খুলনা ও ইউনাইটেড পাওয়ারের শেয়ার যাচ্ছে ময়মনসিংহ পাওয়ারে

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা ডিপোজিটরি অংশগ্রহণের মাধ্যমে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার কমিশনের ৬৬২তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড এনার্জি লিমিটেডের কাছে খুলনা পাওয়ারের ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ার এবং ইউনাইটেড পাওয়ারের ৩৫ কোটি ৯৩ লাখ ৯ হাজার ১৬২টি শেয়ার রয়েছে। এই শেয়ারগুলো একই মালিকানাধীন ময়মনসিংহ পাওয়ারের অনুকূলে হস্তান্তর করা হবে।

উক্ত শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট বিধি পরিপালন হতে অব্যাহতি দিয়েছে বিএসইসি)

স্টকমার্কেটবিডি.কম/জেড

বসুন্ধরা পেপারের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

basubdaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার ও কাগজ খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৯০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৯.১৮ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিবিএস ক্যাবলসের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.০৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.৩১ টাকা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

এএএমএল ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘এএএমএল ইউনিট ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার বিএসইসির ৬৬২তম কমিশন সভায় ফান্ডটির অনুমোদন দেয়া হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক এসিওরেঞ্জ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এছাড়াও ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে যথাক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। আর কাস্টডিয়ান হিসাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৯৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩১.৫৩ টাকা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

৯ মাসে গ্রামীণফোনের আয় ৯৮০১ কোটি টাকা

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণফোন এ বছরের প্রথম নয় মাসে ৯ হাজার ৮০১ কোটি টাকা আয় করেছে যা গত বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি।

সোমবার গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় এ তথ্য জানিয়েছে টেলিকম খাতের প্রতিষ্ঠানটি। গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে বলেছে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তাদের মোট গ্রাহক ১৪ লাখ আর তাদের প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৮ শতাংশ। তাদের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ।

গ্রামীণফোন জানিয়েছে, গত বছরের তুলনায় ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ আর ভয়েস রাজস্ব বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। অ্যাকাউন্টিং পদ্ধতি পরিবর্তনের ফলে গত বছরের তুলনায় মোট রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ।

গ্রামীণফোন সিইও মাইকেল ফোলি বলেন, ‘২০১৮-এর ৩য় প্রান্তিকে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়িত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারনেটে ভ্যাট হ্রাস এবং সমন্বিত ফ্লোর ট্যারিফ। এ সময় ৩৮ লাখ ৪জি গ্রাহক হয়েছে। মোট গ্রাহকের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহার করছেন। বছরের প্রথম নয় মাসে ২৬ দশমিক ৬ শতাংশ মার্জিন সহ কর পরবর্তী নেট মুনাফা হয়েছে ২ হাজার ৬০১ কোটি টাকা।

এ বছর গ্রামীণফোন ৪জি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক উন্নয়নে তিন হাজার কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করেছে। এ প্রান্তিকে কোম্পানি কর, ভ্যাট, শুল্ক, স্পেকট্রাম প্রাপ্তি, প্রযুক্তি নিরপেক্ষতা ও লাইসেন্স ফি বাবদ সরকারি কোষাগারে ২ হাজার ১০৪ কোটি টাকা জমা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/

ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা রাজী হাসান

abu henaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে সোমবার তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠনের কথা বলা হয়। ওই আইন অনুযায়ী যোগদানের তারিখ থেকে ৬৫ বছর বয়স, অর্থাৎ ২০২১ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন রাজী হাসান।

এই ইউনিটের প্রধান কর্মকর্তার কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, “তিনি যাবতীয় প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্বানুমোদন নেবেন। প্রধান কর্মকর্তা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধে বা প্রয়োজনে নিজ উদ্যোগে সরকারি যে কোনো সংস্থাকে সরবরাহ করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভুয়া ঋণ দেওয়ার অভিযোগে এমডিসহ ৬ ব্যাংক কর্মকর্তা দুদকে

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত দেখিয়ে ঋণ দেওয়ার অভিযোগে এবি ব্যাংকের সদ্য সাবেক ব্যবস্থাপনা সম্পাদকসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল হকের মুখোমুখি হন তারা।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ অক্টোবর ওই ছয় জনসহ আটজনকে মঙ্গলবার হাজির হতে নোটিস দিয়েছিল দুদক।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-এবি ব্যাংক লিমিটেডে সদ্যসাবেক এমডি মশিউর রহমান চৌধুরী, ডিএমডি বদরুল হক খান, প্রধান ফাইনান্স কর্মকর্তা মহাদেব সরকার সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার ও ওয়াসিকা আফরোজী এবং ভিপি মঞ্জুর মফিজ।

তাদের বিরুদ্ধে ব্যাংকটির গ্রাহক বিটস ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম আহমেদসহ ২৩টি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে জাল জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না দিয়েই ব্যাংক হতে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তেলের ঘাটতি সৌদির পক্ষে পূরণ করা সম্ভব নয়

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরবের জ্বালানি মন্ত্রী বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর বিশ্ব বাজারে তেলের যে ঘাটতি দেখা দেবে তা রিয়াদের পক্ষে পূরণ করা সম্ভব নয়।

রাশিয়ার বার্তা সংস্থা তাস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিমত প্রকাশ করেন খালিদ আল-ফালিহ।

তিনি বলেন, প্রতিদিন ইরানের ৩০ লাখ ব্যারেল তেলের ঘাটতি উত্তোলনের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের তেলের রিজার্ভে হাত দিতে হবে।

আগামী ৫ নভেম্বর থেকে ইরানের তেল খাতের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। পরমাণু সমঝোতার জের ধরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও গত মে মাসে মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী ইরানের তেল ও ব্যাংকিং খাতের ওপর ৫ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

তাসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি জ্বালানি মন্ত্রী আরও বলেছেন, নভেম্বরের শুরুতে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর তেলের দাম বাড়বে না বলে কোনো গ্যারান্টি সৌদি আরব দিতে পারবে না।

চলতি মাসের গোড়ার দিকে ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা নিয়ে সৌদি যুবরাজ যে মন্তব্য করেছিলেন আল-ফালিহ সম্পূর্ণ তার বিপরীত বক্তব্য দিলেন। মোহাম্মাদ বিন সালমান দাবি করেছিলেন, সৌদি আরব এরইমধ্যে বিশ্ব বাজারে ইরানের তেলের ঘাটতি পূরণ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। সৌদি যুবরাজ প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের তেল বিক্রি শূন্যতে নেমে আসলে সে ঘাটতি তিনি পূরণ করে দেবেন।

এদিকে, ইরানের জ্বালানি মন্ত্রী বিজান জাঙ্গানে সোমবার বলেছেন, সৌদি আরব ও রাশিয়া তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে তেল উৎপাদন করছে এবং এর চেয়ে বেশি তেল উত্তোলন করা তাদের পক্ষে সম্ভব নয়। কাজেই ওই দুই দেশ মিলেও ইরানের তেলের ঘাটতি পূরণ করতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা ৩০ অক্টোবর

logo-regentস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি