নগদ লভ্যাংশ পাঠিয়েছে ঢাকা ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং চাঁদপুরঅঞ্চলের শাখা সমূহের ৩য়ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩য়ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভাউদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, এসই ভিপি মোঃ গোলাম মোস্তফা এবং ইভিপি মোঃ মাইনুল ইসলাম চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান গণ ও খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং চাঁদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ৩য় ত্রৈমাসিক ব্যবসায়িক সাফল্য তুলেধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

স্টকমার্কেটবিডি.কম////

৪৪ টাকায় চাল, ৩০ টাকা কেজি ধান কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।

আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২ লাখ টন ধান ও ৫ লাখ চাল কিনেছিল সরকার।

প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এ বছর মোট ৪ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল ও ২ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে’।

স্টকমার্কেটবিডি.কম///

আরও পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে ডিমের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্রতিষ্ঠানকে আরও পাঁচ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ রবিবার এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি প্রতিষ্ঠানের প্রত্যেকে এক কোটি করে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এ নিয়ে গত এক মাসে ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিলো সরকার।

চলতি বছরের আগস্টে এক হালি ডিমের দাম ৬০ টাকায় পৌঁছালে জনসাধারণের ক্ষোভের সরকার এই উদ্যোগ নিয়েছিল।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আমদানি করা ডিম এখনো বাজারে আসেনি, তাই ঢাকায় আজ হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী জানান, চলতি সপ্তাহেই আমদানি করা ডিমের কিছু চালান আসবে বলে আশা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

দিনশেষে লেনদেনের শীর্ষে সি পার্ল ; ২য় জেমিনী সী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জেমিনী সী ফুড পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৫ লাখ টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ১৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুডসের ৯ কোটি ৬৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ কোটি ৮ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৬ কোটি ৬০ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬ কোটি ৫২ লাখ, এইচ আর টেক্সটাইলের ৬ কোটি ৩৫ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৩১ লাখ ও প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আদালতে পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১০ বছর ও অর্থ পাচারের অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পি কে হালদারকে। এছাড়া এই মামলার বাকি ১৩ আসামিকে আদালত সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন।

আজ রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।

গত ৪ অক্টোবর একই আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

এই মামলার প্রধান আসামি পি কে হালদার। একই মামলা আরও ১৩ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে কানাডায় ৮০ কোটি টাকা পাচার ও প্রায় ৪২৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি  দায়ের হয়।

মামলার অন্য আসামিরা হলেন—পি কে হালদারের আইনজীবী সুকুমার মৃধা, মেয়ে অনিন্দিতা মৃধা, সহযোগী অবন্তিকা বড়াল ও চাচাতো ভাই শঙ্খ বেপারী, পি কে হালদারের মা লীলাবতী হালদার এবং ভাই প্রীতিশ কুমার হালদার এবং সহযোগী পূর্ণিমা রানী হালদার, অমিতাভ অধিকারী, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, উত্তম কুমার মিস্ত্রি এবং স্বপন কুমার মিস্ত্রি।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. সি পার্ল বিচ রিসোর্ট
  2. জেমিনী সী ফুড
  3. লাফার্জ হোলসিম
  4. ফু-ওয়াং ফুডস
  5. বিএসসি
  6. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  7. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  8. এইচ আর টেক্সটাইল
  9. সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ
  10. প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি ।

প্রথম দিনেই সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে।এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৩৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর দর অপরিবর্তিত আছে ১৪৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেমিনী সী ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, ফু-ওয়াং ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, এইচ আর টেক্সটাইল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ও প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৪.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৬১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

সর্বনিম্ন এলসি নিষ্পত্তি সেপ্টেম্বরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি-রপ্তানির জন্য প্রয়োজনীয় ডলার ব্যাংকগুলো দিতে না পারায় ব্যবসায়ীরা লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দিন দিন এই সংকট তীব্রতর হচ্ছে। ফলে সাড়ে তিন বছরের মধ্যে সেপ্টেম্বরে সর্বনিম্ন এলসি নিষ্পত্তি করা হয়েছে। এলসি খোলার পরিমাণও আগস্টের তুলনায় প্রায় ১৬.১% কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এলসি সেটেলমেন্ট বা আমদানি পেমেন্ট সেপ্টেম্বরে ছিল ৪.৩৭ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের অক্টোবরের পর থেকে সর্বনিম্ন। সেপ্টেম্বরে ব্যাংকগুলো ৪.৬৯ বিলিয়ন ডলারের এলসি খুলেছে, যা আগস্টে ছিল ৫.৫৯ বিলিয়ন ডলার। জুলাই-আগস্ট মাসে ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে ৩৯.২৫ শতাংশ।

রেমিট্যান্স কমে যাওয়ায় ব্যাংকগুলোর এলসি খোলার সক্ষমতা কমে যাচ্ছে উল্লেখ করে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের ডলারের অবস্থা খুব একটা ভালো নয়। সেপ্টেম্বরে রেমিট্যান্সপ্রবাহ ছিল স্বাভাবিক সময়ের চেয়ে ৫০০-৬০০ মিলিয়ন ডলার কম। এর ফলস্বরূপ আমরা সহজে এলসি খুলছি না।

সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পেমেন্টের চাপ কমাতে গত এক বছর ধরে ব্যাংকগুলো এলসি খোলা কমিয়েছে।
সর্বনিম্ন এলসি নিষ্পত্তি সেপ্টেম্বরে আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ নেই

অর্থনীতিবিদরা বলেন, বাংলাদেশের মতো দেশের অর্থনীতিতে ভবিষ্যতে কী ঘটতে পারে তার একটা আভাস আমদানি এলসি খোলার পরিমাণ দেখলেই পাওয়া যাবে। ডলারের সংকটের কারণে ক্যাপিটাল মেশিনারি, মধ্যবর্তী পণ্যের জন্য এলসি খোলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ভবিষ্যতে অর্থনীতি পুনরুদ্ধার হবে এমন কোনো ইঙ্গিত নেই।

স্টকমার্কেটবিডি.কম///

পি কে হালদারের বিরুদ্ধে প্রথম মামলার রায় দুপুর ১২টায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে কানাডায় ৮০ কোটি টাকা পাচার ও প্রায় ৪২৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করবেন আদালত।

আজ রবিবার দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করবেন। গত ৪ অক্টোবর একই আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

এই মামলার প্রধান আসামি পি কে হালদার। অর্থপাচারের অভিযোগে গত বছরের ১৪ মে ভারতের অশোকনগরে পি কে হালদার গ্রেপ্তার হন।

মামলার অন্য আসামিরা হলেন—পি কে হালদারের আইনজীবী সুকুমার মৃধা, মেয়ে অনিন্দিতা মৃধা, সহযোগী অবন্তিকা বড়াল ও চাচাতো ভাই শঙ্খ বেপারী, পি কে হালদারের মা লীলাবতী হালদার এবং ভাই প্রীতিশ কুমার হালদার এবং সহযোগী পূর্ণিমা রানী হালদার, অমিতাভ অধিকারী, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, উত্তম কুমার মিস্ত্রি এবং স্বপন কুমার মিস্ত্রি।

তাদের মধ্যে সুকুমার, অনিন্দিতা, অবন্তিকা ও শঙ্খ আগে গ্রেপ্তার করা হয়েছিলেন এবং কারা হেফাজতে আছেন। পি কে হালদারসহ ১০ জন পলাতক।

এদের মধ্যে সুকুমার, শঙ্খ ও অনিন্দিতা এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত এই মামলায় অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ১০৮ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন।

গত বছরের ১০ ফেব্রুয়ারি পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম///