ব্লকে ১৬ কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে কোম্পানিটির ৮৮ লাখ ৪ হাজার ৪৬৯টি শেয়ার ৩৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪২ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু জুট স্টাফলার্সের।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, বাটা সু’র ১১ লাখ ৯০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪ কোটি ৫২ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ৩৭ লাখ ৪০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬৭ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৩২ লাখ ১৯ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৪২ লাখ ২০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৭২ হাজার টাকার এবং ইউনিয়ন ক্যাপিটালের ৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

পোশাক রফতানিতে বাংলাদেশ একদিন প্রথম হবে : গোলাম দস্তগীর

golamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবর্তমানে বস্ত্র (পোশাক) রফতানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। সরকারের লক্ষ্য, বস্ত্র রফতানিতে বাংলাদেশ যেন প্রথম হয়। এই খাতটি একদিন শীর্ষে উঠে আসবে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ভবনে বস্ত্র অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমন প্রত্যাশার কথা জানান।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসমাইলসহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রফতানিতে বাংলাদেশের বস্ত্রখাত বিশ্বের শীর্ষে উঠে আসবে। বস্ত্রখাতের উন্নয়নে দেশে ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। ফ্যাশন ডিজাইনিংয়ের মানোন্নয়ন ঘটাতে হবে। ডিজাইনিংয়ে আমাদের আরও উন্নত হতে হবে। শুধু দেশি নয়, বিদেশি ফ্যাশন ডিজাইনকেও রপ্ত করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে ডিজাইনার এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে।’

বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সব স্টেক হোল্ডারদের নিয়ে বসব। বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কর্মযজ্ঞ সরকার বাস্তবায়ন করবে। খাতটিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণ করবো।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গ্যাসের দাম না বাড়াতে হাইকোর্টে রিট আবেদন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে রিট আবেদনটি করা হয়।

গ্যাসের দাম আরেক দফায় বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। তারা চাইছে এ দফায় সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানো হোক। এটা কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ১ বার্নারের গ্যাসের চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা, ২ বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা এবং মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি শুরু করেছে। গত ১১ মার্চ থেকে শুরু হওয়া এই গণশুনানি চলবে ১৪ মার্চ পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিস্টেম আপগ্রেডের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ৫ দিন বন্ধ

dutch-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিস্টেম আপগ্রেডের জন্য বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের সব ধরনের সেবা ১৪ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেড প্রক্রিয়ার জন্য আগামী ১৪ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের সব শাখা, এটিএম বুথ, পিওএস ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।

এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং গ্রাহকদের এসএমসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান ব্যাংকটির এক কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বোয়িং ম্যাক্স-৮ উড়োজাহাজের অনুমতি দেবে না বেবিচক

boing-20190313173224স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ কেনা বা লিজের অনুমতি দেবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইথিওপিয়ান এয়ারলাইনস ও লায়ন এয়ারের ম্যাক্স উড়োজাহাজের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলাদেশের এই রেগুলেটরি বোর্ড (বেবিচক) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেবিচকের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটি বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের কোনো বিমান পরিবহন সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহার করে না। বর্তমানে কোনো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স ব্যবহার করছে না। এ ব্যাপারে সিভিল এভিয়েশন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

জানা গেছে, বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট হিসেবে আগামী বছর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ যুক্ত হওয়ার কথা ছিল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি একটি এয়ারলাইনসের বহরে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপ মিলে বাংলাদেশে প্রথমবারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স সরবরাহ করার কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না।

উল্লেখ্য, খুব অল্প সময়ের ব্যবধানে দুই দুর্ঘটনার পর ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ক’দিন ধরে একের পর এক বিভিন্ন এয়ারলাইনস বহরে থাকা ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়। এর মধ্যে সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও অস্ট্রেলিয়া রয়েছে। এ ছাড়া ইথিওপিয়ান এয়ারলাইনস, ব্রিটিশ কেইম্যান এয়ারওয়েজ, সাউথ আফ্রিকার কোমএয়ার, ব্রাজিলের গোল এয়ারলাইনস, মেক্সিকোর অ্যারোমেক্সিকো ও আর্জেন্টিনার অ্যারোলিনেয়াস আর্জেন্টিনাস, নরওয়েজিয়ান এয়ার, টুই এয়ারওয়েজ, শেনজেন এয়ারলাইনস, এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন, হাইনান এয়ারলাইনস, সাংহাই এয়ারলাইনস, জিংমেন এয়ারলাইনস, শ্যানডং এয়ারলাইনস, ওকে এয়ারওয়েজ, কুনমিং এয়ারলাইনস, গরুড় ইন্দোনেশিয়া, লায়ন এয়ার ও সিল্ক এয়ার তাদের বহরের বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সব ফ্লাইট স্থগিত করেছে। অসংখ্য এয়ারলাইনস বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের দেয়া অর্ডার বাতিল করতে শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে আরসিবিসি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, আরসিবিসির বিরুদ্ধে নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংক যে মামলা করেছে এতে তারা বেকায়দায় আছে। এজন্যই আরসিবিসি আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।

আরসিবিসির সঙ্গে সমঝোতার প্রসঙ্গে গভর্নর বলেন, নিউইয়র্কের আদালতের মামলার নিয়ম অনুযায়ী আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এটি অন্যকিছু নয়। আজ (১৩ মার্চ) রাতে আমাদের প্রতিনিধি দল দেশে আসবে তারা সবকিছু বলতে পারবে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কাংলাদেশ (কেআইবি) জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তার জবাবে আরসিবিসি মানহানির অভিযোগ এনে গত ৬ মার্চ ফিলিপিন্সের সিভিল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা একটি মামলা করে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিপিন্সের ব্যাংকটি বলছে, তাদের কোম্পানির সুনাম ও ভাবমূর্তির ওপর বারবার ‘অশুভ আক্রমণ’ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এর ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয়েছে মামলায়।

এক বিবৃতিতে আরসিবিসি বলেছে, ‘টাকা আদায় করার জন্য বাংলাদেশ ব্যাংক বিরাট এক ষড়যন্ত্র শুরু করেছে, সেজন্য তারা আরসিবিসির সুনাম ক্ষুণ্ন করতে, ভাবমূর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু যে টাকার জন্য এটা তারা করছে, তা কখনোই আরসিবিসির কাছে ছিল না, ওই টাকার দায়ও আরসিবিসির নয়।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্র্যাক ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২১ মার্চ

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইসলামিক ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা ২০ মার্চ

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১৪.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অসৎ কর্মকর্তার জায়গা হবে না : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো অদক্ষ ও অসৎ কর্মকর্তার জায়গা হবে না। এদের বের করা কঠিন হবে না। সবাই ভালো কাজ করলেও এর মধ্যে একজন অসৎ থাকলে সব অর্জন ম্লান হয়ে যায়।

বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা ব্যাংকের টাকা নিয়ে ভুল জায়গায় ব্যবহার করছেন। তারা টাকা ফেরত দিচ্ছেন না। এসব ব্যবসায়ীকে সহায়তাকারী ব্যাংক কর্মকর্তাদেরও খুঁজে বের করা হবে।

ব্যাংকগুলোকে অটোমেশন করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্বকে অটোমেশন এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন বিশ্বজুড়ে ২ লাখ ৭৩ হাজার কোটি মানুষ ই-মেইল চালাচালি করে এবং নেট ব্রাউজ করে ৪ হাজার ২০০ কোটি মানুষ। প্রযুক্তির পরিবর্তন নিয়ে আসতে হবে।

দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আরও একদিন আসবো। সেইদিন সব ব্যাংক কর্মকর্তাকে শপথ পড়াবো। নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। যারা শপথ পড়তে পারবেন না তারা শপথ অনুষ্ঠানে আসবেন না।’

মুস্তফা কামাল বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজের জন্য কেউ কেউ আমার কাছে তদবির নিয়ে আসছেন। অনেকে আমার কাছে এসে বলছেন, আমি অমুক কলেজে অর্থনীতির ক্লাস নিয়েছি, এখন অবসরে আছি। আমাকে একটা ব্যাংকে বসিয়ে দিন। আমি বলেছি এসব তদবিরে কাজ হবে না। যোগ্য লোকদের ব্যাংকে পাঠানো হবে।

জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা থেকে জাহাজে যাওয়া যাবে কলকাতা

jahaj-20190313151337স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সড়ক ও আকাশ পথের পর এবার ঢাকা থেকে নৌপথেও কলকাতা যাওয়া যাবে। ভ্রমণপিপাসুরা আগামী ২৯ মার্চ থেকে এমভি মধুমতি জাহাজে যেতে পারবেন কলকাতা। বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

জানা যায়, বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসির নিজস্ব অত্যাধুনিক নৌযান দ্বারা সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী সার্ভিস চালু করতে যাচ্ছে।

আগামী ২৯ মার্চ বিআইডব্লিউটিসির এমভি মধুমতি নারায়ণগঞ্জের পাগলা মেরিএন্ডারসন থেকে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা।

উল্লেখ্য, গত বছর ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে সম্মত হয় ভারত ও বাংলাদেশ। এ চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ। নৌযান চালুর ফলে ভারতের গঙ্গা এবং বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র এই তিন নদী সংযুক্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড