জিপিএইচ ইস্পাতের ২৬২ কোটি টাকার রাইট অনুমোদন

gphনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতকে ২৬২ কোটি টাকার রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৬৬ তম কমিশন সভা শেষে বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি ৩আর:২ অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি এর মাধ্যমে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ার ছেড়ে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে।

রাইট শেয়ারের ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৯ টাকা। এছাড়া ০১ মে ২০১৪ থেকে ৩১ জানুয়ারী ২০১৫ পর্যন্ত (৩ প্রান্তিকে) শেয়ারপ্রতি আয় দেখিয়েছে ১.৯৪ টাকা।

রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়াবে। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ব্যাঙ্কো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডরিন পাওয়ারের আইপিওতে হাইকোর্টের স্থগিতাদেশ

courtনিজস্ব প্রতিবেদক :

সাবক্রিপশন জমা নেওয়া অবস্থায় ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত সব ধরনের কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ওমো: খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাইকোর্টে এ কোম্পানির আইপিও স্থগিতাদেশে রিট করেন এস কে এনামুল কবিরসহ বেশ কয়েকজন বিনিয়োগকারী।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ডরিন পাওয়ারের আইপিও কার্যক্রমের উপর আদালত ৬ মাসের জন্যে স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কোম্পানিকে রিটের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি থেকে আইপিওর মাধ্যমে এ কোম্পানির চাঁদা গ্রহণ কার্যক্রম শুরু হয়। আগামী ১৬ ফেব্রুয়ারি এ আবেদন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আইপিও আবেদন শুরু হওয়ার দ্বিতীয় দিনেই আদালতের স্থগিতাদেশের মুখে পড়লো কোম্পানিটি।

এক মাস আগে ডরিন পাওয়ারকে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা বরাদ্দমূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওটিসি মার্কেটের ৪ কোম্পানিকে জরিমানা

otcনিজস্ব প্রতিবেদক :

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত ৪ কোম্পানি সময়মতো আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানির পরিচালকদের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালক বাদে সকল পরিচালককেই আর্থিক জরিমানা করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির ৫৬৬তম সভায় এ সব জরিমানা করার সিদ্ধান্ত গ্রহীত হয়।

যে ৪টি কোম্পানির পরিচালকদের জরিমানা করা হয়েছে সেগুলো হলো— জাগো করপোরেশন, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ ও সালেহ কার্পেট মিলস।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন হওয়ায় এবং প্রান্তিক সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জারিকৃত অফিস আদেশ ভঙ্গ করায় কোম্পানিগুলোর পরিচালকদের জরিমানা করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর মধ্যে সালেহ কার্পেট ব্যতীত ৩টি কোম্পানি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত ১ম প্রান্তিকের, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্ধবার্ষিকের ও ২০১৫ সালের ৩১ মার্চে সমাপ্ত ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে দাখিলে ব্যর্থ হয়। এ জন্য জাগো করপোরেশন, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং ও খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজের স্বতন্ত্র পরিচালক ব্যতীত প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অপরদিকে সালেহ কার্পেট মিলস ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০১৫ সালের ৩১ মার্চে সমাপ্ত ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্যতীত প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. সিটি ব্যাংক
  2. সিভিও পেট্রো
  3. বেক্সিমকো ফার্মা
  4. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  5. আইটিসি
  6. ফুয়াং সিরাকিকস
  7. স্কয়ার ফার্মা
  8. বাংলাদেশ শিপিং
  9. ইউনাইটেড পাওয়ার
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

বেড়েছে সূচক ও দর : ডিএসইতে লেনদেন ৩৩৬ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় বাজারেই সপ্তাহের তৃতীয় দিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকা। তবে সিএসইতে লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৩৩৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

এদিন বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯.২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সিটি ব্যাংক, সিভিও পেট্রো, বেক্সিমকো ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, ফুয়াং সিরাকিকস, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড পাওয়ার ও
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এদিন সেখানে ২৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সায়হাম টেক্সটাইলের শেয়ার হস্থান্তরের ঘোষণা

saihamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক সাঈদ শাফকাত আহমেদ ১০ লাখ ৩০ হাজার ৮৬০ শেয়ার তার স্ত্রী নাতাশা রাফিয়া আহমেদকে কাছে হস্তান্তর করবেন।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

পরিচালক সাঈদ শাফকাত আহমেদের নিকট কোম্পানির মোট ৮১ লাখ ৬১ হাজার ৫৩০টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আজিজ পাইপসের শেয়ার প্রতি লোকসান ৭৭ পয়সা

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকের (জুলাই১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দায় এসেছে ৫২.৭০ টাকা এবং যা আগের বছর ৩১ ডিসেম্বর ছিল ৫০.৮৭ টাকা।

আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৫১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিটি ব্যাংককে ২ কোটি ডলার ঋণ দিবে আইএফসি

citi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডকে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনস (আইএফসি) ২ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল সিটি ব্যাংকের সঙ্গে এ বিষয়ক চুক্তির অনুমোদন করে আইএফসি।

সূত্রটি আরো জানায়, এ ঋণের সুদের হার হবে লল্ডন আন্তঃ ব্যাংক সুদ হারের (লাইবর) চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ বেশি। এ ঋণের মেয়াদ হবে ৩ বছর। এ ঋণ সাধারণ শেয়ারে রুপান্তর যোগ্য।

সিটি ব্যাংককে সাড়ে চার কোটি শেয়ার কিনছে বিশ্ব ব্যাংকের এই সহযোগী সংস্থা। আইএফসি ২৮ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকটির এ শেয়ারগুলো কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এনভয় টেক্সটাইলের বোর্ড সভা ১৩ ফেব্রুয়ারি

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে