬৬৮ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়েছে আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১৪০৮ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৮.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৭৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, লংকাবাংলা, বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিক্স, ইফাদ অটোস, সিটি ব্যাংক, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার ও বিবিএস।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৮৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনিক হোটেলের বোর্ড সভা আহবান

unic...smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

একীভূতকরণ হচ্ছে না অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও অলটেক্স ফেব্রিকস

altexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের সাথে অলটেক্স ফেব্রিকসের একীভূতকরণ হচ্ছে না। সম্প্রতি এই পরিকল্পনা থেকে সরে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা বোর্ড। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

পরিচালনা বোর্ড অলটেক্স ইন্ডাস্ট্রিজের সাথে অলটেক্স ফেব্রিকসের একীভূতকরণে উচ্চ আদালতে আবেদন করে। আদালতকে একীভূতকরণ হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কোম্পানিটি।

এর আগে কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী, অলটেক্স ইন্ডাস্ট্রিজের সাথে অলটেক্স ফেব্রিকসের একীভূতকরণের প্রস্তাব দেয় পরিচালনা বোর্ড।

ঋণ সংক্রান্ত জটিলতার জন্য অলটেক্স ফেব্রিকস লিমিটেডের সাথে একীভূতকরণ প্রক্রিয়া থেকে সরে আসে অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/এস

এসিআই ও এসিআই ফর্মূলেশনের বোর্ড সভা আহবান

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড ও এসিআই ফর্মূলেশন লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা ৩ টা ও বেলা ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ফার কেমিক্যালসের বোর্ড সভা ২৯ জানুয়ারি

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

তিতাস গ্যাসের বোর্ড সভা ২৫ জানুয়ারি

titas-gasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশ কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন সন্ধ্যা সাড়ে ৫ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস