স্টকমার্কেট প্রতিবেদক :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ ও সব ধরণের মূল্য সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। তবে এদিন সেখানে সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২২৯ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৭৬৫ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩ টির। আর দর অপরিবর্তিত আছে ৫১ টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিটি ব্যাংক, গ্রামীন ফোন, ঢাকা ব্যাংক, উওরা ব্যাংক, ওআইমেক্স ইলেক্ট্রোড, ইউসিবি, এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক, বিবিএস ক্যাবলস ও লংকাবাংলা ফাইন্যান্স।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৩.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৫৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির কমেছে ১১২ টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।
এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪০ কোটি ১৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ছিল ৪৪ কোটি ৩৩ লাখ টাকা। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওমেক্স ইলেক্ট্রোড ও সিটি ব্যাংক,।
স্টকমার্কেটবিডি.কম/এমএ