ড্রাগন সোয়েটারকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

dragonস্টকমার্কেট ডেস্ক :

বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করেছে ডিএসই কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এ ঋণ দেয়া যাবে না। অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. বিবিএস
  2. ন্যাশনাল টিউবস
  3. লাফার্জ সুরমা
  4. ইফাদ অটোস
  5. শাশা ডেনিমস
  6. রতনপুর স্টিলস
  7. অলিম্পিক এক্সসরিজ
  8. বেক্সিমকো লিমিটেড
  9. কাসেম ড্রাইসেল
  10. কনফিডেন্স সিমেন্ট।

ডিএসইতে ৭৩৩ ও সিএসইতে ৪৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ৭৩৩ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক দুটোই কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৮০৩ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হলো -বিবিএস, ন্যাশনাল টিউবস, লাফার্জ সুরমা, ইফাদ অটোস, শাশা ডেনিমস, রতনপুর স্টিলস, অলিম্পিক এক্সসরিজ, বেক্সিমকো লিমিটেড, কাসেম ড্রাইসেল ও কনফিডেন্স সিমেন্ট।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৫৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা লিমিটেড ও বিবিএস লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

দুই কোম্পানির লভ্যাংশ পাঠিয়েছে সিডিবিএল

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড ও অ্যাক্টিভ ফাইন লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানি দুইটি আজ সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে এএফসি অ্যাগ্রো ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। একই বছরে অ্যাক্টিভ ফাইন ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ভ্যানগার্ড এএমএলের লেনদেন শুরু

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ইউনিট লেনদেন শুরু হবে আজ ৫ ডিসেম্বর। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ফান্ডের লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এ’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড- “VAMLRBBF” এবং ডিএসইতে কোম্পানি কোড-12198 নির্ধারণ হয়েছে।

সম্প্রতি ফান্ডটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

জেনারেশন নেক্সটের মূলধন ৫০০ কোটি করার সিদ্ধান্ত

generation-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একইসাথে কোম্পানিটি প্রস্তাবিত রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমা ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে।

কোম্পানিটি এ জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২২ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সেদিন সকাল ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন আশুলিয়ার ইরাপুরে ইজিএমটি অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নতুন হোটেলে ৬১১ কোটি টাকা বিনিয়োগ করবে ইউনিক হোটেল

unic...smbdস্টকমার্কেট ডেস্ক :

নতুন একটি হোটেলের জন্য জায়গা বা ফ্লোর কিনবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। যৌথভাবে হোটেলটির এই স্পেস ক্রয়ে বিনিয়োগ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

রাজধানীর গুলশানে এক্রোপলিস প্রজেক্টে ওয়েস্টিন টু নামে নতুন হোটেলের জন্য প্রায় ২ লাখ ৪ হাজার ৪৯৪ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে কোম্পানিটি। প্রতি বর্গফুটের দাম পড়বে ২৫ হাজার টাকা। নতুন হোটেলের জন্য এই জায়গা কেনা বাবদ ব্যয় হবে ৬১১ কোটি টাকা। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত টাকা এবং অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে।

হায়াত হোটেল ও ওয়েস্টিন সার্ভিস এ্যাপার্মেন্ট যৌথভাবে এই বিনিয়োগ করবে। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিক হোটেলের বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে হোটেল শেরাটনে ডিসিসি ইউনিক প্রজেক্টের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে ২০১৮ সালে ৩১ জুলাইয়ের মধ্যে। যা আগামী বছর জুলাই মাসে করার ঘোষণা দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এক ঘণ্টায় লেনদেন ২৪১ কোটি টাকা

DSE-UP-4400-728x387স্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৩ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

দ্বিতীয় দফায় ৯ কোটি টাকা বাড়ল হাক্কানী পাল্পের প্রকল্প ব্যয়

hakkani_pulp_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প ও পেপার মিলস লিমিটেডের প্রকল্প ব্যয় দ্বিতীয় দফায় আবার বাড়ছে। এই ব্যয় বৃদ্ধির বিষয়টি কোম্পানির পরিচালনা বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, হাক্কানী পাল্পের প্রস্তাবিত টিস্যু কাগজ উৎপাদনের প্রকল্প ব্যয় আবারো ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৭১৪ টাকা নির্ধারণ করে। এতে খরচ আরো বাড়ছে ৯ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৭১৪ টাকা। প্রকল্পের এই বর্ধিত ব্যয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে।

আগের দফায়, হাক্কানী পাল্পের প্রস্তাবিত এই টিস্যু কাগজ উৎপাদনের প্রকল্প ব্যয় ১৬ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা করেছিল। সে সময় খরচ বাড়ে ৬ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা।

এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ১০ টন থেকে বেড়ে ২০ টন হবে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আরএন স্পিনিংয়ের রেজিষ্টার্ড অফিস পরিবর্তন

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর রামপুরা হতে গুলশান নিকেতন ১২ নম্বর রোড়ে অবস্থিত ১১ নম্বর বাড়িতে স্থানান্তর করা হয়েছে।

১ ডিসেম্সবর হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ