সাবসিডিয়ারি কোম্পানির মূলধন বাড়ানোর অনুমতি পেল গোল্ডেন হার্ভেস্ট

goldenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবসিডিয়ারি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট আইস ক্রিমের মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে।

জানা যায়, বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে কোম্পানিটি। সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা তুলে পরিশোধিত মূলধন বাড়ানো হবে।

এক্ষেত্রে ১ কোটি ৫০ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা, বিদ্যমান শেয়ারহোল্ডার আহমেদ রাজিব সামদানির কাছে ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৩ কোটি টাকা এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে ৫ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫২ কোটি টাকা উত্তোলন করা হবে।

পরিশোধিত মূলধন বৃদ্ধির পরে সাবসিডিয়ারি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের ৪৫ শতাংশ মালিকানা হবে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর। এছাড়া ৩ শতাংশের মালিকানা আহমেদ রাজিব সামদানি এবং ৫২ শতাংশের মালিকানা হবে বিদ্যমানের বাইরে থাকা শেয়ারহোল্ডাররা।

প্রসঙ্গত, বর্তমানে গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের প্রায় সব শেয়ারই গোল্ডেন হারভেস্ট এগ্রোর হাতে। অন্যদিকে আইএফসি ইনফ্রাভেঞ্চারস বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারী অর্থসংস্থান উইং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বা আইএফসি পরিচালিত একটি ফান্ড, যা মূলত উন্নয়নশীল বিশ্বে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও তুরস্ক

oooস্টকমার্কেটবিডি ডেস্ক:

ইরান ও প্রতিবেশি তুরস্ক বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। ওই ব্যাংক দু’দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।

ইরান-তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলার একথা জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে।

উমিত কিলার বলেন, নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।

তিনি জানান, তুরস্কের বিনিয়োগকারী, আমদানিকারক ও রপ্তানিকারকরা যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করবেন। এছাড়া, ইরান ও তুরস্কের ব্যবসায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দু দেশের মুদ্রার ব্যবহার চলে আসছে।

তুরস্কের এ ব্যবসায়ী নেতা বলেন, ইরান ও তুরস্কের মধ্যে তিন হাজার কোটি ডলারের বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দু দেশের মধ্যে ব্যাংক প্রতিষ্ঠা জরুরি। বর্তমানে দু’দেশের মধ্যে এক হাজার একশ কোটি ডলাররে বাণিজ্য রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এমএল ডায়িংয়ের ৯ মাসের ইপিএস ১.১৯ টাকা

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৭ পয়সা।

এ সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা করেছে ৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৬ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.২০ টাকা।

আইপিও শেয়ার পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ এসেছে ২৪.৯১ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬২ পয়সা। যা ২০১৭ সালের ৩০ জুনে ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. খুলনা পাওয়ার
  2. এ্যাক্টিভ ফাইন
  3. সিঙ্গার বিডি
  4. ইফাদ অটোস
  5. বিবিএস ক্যাবলস
  6. দ্যা পেনিনসুলা
  7. আমান ফিডস
  8. ন্যাশনাল লাইফ
  9. সায়হাম টেক্সটাইল
  10. শাশা ডেনিমস লিমিটেড।

প্রথমদিনেই সূচক ও লেনদেনের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের বড় ধরণের পতন হয়েছে। দিনশেষে সেখানে সবগুলো সূচকও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৩৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ১,০৬৪ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, এ্যাক্টিভ ফাইন, সিঙ্গার বিডি, ইফাদ অটোস, বিবিএস ক্যাবলস, দ্যা পেনিনসুলা, আমান ফিডস, ন্যাশনাল লাইফ, সায়হাম টেক্সটাইল ও শাশা ডেনিমস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৭৩ পয়েন্টে।

সেখানে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে৩৬ কোটি ৬০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল দ্যা পেনিনসুলা ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সব শেয়ার হস্থান্তর করবেন স্বাধীন পরিচালক

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন স্বাধীন পরিচালক সব শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শাহজাদা সাঈদ নিজাম উদ্দিন আহমেদ নামে এই পরিচালক হাতে থাকা প্রতিষ্ঠানটির ২ লাখ ৬৩ হাজার ৮৬৯ শেয়ার হস্থান্তর করবেন। এসব শেয়ার তিনি তার স্ত্রীকে হস্থান্তর করবেন।

ডিএসইর অনুমোদের পরে ও ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহার হিসাবে শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

primeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খন্দকার মোহাম্মদ খালেদ নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা হাতে থাকা ৩০ লাখ শেয়ার বিক্রি করবেন। তার নিকট মোট ২ কোটি ৬৫ লাখ ৭ হাজার ৪১৫ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিগ্যাসী ফুটওয়ারের বোর্ড সভার দিন পরিবর্তন

legaciস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৫ সেপ্টেম্বর এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। সেদিন বেলা চারটায় বনানীতে কোম্পানিটির কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগে ১৭ সেপ্টেম্বর এই বোর্ড সভার দিন ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

চায়না কোম্পানিতে বিনিয়োগ করবে জিপিএইচ ইস্পাত

gphস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড একটি চায়না কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

স্টার এলাইড ভেঞ্চার নামে কোম্পানিটির ২৫ হাজার শেয়ার ১০০ টাকা দরে কিনবে তারা। এজন্য জিপিএইচ ইস্পাতের খরচ হবে ২৫ লাখ টাকা। সেখানে শেয়ারহোল্ডার থাকবে চায়না সরকারী কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইয়ান ওয়ান অভারসীজ ইনভেষ্টমেন্ট লিমিটেড।

চীনের এক কোম্পানিটি যৌথভাবে বাংলাদেশে ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।

স্টকমার্কেটবিডি.কম/বি

দ্যা ইবনে সিনার বাৎসরিক বোর্ড সভা ২৫ সেপ্টেম্বর

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় ধানমন্ডিতে কোম্পানিটির কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি