এ্যাপেক্স ট্যানারির আবারো ৪০% লভ্যাংশ ঘোষণা

APEXTANRY-230x130নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১০ সেপ্টেম্বর।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৯৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৩.৫৬ টাকা।

আগের বছর ২০১৬ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ডিসেম্বরের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনার চূড়ান্ত করবে সিএসই

cse-logo-sবিশেষ প্রতিবেদক :

স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী নেয়ার জন্য কাজ করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সিএসইর পর্ষদের বৈঠক হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সিএসই চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন, সিএসই ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক (অবসরপ্রাপ্ত) মেজর এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সিএসই চেয়ারম্যান বলেন, স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী নিয়োগ দিতে চীন, দুবাই, হংকং ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

ডিসেম্বরের মধ্যে এই পার্টনার নেয়া হবে। সিএসই’র কিছু দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিছু দুর্বলতা আছে। স্ট্র্যাটেজিক পার্টনার নেয়া হলে এই দুর্বলতা কেটে যাবে বলে আশা করছি। একই সঙ্গে বাজারেও গতি আসবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ