এডিএন টেলিকমের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.০১ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.২৩ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৩০.৫৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ৯.৯৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুসারে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক বেড়ে হয়েছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ, যা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশে।

সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৮২ শতাংশ, যা অক্টোবরে হয়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/////

জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে বিক্রির চাপ বেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মূল্যস্ফীতির চাপে মানুষের ব্যয় বেড়েছে। সংসারে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে সঞ্চয় ভাঙছে মানুষ। এখন মেয়াদপূর্তির পর যে হারে সঞ্চয়পত্র ভাঙছে, সে হারে নতুন বিনিয়োগ হচ্ছে না। ফলে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমে ঋণাত্মক প্রবৃদ্ধিতে নেমেছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ছয় হাজার ৭৪৫ কোটি ৭৯ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে আগের মূল টাকা ও মুনাফা পরিশোধ করা হয়েছে ছয় হাজার ৮৯৩ কোটি ৬৪ টাকা। সঞ্চয়পত্রের মূল টাকা ও মুনাফা পরিশোধের পর সেপ্টেম্বর মাসে এ খাতে সরকারের নিট ঋণ (ঋণাত্মক) দাঁড়িয়েছে ১৪৭ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ সেপ্টেম্বরে সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ নেওয়ার চেয়ে আগের সুদ-আসল পরিশোধ করেছে বেশি।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২১ হাজার ৬৫৬ কোটি পাঁচ লাখ টাকা। এর মধ্যে আগের মূল টাকা ও মুনাফা পরিশোধ করা হয়েছে ২২ হাজার ৯২১ কোটি দুই লাখ টাকা। মূল টাকা ও মুনাফা পরিশোধের পর তিন মাসে সরকারের নিট ঋণ (ঋণাত্মক) দাঁড়িয়েছে এক হাজার ২৬৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রে সরকারের ঋণের চেয়ে পরিশোধের পরিমাণ বেশি।

গত অর্থবছরের একই সময়ে (তিন মাসে) নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৩৩০ কোটি ৫৭ লাখ টাকা। তার আগের অর্থবছরে নিট বিক্রির পরিমাণ ছিল আট হাজার ৫৫৮ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ সঞ্চয়পত্রে বিনিয়োগ ধারাবাহিক কমছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা ঠিক করছে সরকার, যা ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ৪৮.৫৭ শতাংশ বা ১৭ হাজার কোটি টাকা কম। গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ঠিক করা ছিল ৩৫ হাজার কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/////

ইস্টার্ন ব্যাংকের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে স্থগিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রায় প্রতিপালন না করার অভিযোগে এবং আদালতে হাজির না হওয়ায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের বিরুদ্ধে শ্রম আদালতের গ্রেফতারি পরোয়ানার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ছয় মাসের জন্য এ সংক্রান্ত রায় স্থগিতের পাশাপাশি মূল মামলাটি বাতিল প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

রবিবার (৫ নভেম্বর) মামলার আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, আশরাফ উল আলম নামক ব্যক্তি ২০০৬ সালের ২ এপ্রিল ইস্টার্ন ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে যোগদান করে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ করে আসছিলেন। ২০১৮ সালের ২১ মার্চ ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ ব্যাংক (বিআরপিডি সার্কুলার নম্বর ১৮, তারিখ ২৭.১০.২০১৩)-কে ভঙ্গ করে দরখাস্তকারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে। এরপর একই বছরের ১৯ এপ্রিল চাকরি ফেরত চেয়ে আবেদন করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি।

পরে প্রতিকার খুঁজতে ২০১৮ সালের ৬ জুন আশরাফ বাদি হয়ে ঢাকার শ্রম আদালত-২ এ ব্যাংকটির বিরুদ্ধে মামলা দায়ের করে। চলতি বছরের ৩১ মে এই মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে ৪৫ দিনের মধ্যে আশরাফকে তার প্রাপ্যসহ চাকরি ফেরত দিতে দুই আসামির প্রতি নির্দেশ দেওয়া হয়।

তবে সেই রায় প্রতিপালন না করায় বাদি ব্যাংকটির এমডি আলী রেজা ইফতেখার ও হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান কর্মকর্তা মঞ্জুরুল আলমকে আসামি করে আদালত অবমাননার আবেদন জানান। ওই আবেদনের পর মামলার দ্বিতীয় আসামি মঞ্জুরুল আলম গত ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন নেন। তবে ব্যাংকটির এমডি আলী রেজা ইফতেখার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর সেই পরোয়ানা আদেশ ও রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়।

এরপর শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে রিট দায়ের করলে গত ১৬ অক্টোবর মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্ল্যার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট বিএম ইলিয়াস ও মো. মাহবুবুর রহমান কিশোর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/////

৩ দিনের দামে ৭ দিনের ডেটা প্যাকেজ দেওয়ার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যন্ত বন্ধ থাকা তিন দিনের প্যাকেজের দামে সাত দিনের ডেটা প্যাকেজ দিতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অপারেটরদের ১০ নভেম্বরের মধ্যে সাত দিনের ডেটা প্যাকেজের দাম তিন দিনের ডেটা প্যাকেজের দামে নামিয়ে আনতে বলা হয়েছে। গত ১৪ অক্টোবর তিন দিনের ডেটা প্যাকেজ বন্ধ করে দেওয়া হয়। এ সিদ্ধন্ত গ্রাহকদের তীব্র সমালোচনার মুখে পড়ে।

মোবাইল অপারেটররা বলছে, সরকার নির্দেশিত শুল্ক তাদের জন্য বাণিজ্যিকভাবে লাভজনক নয়। এক মোবাইল অপারেটরের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘একটি প্রতিষ্ঠান ১০ গ্রাম প্যাকের দামে ২৫ গ্রাম শ্যাম্পু প্যাক বিক্রি করবে না।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘গত ১৫ অক্টোবর তিন দিনের প্যাকেজ বন্ধ হওয়ার পর মোবাইল অপারেটরগুলো সাত দিনের প্যাকেজের দাম দুই-তিনগুণ বাড়িয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে দেশবন্ধু পলিমার; ২য় এমারেল্ড অয়েল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকা।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ মনোস্ফুল পেপারের ১৭ কোটি ৭ লাখ, বিচ হ্যাচারির ১৪ কোটি ৩২ লাখ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৪ কোটি ১৬ লাখ, জেমিনী সী ফুডের ১২ কোটি ৫৫ লাখ, সোনালী আঁশের ১২ কোটি ৬ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১ কোটি ৩ লাখ ও কেপিপিএলের ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে উত্থানে উভয় শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৭টির আর দর অপরিবর্তিত আছে ১৬২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুডস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্ফুল পেপার, বিচ হ্যাচারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, সোনালী আঁশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও কেপিপিএল।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৩.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে একমি পেসটিসাইড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. দেশবন্ধু পলিমার
  2. ফু-ওয়াং ফুডস
  3. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ
  4. বাংলাদেশ মনোস্ফুল পেপার
  5. বিচ হ্যাচারি
  6. ইউনিয়ন ইন্স্যুরেন্স
  7. জেমিনী সী ফুড
  8. সোনালী আঁশ
  9. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  10. কেপিপিএল।