শেয়ারবাজারের জন্য উল্টো হয় এমন কিছু করবো না : এনবিআর চেয়ারম্যান

nbrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আমরা দেখেছি কখনও বাজেট প্রকাশের পরে শেয়ারবাজার চাঙ্গা হয় আবার কখনও বাজেটের পর উল্টোটাও হতো। তবে এবার এই ধরনের কিছু আমরা করবো না।

মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, ইন্স্যুরেন্স, লিস্টেড কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের ইকোনমিতে যথেষ্ট অবদান রাখছে। বিশেষ করে আমরা যখন স্টক এক্সচেঞ্জে গিয়েছি দেখেছি ইনভেস্টমেন্টের একটি বিরাট ক্ষেত্র। যে দেশের স্টক এক্সচেঞ্জ যত বড় সে দেশের ইনভেস্টমেন্ট বেশি। সেই বিবেচনা রেখে আপনারা যখন চায়নার একটি কোম্পানির কাছে শেয়ার বিক্রি করেছিলেন তখন আমরা একটা ট্যাক্স মওকুফ করেছিলাম। তবে সেখানে একটি শর্ত ছিল যে, সেই টাকা ক্যাপিটাল মার্কেটে ৩ বছরের জন্য থাকবে। সেটা আছে কি না এনবিআর চেয়ারম্যান স্টক এক্সচেঞ্জের কাছে জানতে চান।

মোশাররফ হোসেন ভূঁইয়া আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এখন ইনভেস্টমেন্ট ওয়েতে এগুতে চায়। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যতটুকু সরকার প্রাপ্য হবে ততটুকু যেন সঠিকভাবে পায়। এখানে যেন কোনো কায়দা করে কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা যাতে না হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন।

চেয়ারম্যান বলেন, পেইড অব ইনভেস্টমেন্টে যদি উন্নতি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা ট্যাক্স পাবো। আমরা চাচ্ছি ইনকাম ট্যাক্সের আওতাটা যাতে আরো উন্নতি করা হয়। টিআইএনধারী না হলে আপনারা পলিসি করাবেন না। টিআইএন বাধ্যতামূলক করেন। কেননা যারা ইন্স্যুরেন্স করেন নিশ্চয়ই তাদের সেভিংস আছে, সুতরাং টিন ছাড়া কাউকে পলিসি করাবেন না।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন, আইডিএলসি ও বিএলএফসিএ’র প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

জাহাজ নির্মাণ শিল্প নীতি প্রণয়নে কারিগরি সহায়তা দেবে নরওয়ে

pppppppppppppস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্প বিকাশে ‘জাহাজ নির্মাণ নীতি’ প্রণয়নে কারিগরি সহায়তা দিবে নরওয়ে।পাশাপাশি, বাংলাদেশের সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিখাতে নরওয়ের উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে আজ মঙ্গলবার বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এ আগ্রহ প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিকসহ এ খাতে দক্ষ জনবল তৈরি, পানি সম্পদের দক্ষ ব্যবহার, ব্যবসার সুযোগ সহজীকরণ, বিনিয়োগবান্ধব আইন ও নীতি কাঠামো প্রণয়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

শিল্পমন্ত্রী নরওয়েকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। শিল্পখাতে দক্ষ জনবল সৃষ্টিতে সরকার একটি শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নরওয়ে এক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও কারিগরি সহায়তা করতে পারে।’ এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভবিষ্যতে নরওয়েসহ উন্নত বিশ্বে রপ্তানিযোগ্য জনবল তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ এবং বেসরকারিখাতের উন্নয়নের লক্ষ্যে নীতি প্রণয়নে আগ্রহের জন্য নরওয়ের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে কাজ করছে। এসডিজির শিল্প সম্পর্কিত ৬, ৯ ও ১২ নম্বর লক্ষ্য অর্জনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর আলোকে বর্তমান সরকার থ্রি-আর নীতি প্রণয়ন করছে।’

তিনি শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করতে একটি যৌথ উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলোর খালি জায়গায় সরকারি-সরকারি, সরকারি- বেসরকারি এবং ব্যবসায়ী-ব্যবসায়ী যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনে এগিয়ে আসতে নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন জানান, বেসরকারি খাতের টেকসই উন্নয়নে একটি ‘বেসরকারি খাত উন্নয়ন নীতি’ প্রণয়নেও দেশটি প্রয়োজনীয় সহায়তা করতে আগ্রহী।

বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতি কাঠামোর প্রশংসা করে তিনি বলেন, ‘এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

শেয়ারবাজার উন্নয়নে এনবিআরকে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

দেশের শেয়ারবাজারের উন্নয়নে আসন্ন বাজেটে করণীয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই)।

এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো: ডি-মিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জের কর অবকাশ সুবিধা বৃদ্ধি করা, করমুক্ত আয় ও করমুক্ত ডিভিডেন্ড আয়ের পরিমাণ বাড়ানো, বহুজাতিক কোম্পানি ও স্থানীয় ব্লু-চিপ কোম্পানিগুলো এক্সচেঞ্জে তালিকাভুক্তকরণে আরও অধিকতর উৎসহিত করতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের ব্যবধান বাড়ানো ইত্যাদি।

মঙ্গলবার (২ এপ্রিল) এনবিআরের কার্যালয়ে ডিএসইর পক্ষ থেকে পাঠানো বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে প্রচলিত নিয়মে পূর্ণ কর অব্যাহতির পরিবর্তে ২০১৪-১৫ অর্থবছর হতে ৫ (পাঁচ) বছর মেয়াদী ক্রমহ্রাসমান হারে কর অবকাশ সুবিধা দেয়া হয়। তবে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য স্টক এক্সচেঞ্জের আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় বৎসরও পূর্ণ কর অবকাশ প্রদান করেন।

উল্লেখ্য, আয়কর ধারা ৫৩ বিবিবি, ৫৩এম, ডিভিডেন্ড ট্যাক্স এবং বিও অ্যাকাউন্ট চার্জ ইত্যাদি বাবদ সরকার ২০১৭-১৮ অর্থ বৎসরে প্রায় ৩৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০১৭-১৮ অর্থবছরে মাত্র ৭৭ কোটি টাকা লেনদেন ফি আয় করে যা সরকারি কোষাগারে জমাকৃত করের মাত্র ২০ (বিশ) শতাংশ। লেনদেন ২৫০০ কোটি টাকায় উন্নীত হলে এ সকল খাত হতে সরকার বাৎসরিক ১০০০ কোটি টাকার বেশী রাজস্ব আয় করবে (বিবরনী সংযুক্ত)। অর্থাৎ এক্সচেঞ্জ এর আয়ের উপর করের পরিবর্তে ট্রেড বৃদ্ধির মাধ্যমে সরকার অধিকতর লাভবান হতে পারে ।

ডিমিউচ্যুয়ালাইজেশনের পূর্বে এক্সচেঞ্জের আয় করমুক্ত ছিল। এখন যদি আয়কর আরোপ করা হয় তবে সরকার, এক্সচেঞ্জসমূহসহ দেশের সকল বিনিয়োগকারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা নিম্নে উপস্থাপিত হলো:

১। বর্তমানে ডিএসই পরিচালন ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায়, এক্সচেঞ্জ-এর আয়ের উপর যদি কর আরোপ করা হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ তার অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে লেনদেন ফি’র হার বাড়িয়ে দিতে বাধ্য হবে, যা প্রকারান্তে সাধারণ বিনিয়োগকারীর উপরই বর্তাবে। ফলতঃ বর্তমান প্রেক্ষাপটে শেয়ারবাজারের উপর বিরূপ প্রভাব পড়বে যা শিল্প ও বাণিজ্যিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।

২। করের কারণে লেনদেন ফি বাড়িয়ে দিলে ট্রেডের পরিমাণ ব্যাপক হারে হ্রাস পাবে, ফলশ্রুতিতে এই খাতেও প্রচুর রাজস্ব হ্রাস পাবে।

৩। ডিএসই ২০১৭-১৮ অর্থবছরে শুধুমাত্র ৬ কোটি টাকা নেট পরিচালন মুনাফা করেছে, সুতরাং এখনই যদি আবার এই আয়ের ওপর করারোপ করা হয় সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ অতি শীঘ্রই পরিচালন মূলধনের ঘাটতির সম্মুখীন হবে, যা সরকারের ডিমিউচ্যুয়ালাইজড্ এক্সচেঞ্জ-এর সফলতার ব্যাপারে ঐকান্তিক প্রচেষ্টা ও স্বদিচ্ছার ব্যাত্যয় ঘটাবে বলে প্রতীয়মান হয়।

৪। বর্তমানে দেশের প্রায় ১ কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেয়ারবাজারগুলোর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। এমতাবস্থায়, দেশে স্বচ্ছ ও স্থিতিশীল শেয়ারবাজার গঠনের জন্য উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড পরবর্তী তিন অর্থবছর (২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯) -এর জন্য পূর্ণাঙ্গ কর অবকাশ প্রাপ্তির ন্যায্য দাবীদার।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিবিসি’র নতুন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Chairman-DBCস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) ২০১৯ সালের জন্য চেয়ারম্যান হিসাবে মোঃ আবদুস ছাত্তার সরকার এফসিএ, এফসিএমএ এবং মোঃ বখতিয়ার আলম এফসিএমএ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার রাজধানীর নীলক্ষেতে অবস্থিত আইসিএমএ ভবনে অনুষ্ঠিত “ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল” এর এক সভায় এদেরকে নির্বাচিত করা হয়। উক্ত সভায় ডঃ সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ এবং জনাব মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ যথাক্রমে সেক্রেটারী এবং ট্রেজারার নির্বাচিত হন।

নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবদুস ছাত্তার সরকার বর্তমানে মাহফিল হক এন্ড কোঃ চার্টাড একাউন্ট্যান্টস এর পার্টনার পদে কর্মরত আছেন।

আর ভাইস-চেয়ারম্যান মোঃ বখতিয়ার আলম পারফিটি ভ্যান মিল বাংলাদেশ (প্রাঃ)লিমিটেড এ এসোসিয়েট হেড-কর্পোরেট ফাইন্যান্স পদে কর্মরত আছেন।

এছাড়া নতুন সেক্রেটারী ডঃ সৈয়দ আব্দুল্লাহ আল মামুন বর্তমানে সাউথইস্ট বিজনেস স্কুলের অর্থ বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাউথইস্ট ইউনিভার্সটির ইনস্টিটিউট অব রির্চাস এন্ড ট্রেনিং এর পরিচালক হিসাবে কর্মরত আছেন।

নব নির্বাচিত ট্রেজারার মুহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিঃ এর মহাব্যবস্থাপক এবং সিইও পদে কর্মরত আছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইডিএলসি ফাইন্যান্সের ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন

idlcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাজধানীর আগারগায়ে অবস্থিত বিএসইসি ভবনে কমিশনের ৬৮১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির ২৫৫ কোটি টাকার নন-কনভার্টঅ্যাবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৫ বছর মেয়াদী এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, আনসিকিউর্ড, আনলিস্টেড জিরো কুপন বন্ড।

৫ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি। যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্সের চলমান অর্থায়ন প্রয়োজনীয়তা মেটাতে তারল্য স্থিতি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বি

৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের ধর্মঘট

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশনসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে উৎপাদন বন্ধ রেখে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

বিজেএমসির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় ধাপে ৪ দিনের কর্মসূচির দ্বিতীয় মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের তিন দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘটসহ নগরীর নতুন রাস্তার মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

মজুরি কমিশন বাস্তবায়ন, পাটখাতে অর্থ বরাদ্দ ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমীক লীগ সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনরত শ্রমিক নেতারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল। কিন্তু আমাদের দাবিগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, বিজেএমসি চেয়ারম্যান ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে।

তিনি জানান, খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলে বর্তমানে ১৩ হাজার ২৭১ জন শ্রমিক কর্মরত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

অনিশ্চয়তায় ব্রেক্সিট চুক্তি, মে’র চারটি প্রস্তাবই প্রত্যাখ্যাত

teresaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিকল্প চারটি প্রস্তাবই প্রত্যাখ্যাত হওয়ায় ব্রেক্সিট চুক্তির ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা। এদিকে আগামী ১২ই এপ্রিলের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার কথা রয়েছে।

ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে আগের সব প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ব্রেক্সিটের পরবর্তী প্রক্রিয়ায় সম্মত হতেও ব্যর্থ ব্রিটিশ আইনপ্রণেতারা। সোমবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে থেরেসা মে’র বিকল্প চারটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেন ব্রিটিশ আইনপ্রণেতারা। এ অবস্থায় নতুন করে আরো অনিশ্চয়তায় পড়লো ব্রেক্সিট চুক্তি।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পার্লামেন্টে তিন বার ইইউ’র সঙ্গে থেরেসা মে’র সমঝোতা চুক্তি প্রত্যাখ্যাত হয়। চুক্তি না হলে আগামী ১২ই এপ্রিলের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে থেরেসা মে’কে ইইউ’র কাছে সময় চাইতে হবে, না হয় চুক্তি ছাড়াই বের হতে হবে ব্রিটেনকে।
এদিকে, চুক্তি প্রত্যাখানের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নতুন নির্বাচন ঘোষণার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আগামী বাজেটে রাজস্ব বোর্ডে সিএসইর ৯ প্রস্তাব

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদ্যমান করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করাসহ আসন্ন বাজেটে ৯টি প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

এ প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে সিএসই কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সিএসসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবে প্রথমে করপোরেট খাতকে তুলে ধরা হয়। এ খাতের জন্য সিএসইর প্রস্তাব হলো, দেশে শিল্পায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য মূলধন গঠনের লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বৃদ্ধি এবং তালিকাভুক্ত কোম্পানির প্রণোদনা হিসেবে বিদ্যমান করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা।

নতুন তালিকাভুক্ত কোম্পানির কর অব্যাহতি, এসএমই খাতের কোম্পানিগুলোকে বাজারে আনতে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে সিএসই। এ ক্ষেত্রে রেয়াতি হারে করহার প্রথম তিন বছর শূন্য শতাংশ ও পরবর্তী বছরগুলোতে ১০ শতাংশ নির্ধারণ করা যেতে পারে।

এ ছাড়া করমুক্ত লভ্যাংশের সীমা ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত করা, লিমিটেড কোম্পানির কোনো তালিকাভুক্ত কোম্পানি থেকে আসা লভ্যাংশ কর মুক্ত রাখা, জিরো কুপন বন্ডসহ সকল প্রকার তালিকাভুক্ত ও তালিকাভুক্ত বন্ডের সুদের ওপর করদাতানির্বিশেষে কর অব্যাহতি প্রদান, শেয়ারবাজারে তালিকাভুক্ত সব বন্ড লেনদেনের ওপর কর প্রত্যাহার করা, অলটারনেট ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তালিকাভুক্ত কোম্পানির মতো সুযোগ দেওয়া, কৌশলগত বিনিয়োগকারীর কাছ থেকে শেয়ার বিক্রির জন্য সিএসইকে কর অব্যাহতি সুবিধা দেওয়া, স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছ থেকে উৎসে আয়কর কর্তনের হার বিদ্যমান শূন্য দশমিক শূন্য ৫ থেকে পূর্ববর্তী শূন্য দশমিক শূন্য ১৫–এ পুনর্নির্ধারণ করার প্রস্তাব করেছে সিএসই।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আরডি ফুডের ১৮ লাখ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের দুই পরিচালক ১৮ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফাকারুজ্জামান এক উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৯ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৫৫ লাখ ৮৫ হাজার ৪০৬ টি শেয়ার রয়েছে।

অন্যদিকে কনক্রিট এন্ড স্টিলস টেকনোলজিস আরো ৯ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে উদ্যোক্তারা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. বিএটিবিসি
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. গ্রামীনফোন লিমিটেড
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. জেএমআই সিরিঞ্জ
  8. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  9. সিঙ্গার বিডি
  10. ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।