বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহবান বাণিজ্যমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশকে আপনারা বিনিয়োগের জন্য প্রাইম লোকেশন হিসেবে নেন। বাংলাদেশ সব দিক থেকে রাইট লোকেশন। আমাদের কোয়ালিফাইড ওয়ার্কফোর্স আছে। আমাদের ১০০টির বেশি ইকোনমিক জোন হচ্ছে।

রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশিদের সংগঠন এফআইসিসি’র ৬০ বছর পূর্তি ও ইনিভেস্টমেন্ট এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। একটা দেশ যেখানে ক্ষুদা থাকবে না, দারিদ্র্য থাকবে না, জনগণ শিক্ষিত হবে। কিন্তু, তাকে তা করতে দিলো না। তিনি কাজ শুরুও করেছিলেন। কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের পরাজিত শক্তির হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তার সেই দায়িত্ব কাঁধে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্ন আর সাহসের এক মেলবন্ধনের নাম শেখ হাসিনা।

টিপু মুনশি বলেন, আমি উত্তরবঙ্গের মানুষ। বছর কয়েক আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার এদিকে তিনি গ্যাস দিবেন। তিনি গ্যাসও দিয়েছেন। আমি বলব তিনি পজিটিভ আছেন। বিদেশি বিনিয়োগকারীদের আমি বলব উত্তরবঙ্গ হচ্ছে আমাদের শস্যভাণ্ডার। আপনাদের আমি অনুরোধ করব এগ্রো প্রসেসিং এর জন্য উত্তরবঙ্গকে বেছে নিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতিত্ব করেন এফআইসিসি’র সভাপতি নাসির এজাজ বিজয়। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও দেশি-বিদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/////

বাসেত স্টিল মিলে বিস্ফোরণে নিহত ১

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর শ্যামপুরে বাসেত স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধের ঘটনায় রবিউল ইসলাম (২৭) নামে এক শ্রমিক মারা গেছে।

রবিবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল জানান, গতরাতে শ্যামপুর স্টিল মিল থেকে চারজন ইন্সটিটিউটে আসে। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রবিউল নামে একজন মারা গেছে। তার ২৬ শতাংশ দগ্ধ হয়েছিল। আসিরুল ৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। শাহ আলম ও মাজহারুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, শ্যামপুরের বাসেদ স্টিল মিলের শ্রমিক রবিউল ইসলাম (২৭), আমিরুল ইসলাম (৩৫), শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭)।

স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন জানান, তারা শ্যামপুরে বাসেদ স্টিলমিলে কাজ করেন। রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভিতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে কারখানাটিতে কি থেকে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি তিনি।

স্টকমার্কেটবিডি.কম/////

ফিকির ৬০তম বর্ষপূর্তিতে ২ দিনের বিনিয়োগ মেলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে দুই দিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু হয়েছে।

আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করছেন।

গতকাল ফিকির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা বই ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রাওরিটিজ ফর বিল্ডিং এ কনডিউসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ ও প্রকাশনা ‘ইএসজি স্ট্র্যাটেজিস অ্যান্ড ইমপ্যাক্ট ফ্রম দ্য মেম্বারস অব ফিকি’র মোড়ক উন্মোচন করবেন।

বিজ্ঞপ্তিতে ফিকির প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা ফিকির গৌরবময় যাত্রার ৬০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিফলনগুলো সবার সামনে তুলে ধরবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৯ থেকে ২০ নভেম্বর “ফরএভার ফিউচারস ফরওয়ার্ড” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে আমাদের সম্মানিত স্টেকহোল্ডার, নীতিনির্ধারক ও সবাইকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

অনুষ্ঠানের প্রথম দিন ‘গ্রিন ভ্যালু চেইন’ শীর্ষক প্ল্যানারি সেশনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের সহ-সভাপতি ও সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান, ফিকির সভাপতি ইএসজি কমিটি ও পরিচালক জাভেদ আখতার, বিল্ড’র চেয়ারপারসন ও এমসির সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আন্তর্জাতিক বিনিয়োগ প্রচার বিভাগের সদস্য মোহসিনা ইয়াসমিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার, ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টেফান লিলার ও গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন এইচপিএম’র প্রিন্সিপাল সেক্রেটারি মো. তোফাজ্জেল হোসেন মিয়া ও মূল বক্তব্য সঞ্চালনা করবেন ড. এম. মাসরুর রিয়াজ।

আরও থাকবেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, এমসিসিআইর সভাপতি সাইফুল ইসলাম, জেট্রো ঢাকা’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউহি আন্দো, ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের বাণিজ্যিক বিভাগের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (মহাপরিচালক) সামসু কিম।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দেশীয় শিল্পে বিনিয়োগে আকৃষ্ট করতে ফিকি সদস্য ও সরকারি স্টেকহোল্ডারা বিনিয়োগ মেলার ৪০ স্টল পরিচালনা করবেন। দুই দিনব্যাপী এই মেলায় বিটুবি ও বিটুসি প্রদর্শন করা হবে।

মেলাটি সবার জন্য খোলা থাকবে। ফিকির আয়োজনের কৌশলগত অংশীদার হিসেবে আছে বাণিজ্য মন্ত্রণালয় ও বিডা।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, গত ছয় দশক ধরে ফিকি বাংলাদেশের ২১ খাতে ৩৫ দেশের ২০০’র বেশি সদস্যের প্রতিনিধিত্ব করছে।

সংগঠনটি বাংলাদেশের সামগ্রিক ফরেন ডেভেলপমেন্ট ইনডেক্সের ৯০ শতাংশ, সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০ শতাংশ ও ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধনের ২৫ শতাংশ অবদান রাখছে।

স্টকমার্কেটবিডি.কম/////

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দুই মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটির আবেদন করেন ভুক্তভোগী আলী আজগর ভূঁইয়া ও মো. মামুন। মামলায় রফিকসহ ১৮ জনকে অভিযুক্ত করেন মামুন, আর আলী আজগরের মামলায় ৩১ জনকে অভিযুক্ত করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং আলী আজগর ভূঁইয়ার আবেদনটি ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পবিত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে মো. মামুন জানান, গত ১৭ অক্টোবর আসামিরা তাদের পাঁচ ভাইয়ের মালিকানাধীন ৯৫ শতাংশ জমি রফিক ও মিজানুরের নামে রেজিস্ট্রি লিখে দিতে হুমকি দেন। অন্যথায় তাদের গুলি করে মেরে ফেলার হুমকি দেন তারা। পরে ১৯ অক্টোবর সকালে আসামিরাসহ আরও অজ্ঞাত ৩০/৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে জমি রেজিস্ট্রি করে দিতে হুমকি-ধমকি দেন।

সর্বশেষ গত ২১ অক্টোবর আসামিরা বাড়িতে এসে হামলা-ভাঙচুর করেন এবং গাভীসহ ঘরের প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। এসময় আসামিরা বসতঘর ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেন। পুনরায় তারা জমি রেজিস্ট্রি করে লিখে দিতে ভয়ভীতি প্রদর্শন করেন।

অপর মামলার বাদী আজগর আলী ভূঁইয়া জানান, গত ১৮ নভেম্বর আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার বাড়িঘরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এসময় আসামিরা দ্রুত জমি তাদের নামে রেজিস্ট্রি করে লিখে দিতে হুমকি দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটি রূপগঞ্জ থানায় এফআইআর করার নির্দেশ এবং আলী আজগর ভূঁইয়ার আবেদনটি ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/////

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরো বিদেশি বিনিয়োগ চেয়ে বলেছেন, তাঁর সরকার বৃহত্তর বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। এ জন্য সরবরাহ খাত, চতুর্থ শিল্পবিপ্লব সংশ্লিষ্ট খাত এবং পর্যটন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে ‘হোটেল রেডিসন ব্লু’তে ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই-ফিকি)-এর ৬০ বছর পূর্তি উদযাপন এবং দুই দিনব্যাপী ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এককভাবে কোনো দেশ যদি একখণ্ড জমি চায় আমরা তা-ও দেব। আবার যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে করতে চাইলে সেটাও করা হবে।’

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার অনেকগুলো সংস্থা তৈরি করেছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), বাংলাদেশ ইকোনমিক প্রসেসিং জোন অথরিটি (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (এইচটিপিএ) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)। বিনিয়োগের সুবিধার্থে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোতে ওয়ান স্টপ পরিষেবা চালু করা হয়েছে।

সরকারপ্রধান বলেন, বিনিয়োগ পরিষেবা প্রদানকারী সমস্ত অফিস সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটালাইজড করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ব্লু-ইকোনমির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা নতুন পরিকল্পনা প্রণয়ন করেছি।

লজিস্টিক শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং এই খাতের উন্নয়নের মাধ্যমে অন্যান্য শিল্প খাতের উন্নতি ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় লজিস্টিকস ডেভেলপমেন্ট পলিসি প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশে এখন জ্বালানি, পানি, লজিস্টিকস এবং পরিবহন খাতে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন প্রায় সতেরো কোটি মানুষের একটি বড় অভ্যন্তরীণ বাজার। এটি ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে আমাদের দেশ ছাড়িয়ে যেতে পারে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ফিকির সভাপতি নাসের ইজাজ ও সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি দীপল আবেবিক্রমা অনুষ্ঠানে বক্তব্য দেন। বাসস

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিকস; ২য় খুলনা পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা পেপার এন্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ১৬ লাখ, ফুযাং ফুডসের ১৩ কোটি ২৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১২ কোটি ১৮ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১১ কোটি ৩৫ লাখ, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৬২ লাখ, মুন্নু সিরামিকসের ৯ কোটি ৯৫ লাখ ও ইভেন্সি টেক্সটাইলের ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ফু-ওয়াং সিরামিকস
  2. খুলনা পেপার এন্ড প্যাকেজিং
  3. সেন্ট্রাল ইন্স্যুরেন্স
  4. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  5. ফুযাং ফুডস
  6. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  7. প্যাসিফিক ডেনিমস
  8. ইয়াকিন পলিমার
  9. মুন্নু সিরামিকস
  10. ইভেন্সি টেক্সটাইল।

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৩টির আর দর অপরিবর্তিত আছে ১৬১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ফু-ওয়াং সিরামিকস, খুলনা পেপার এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, ফুযাং ফুডস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিকস ও ইভেন্সি টেক্সটাইল।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং সিরামিকস ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গ্লোবাল হ্যাভী কেমিক্যালসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হ্যাভী কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২২ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিলকো ফার্মার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় সিলেটে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি