ওয়ালটন টিভি রপ্তানিতে দুর্দান্ত সাফল্য

ওয়ালটন টিভির সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদা হোসেনের হাতে ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এর ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তগণ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জানা গেছে, ২০২০ সালের টিভি রপ্তানি এ বছরের প্রথম প্রান্তিকেই (জানুয়ারি থেকে মার্চ) ছাড়িয়েছে ওয়ালটন। যা আগের বছরের মোট টিভি রপ্তানির চেয়ে প্রায় ১৩৭ শতাংশ বেশি। এই অর্জন শুধু ওয়ালটনের জন্যই নয়, দেশের রপ্তানি আয় ও অর্থনীতির জন্যও এক বিশাল মাইলফলক।

কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইউরোপের জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া, স্পেন, পোল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে শক্তিশালী বাজার তৈরিতে সাফল্য দেখিয়েছে ওয়ালটন। সম্প্রতি তারা রোমানিয়া এবং ইতালিতে বাজার সম্প্রসারণ করেছে। ইউরোপে নতুন বাজার সৃষ্টি ও সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখায় ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা নাহিদ হোসেন’কে বিশেষ অ্যাওয়ার্ড দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক এক প্রোগ্রামে ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পান তিনি। তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।

যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম প্রমূখ।

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য সরবাহের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বাজার ধরতে সক্ষম হচ্ছে ওয়ালটন। ফলে করোনা মহামারিতেও স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও ওয়ালটন ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, ওয়ালটনের টার্গেট- বিশ্ব ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের বাজারে শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করা।

প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চমানের ওয়ালটন টেলিবিশনের প্রতি আতœবিশ্বাস তৈরি হওয়ায় বৈশ্বিক ক্রেতাদের কাছ থেকে মিলছে ব্যাপক সাড়া।

যার প্রেক্ষিতে করোনা মহামারির মধ্যেও ইউরোপে বাজার সম্প্রসারণে ব্যাপক সফলতা আসছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেনসহ বিশ্বের অনেকগুলো দেশে ১০ গুণ বেশি রপ্তানি হয়েছে ওয়ালটন টেলিভিশন। এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসেই ছাড়িয়ে গেছে ২০২০ সালের টিভি রপ্তানি। অর্জিত হয়েছে ১৩৭ শতাংশ প্রবৃদ্ধি।

তিনি জানান, ওয়ালটন এখন বিশ্বের সেরা ৫টি টেলিভিশন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছানোর মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ২০২৩ সালের মধ্যে ৫টি মহাদেশীয় অঞ্চলের সবগুলো দেশে ওয়ালটনের তৈরি টেলিভিশন রপ্তানির টার্গেট নেয়া হয়েছে।

গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে টিভি তৈরি করছে ওয়ালটন। ইতিমধ্যে সর্বাধুনিক টেকনোলজির ডলবি এবং গুগল লিস্টেড ‘লাইসেন্সড টিভি ম্যানুফ্যাকাচারার’ এর স্বীকৃতি পেয়েছে ওয়ালটন। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই ডলবি’র অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি উৎপাদন করছে। এসব টিভির দাম যেমন সাশ্রয়ী, তেমনি মানেও সেরা। আর তাই স্থানীয় বাজারে মার্কেট শেয়ার বিবেচনায় শীর্ষে এখন ওয়ালটন টিভি।

স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি ২০১০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। বর্তমানে ৩৫ টিরও বেশি দেশে, শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। পরিবেশকের মাধ্যমেও বিভিন্ন দেশে নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি হচ্ছে। শীর্ষ টিভি রপ্তানিকারক হিসেবে ওয়ালটন দেশের রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, কর্মস্থংস্থান সৃষ্টি, প্রযুক্তি খাতে দক্ষ কর্মী গড়ে তোলায় অবদার রাখছে। সেইসঙ্গে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে রাখছে বিশেষ অবদান।

স্টকমার্কেটবিডি.কম/

স্যামসাংয়ের টিভিতে আকর্ষণীয় অফার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘ ১৫ বছর ধরে বিশ্বের এক নম্বর টেলিভিশন ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এ অফারের মাধ্যমে এখন থেকে টি-সিরিজের যে কোন ইউএইচডি বা কিউএলইডি টেলিভিশন কেনার ক্ষেত্রে ক্রেতারা ০% হারে ৩৬ মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড ক্রেডিট কার্ডধারীরা এই ইএমআই সুবিধা উপভোগ পারবেন।

অসাধারণ ডিজাইনের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেলিভিশন তৈরিতে পরিচিত নাম স্যামসাং। স্যামসাং টেলিভিশনের অভিনব প্রযুক্তি প্রাণবন্ত শব্দ, নিখুঁত ছবি এবং মিনিমালিস্ট ডিজাইনের মাধ্যমে সাধারণ বিষয়কেও করে তোলে অসাধারণ। ক্রেতারা এখন প্রতিমাসে সর্বনিম্ন ১,৯১৪ টাকা প্রদানের মাধ্যমে ইউএইচডি বা কিউএলইডি টেলিভিশন কিনতে পারবেন।

এর পাশাপাশি ক্রেতারা নির্দিষ্ট টিভি মডেলে বাই ওয়ান গেট ওয়ান অফার উপভোগ করতে পারবেন। ক্রেতারা বান্ডল অফারে টিভির সাথে সাউন্ডবার ক্রয়ে ৫০ শতাংশ ক্যাশবাক সুবিধা গ্রহণ করতে পারবেন। অফার ও বিক্রয়োত্তর সেবা নিয়ে ক্রেতারা যেকোনো প্রশ্নে স্যামসাং -এর ২৪/৭ কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

যেকোন স্থান এবং বাজেটের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, সে কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে টি সিরিজ। এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিকসের প্রধান শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমাদের টেলিভিশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা আপনার ঘরের ভেতর সুবিধামতো ফিট করা যাবে এবং আপনার ঘরের শোভা বৃদ্ধি করবে। ১৫ বছর ধরে বিশ্বের এক নম্বর টেলিভিশন ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের গৌরব অর্জন প্রমাণ করে এর প্রতিটি টেলিভিশন তৈরিতে সর্বাধিক মানসম্পন্নতা এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার।

আপনি যাতে আপনার বাজেট এবং লাইফস্টাইলের সাথে মিল রেখে পছন্দের টিভি বেছে নিতে পারেন, সেজন্য টি সিরিজের বিভিন্ন মডেল রয়েছে। আমরা চাই আমরা যেসব অভিনব প্রযুক্তি বাজারে নিয়ে আসছি, বাংলাদেশের মানুষ যাতে তা উপভোগ করতে পারেন। তাই, আমরা তাদের দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সাথে ০% হারে ৩৬ মাসের ইএমআই সুবিধা নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, ক্রেতারা আমাদের নতুন অফার পছন্দ করবেন এবং আমাদের উদ্ভাবনী প্রযুক্তি তাদের লাইফস্টাইলের পাশাপাশি টিভি দেখার অভিজ্ঞতাও বদলে দিবে।’

স্টকমার্কেটবিডি.কম/

 

নিউ বসুন্ধরার চেয়ারম্যানকে আত্মসমর্পণের নিদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১১০ কোটি টাকা পাচারের মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমানের জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে তিনি বলেন, নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের চেয়ারম্যান আনিসুর রহমানকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। আমরা তার বিরুদ্ধে আপিলে গিয়েছি। আপিল বিভাগ তার জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন। আর লিভ পিটিশনের শুনানির জন্য আগামী ২৭ মে পরবর্তী তারিখ রেখেছেন আদালত। খুরশিদ আলম খান বলেন, গত বছরের ৮ অক্টোবর হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আমরা আপিল বিভাগে আবেদন করি।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন আবদুল মান্নান তালুকদার। পরে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচার প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করেন শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের ইমাম আনিসুর রহমানকে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রলোভন দেখিয়ে প্রায় ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা সংগ্রহ করে। টাকাগুলো প্রথমে বাগেরহাটের ১৬টি ব্যাংকের ৩০টি হিসাবে রাখা হয়। পরে সেখান থেকে ওই টাকা তুলে পাচার করা হয়েছে বলে দুদকের অভিযোগে বলা হয়। এই টাকা কোথায় পাচার করা হয়েছে, তা জানতে দুদক অনুসন্ধান করছে। এ ঘটনায় ২০১৮ সালের ৩০ মে বাগেরহাট শহরের আবদুল মান্নান তালুকদার ও আনিসুর রহমানের বিরুদ্ধে দুদক মানি লন্ডারিং আইনে একটি মামলা করে। এ মামলায় ২০১৯ সালে আনিসুর রহমানকে কারাগারে পাঠায় বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম। এরপর হাইকোর্ট থেকে ২০২০ সালের ৮ অক্টোবর জামিন নিয়ে বের হয়ে যান।

স্টকমার্কেটবিডি.কম/

নিত্যপণ্যের দাম কমায় স্বস্তি ফিরেছে জনমনে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। চড়াদামে বিক্রি হওয়া সবজির দাম আবার নাগালের মধ্যে চলে এসেছে। দাম কমার তালিকায় আছে চাল, পেঁয়াজ, ব্রয়লার মুরগি। এছাড়া ইফতারি পণ্য হিসেবে খ্যাত ছোলা ও খেজুরের দাম আরও কমেছে। অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, চিনি, আটা ও ডালের দাম। রসুনের দাম কমলেও বেড়েছে আদার। দাম কমায় স্বস্তি ফিরে এসেছে নিত্যপণ্যের বাজারে। বেশিরভাগ পণ্যের দাম কমে দাম আরও কমার আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। শাক-সবজি বিক্রেতারা জানিয়েছেন লেবু, মরিচ, শসা, বেগুন, টমেটো ও গাজরের দাম রোজার শুরুতে প্রায় দ্বিগুণ হয়েছিল। এখন দাম কমে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। কাঁচা মরিচ বেড়ে হয়েছিল ৮০ টাকা, শসা বাজার ভেদে ৮০-১০০ টাকা, লম্বা বেগুণ ও ৮০ থেকে ৯০ টাকায়, লেবুর হালিও ৩০ থেকে ৮০ টাকায় উঠেছিল। তবে এসব সবজির দাম প্রায় অর্ধেক কমে আবার জায়গায় ফিরে এসেছে। রোজার শুরুতে ক্রেতারা বেশি করে নিত্যপণ্য কিনে নেয়ায় এখন বাজারে চাহিদাও কম।

শুক্রবার ও শনিবার কাওরান বাজার, ফার্মগেট বাজার, নিউমার্কেট কাঁচা বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও রায়ের বাজার সিটি কর্পোরেশন কাঁচা মার্কেট ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এছাড়া সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবিও বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমার তথ্য দিয়েছে। সাপ্তাহিক ছুটির দিন লকডাউনের মধ্যেও চড়াদামে বিক্রি হওয়া সবজি কিছুটা কমদামে পেয়ে খুশি ভোক্তারা। ফার্মগেট বাজার থেকে সবজি কিনছিলেন পূর্ব রাজা বাজারের বাসিন্দা মোকলেছুর রহমান। তিনি বলেন, লকডাউনের মধ্যেও বাজারে প্রচুর সবজি ও দাম নাগালের মধ্যে রয়েছে। রোজার শুরুতে যেদাম ছিল কমে তা অর্ধেকে নেমে এসেছে। ওই বাজার থেকে তিনি দুই কেজি শসা কিনছিলেন ৮০ টাকা দিয়ে। তিনি বলেন, রোজার শুরুতে প্রতিকেজি বিক্রি হয়েছে ৮০ টাকা। এভাবে টমেটো, গাজর, ঢেঁড়স, কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম কমে এসেছে। দাম কমে প্রতিকেজি বেগুন ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

সবজির পাশাপাশি মুদিপণ্যের দাম কমে গেছে। পেঁয়াজ, রসুন, ভোজ্যতেল, ছোলা ও চালের দাম কমেছে খুচরা বাজারে। দেশী মাছের দাম অপরিবর্তিত রয়েছে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। ব্রয়লার মুরগির দাম কমলেও পাকিস্তানী লেয়ারখ্যাত লাল মুরগির দাম এখনো চড়া। প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৬০-৩০০ টাকায়। দাম কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বাজার ও আকার ভেদে সোনালী মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা, দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মুরগি বিক্রেতার মো. মিরাজ বলেন, আগের চেয়ে মুরগির দাম কমছে। তবে যে রকম কমার কথা ছিল তা কিন্তু কমে নি। আগে মুরগি পাওয়া না গেলেও এখন চাহিদা মতো পাওয়া যাচ্ছে। এছাড়া মাংসের মধ্যে খাসি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং গরু ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের হালি ৩০ থেকে ৩২ টাকা। বাজারে প্রতিকেজি পেঁয়াজ দেশী ৩৫-৪০, আমদানিকৃত পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। মুদি দোকানে প্রতিকেজি ছোলা ৬৫ থেকে ৭০ টাকা, সরু দানার মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা, মোটা দানা ৬৫-৭০ টাকা, চিনি ৬২-৬৫ টাকা, খোলা সয়াবিন তেলের লিটার ১২৩ থেকে ১২৫ টাকা, ১ লিটারের বোতল ১৩৫ টাকায় টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। চাল মাঝারিমানের পাইজাম ও লতা ৫২-৫৬ এবং মোটা মানের স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হচ্ছে ৪৬-৫০ টাকায়। সরু নাজির ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ ক্রেতা রোজার আগেই চাহিদার চেয়ে বেশি পরিমাণ কিনে নিয়েছেন। এ কারণে বাজারে এখন পণ্যের চাহিদাও কম। সামনের দিকে নিত্যপণ্যের দাম আরও কমার আভাস দিয়েছেন মুদিপণ্যের ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম/

নিউ লাইন ক্লোথিংসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩২ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.১৭ টাকা।

আগামী ২২ জুন বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর বিমাটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বারাকা পাওয়ারের বোর্ড সভা ২৯ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৯ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা