লোকসান ঠেকাতে রহিমা ফুডের কারখানা বন্ধ

rahimaবিশেষ প্রতিবেদক :

বড় ধরনের লোকসান ঠেকাতে কারখানা বন্ধ রেখেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অব্যাহত দর পতনের ফলে সম্ভাব্য লোকসান এড়াতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি অনুষ্টিত বার্ষিক সাধারণ সভায় একথা বলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়েব ।

লাভ না করতে পারায় গত এবছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

কোম্পানির সম্পূর্ণ উৎপাদন কার্যক্রম বন্ধ প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিগত ৪-৫ মাস আগে ভোজ্য তেলের দাম টন প্রতি প্রায় ৪০০ থেকে ৫০০ ডলার কমে যায়। এ অবস্থায় এলসি করলে কোম্পানি প্রচুর লোকসানের সম্মুখীন হত। ফলে লোকসান এড়াতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানির বিভিন্ন খরচ মেটাতে চুক্তিভিত্তিক রিফাইনিং ভিত্তিতে কিছুদিন উৎপাদন চালু রাখলেও সেটিও বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে ফেব্রুয়ারি-মার্চের দিকে নতুন করে উৎপাদন চালু করতে চায় মালিকপক্ষ।

প্রসঙ্গত: এ বছর কোনো লভ্যংশ প্রদান করতে না পারায় কোম্পানির শেয়ার এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. এসিআই লি.
  2. বেক্সিমকো ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. কাশেম ড্রাইসেলস
  5. সামিট পাওয়ার
  6. কেডিএস এক্সেসরিজ
  7. তিতাস গ্যাস
  8. আফতাব অটো
  9. এমআই সিমেন্ট
  10. এমারেল্ড অয়েল।

শেষদিনে ইতিবাচক ধারায় লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে মিশ্রভাব থাকলেও শেষ কার্য দিবসে উভয় শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। দুই বাজারেই লেনদেন আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬০৮ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৪.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে।

আর এদিন টাকায় লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল বুধবার ৩৯৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে – এসিআই লি., বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, কাশেম ড্রাইসেলস, সামিট পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, তিতাস গ্যাস, আফতাব অটো, এমআই সিমেন্ট ও এমারেল্ড অয়েল।

বৃস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। যা টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পরিচালকদের শেয়ার হস্থান্তরের ঘোষণা

primierস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক মোহা. সালাউদ্দিন রোমান ১৬,৮০,০০০ টি শেয়ার তার ভাই মো. জাহিদুল ইসলামের কাছে হস্থান্তর করছে।

কোম্পানিটির পরিচালক মো. সালাউদ্দিন রোমানের নিকট মোট ১১৬,৮০,০০০ টি শেয়ার রয়েছে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

রেকউইক যজ্ঞেশ্বরের এজিএম বৃহস্পতিবার

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে কুষ্টিয়ার রেনউইক রোডের মিলস প্রাঙ্গণে।

গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে রেনউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ